ETV Bharat / state

দমদমে রাতারাতি দেওয়াল দখল, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - TMC

দমদমের 5 নম্বর ওয়ার্ডে BJP-র প্রচার লিখন মুছে অনেক দেওয়াল রাতারাতি দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

দেওয়াল লিখন
author img

By

Published : Apr 10, 2019, 3:25 PM IST

Updated : Apr 10, 2019, 3:36 PM IST

দমদম, 10 এপ্রিল : দমদমের 5 নম্বর ওয়ার্ডে BJP-র প্রচার লিখন মুছে অনেক দেওয়াল রাতারাতি দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দেওয়াল লিখনের সময় BJP কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ ওঠে। BJP-র তরফ থেকে ঘটনার ব্যাপারে দমদম থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।

BJP কর্মী স্বপন ঘোষ বলেন, "গতকাল দুপুরে মতিলাল বাজারের কাছে আমাদের ছেলেরা দেওয়ালে রং করছিল। সেই সময় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জহরের উপাধ্যায়ের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী আমাদের কর্মীদের উপর হামলা করে।"

অন্যদিকে গতরাতে দেওয়াল দখলের খবর পেয়ে BJP কর্মীরা ঘটনাস্থানে পৌঁছালে তৃণমূলের কর্মীরা তাঁদের মারধর করে বলে BJP-র তরফ থেকে অভিযোগ করা হয়। BJP কর্মীরা বলেন, "তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জহর উপাধ্যায় ও তাঁর দলবল মারধর করেন আমাদের কর্মীদের উপর। এতে স্বপন ঘোষ ও কমল নাথ সিংহ নামে দুই BJP কর্মী আহত হয়। স্বপনবাবু গুরুতর অসুস্থ। তাঁর বাইপাস সার্জারি রয়েছে। এইকথা বলার পরেও তাঁকে মারধর করা হয়।" কিন্তু তৃণমূলের তরফ থেকে BJP কর্মীকে করা মারধরের অভিযোগ অস্বীকার করা হয়।

আজ সকালে BJP কর্মীরা ঘটনাস্হানে গিয়ে দখল হওয়া দেওয়ালের একটি কোণ ঘষতেই BJP লেখাটি বেড়িয়ে আসে। BJP কর্মীরা জানায়, দমদমের পাঁচ নম্বর ওয়ার্ডের প্রায় 13টি দেওয়াল এইভাবেই রাতারাতি দখল হয়ে গেছে।

দমদম, 10 এপ্রিল : দমদমের 5 নম্বর ওয়ার্ডে BJP-র প্রচার লিখন মুছে অনেক দেওয়াল রাতারাতি দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দেওয়াল লিখনের সময় BJP কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ ওঠে। BJP-র তরফ থেকে ঘটনার ব্যাপারে দমদম থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।

BJP কর্মী স্বপন ঘোষ বলেন, "গতকাল দুপুরে মতিলাল বাজারের কাছে আমাদের ছেলেরা দেওয়ালে রং করছিল। সেই সময় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জহরের উপাধ্যায়ের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী আমাদের কর্মীদের উপর হামলা করে।"

অন্যদিকে গতরাতে দেওয়াল দখলের খবর পেয়ে BJP কর্মীরা ঘটনাস্থানে পৌঁছালে তৃণমূলের কর্মীরা তাঁদের মারধর করে বলে BJP-র তরফ থেকে অভিযোগ করা হয়। BJP কর্মীরা বলেন, "তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জহর উপাধ্যায় ও তাঁর দলবল মারধর করেন আমাদের কর্মীদের উপর। এতে স্বপন ঘোষ ও কমল নাথ সিংহ নামে দুই BJP কর্মী আহত হয়। স্বপনবাবু গুরুতর অসুস্থ। তাঁর বাইপাস সার্জারি রয়েছে। এইকথা বলার পরেও তাঁকে মারধর করা হয়।" কিন্তু তৃণমূলের তরফ থেকে BJP কর্মীকে করা মারধরের অভিযোগ অস্বীকার করা হয়।

আজ সকালে BJP কর্মীরা ঘটনাস্হানে গিয়ে দখল হওয়া দেওয়ালের একটি কোণ ঘষতেই BJP লেখাটি বেড়িয়ে আসে। BJP কর্মীরা জানায়, দমদমের পাঁচ নম্বর ওয়ার্ডের প্রায় 13টি দেওয়াল এইভাবেই রাতারাতি দখল হয়ে গেছে।

sample description
Last Updated : Apr 10, 2019, 3:36 PM IST

For All Latest Updates

TAGGED:

TMCwalls
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.