বনগাঁ, 22 সেপ্টেম্বর : উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতীয় প্রসাধনী সামগ্রী বাংলাদেশে পাচার করার সময় BSF জওয়ানদের হাতে ধরা পড়ল তিন মহিলা । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানার কালিয়ানি গ্রামে । ধৃত মহিলা পাচারকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃত মহিলাদের আজ পেট্রাপোল থানায় তুলে দেওয়া হয় । পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অষ্টমী সরকার, লক্ষ্মী মণ্ডল ও ঝর্ণা সিংহ ।
বনগাঁর পেট্রাপোল সীমান্ত লাগোয়া কালিয়ানি গ্রাম । গ্রামের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের মানুষ । অষ্টমী, লক্ষ্মী ও ঝর্ণারা কালিয়ানি গ্রামেরই গৃহবধূ। তাঁদের বয়স 35 থেকে 40 এর মধ্যে । তাঁরা সকলেই হোটেলে রান্নার কাজ করত । হোটেলে কাজ করে সংসার চালাত । কিন্তু কোরোনা সংক্রমণে লকডাউনের জেরে তাঁদের হোটেলের কাজ বন্ধ হয়ে গিয়েছিল । বাড়ি আর্থিক দুর্দশা সহ্য করতে না পেরে লক্ষ্মী, অষ্টমী ও ঝর্ণারা পাচারচক্রে জড়িয়ে পড়ে । পুজোয় ভারতীয় প্রসাধনী সামগ্রীর বাংলাদেশে বিপুল চাহিদা । আগেও গাইঘাটা ও বনগাঁ সীমান্ত দিয়ে প্রসাধনী পাচার হয়েছে । ধরাও পড়েছে অনেকে ।
যদিও পেট্রাপোল থানার পুলিশ জানিয়েছে, ধৃত তিন মহিলার বিরুদ্ধে আগে পাচারের কোনও অভিযোগ ছিল না । গতকাল সন্ধ্যায় পেট্রাপোল সীমান্ত লাগোয়া কালিয়ানি গ্রামে টহলদারি চালাচ্ছিলেন 158 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । সন্ধ্যার পর সীমান্তের কাটাতারের দিকে তিন মহিলাকে যেতে দেখে BSF-র সন্দেহ হয় । তিন মহিলার হাতে ব্যাগ ছিল । সন্দেহ হওয়ায় BSF-র জওয়ানরা ধাওয়া করে গ্রামের তিন মহিলাকে ধরে ফেলেন । তাঁদের ব্যাগ থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।