ETV Bharat / state

সন্দেশখালিতে নদীর চরে উদ্ধার হাড়গোড় কি নিখোঁজ BJP কর্মীর ? - ন‍্যাজাট থানা

গতবছর জুন মাসের চার তারিখে সন্দেশখালিতে তৃণমূল-BJP-র মধ্যে তুমুল সংঘর্ষ হয় । প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল নামে দুই BJP কর্মী খুন হয় । মৃত্যু হয় এক তৃণমূল কর্মীরও । সেদিন থেকে নিখোঁজ BJP কর্মী দেবদাস মণ্ডল । আজ সকালে নদীর চর থেকে মাথার খুলি-হাড় উদ্ধার হওয়ায় উঠেছে প্রশ্ন ৷

Sandeshkhali
সন্দেশখালি
author img

By

Published : Feb 15, 2020, 11:51 PM IST

সন্দেশখালি, 15 ফেব্রুয়ারি : সন্দেশখালি থানার টোঙতলার ডাঁসা নদীর চর থেকে আজ সকালে মাথার খুলি-হাড় উদ্ধার করল রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরা । সেগুলো ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে । সেই হাড়গোড় ও মাথার খুলি নিখোঁজ BJP কর্মী দেবদাস মণ্ডলের কি ? তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

গতবছর জুন মাসের চার তারিখে সন্দেশখালির ন‍্যাজাট থানার ভাঙিপাড়ায় রাজনৈতিক সভা করাকে কেন্দ্র করে তৃণমূল-BJP-র মধ্যে তুমুল সংঘর্ষ হয় । বোমাবাজি ও গুলি চলে । প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল নামে দুই BJP কর্মী খুন হয় । মৃত্যু হয় এক তৃণমূল কর্মীরও । সেদিন থেকে নিখোঁজ ছিল BJP কর্মী দেবদাস মণ্ডল । তাঁর খোঁজ এখনও পাওয়া যায়নি । এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে ।

শনিবার সন্দেশখালি থানার টোঙতলায় নদীর চরে একটি মাথার খুলি ও হাড়গোড় পাওয়া যায় । ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থানে যান বসিরহাট পুলিশ জেলা CID অধিকারিক পার্থসারথি বিশ্বাসের নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল ৷ যায় সন্দেশখালি থানার পুলিশ । হাড়গোড় উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয় । সেখান থেকে কলকাতায় ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ৷

প্রাথমিকভাবে দেবদাস মণ্ডলের হাড়গোড় বলে জল্পনা ছড়ালেও নিখোঁজ দেবদাসের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল তা মানতে চাননি । তিনি বলেছেন, আজ নদীর চরে একটা মাথার খুলি ও কিছু হাড়াগোড় পাওয়া গিয়েছে । আমাদের তা দেখানো হয়নি । ওটা আমার স্বামীর কী না তা জানি না ৷ CBI বা NIA -এর মাধ্যমে সেই গণহত্যার তদন্তের দাবি জানাচ্ছি । সন্দেশখালির BJP নেতা শান্তনু চক্রবর্তী বলেন, "প্রথম থেকে রাজ্য পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । তাই রাজ্য পুলিশের কোনও তদন্তে আমরা বিশ্বাস করি না । ওই হাড়গোড় দেবদাস মণ্ডলের কি না, তা CBI বা NIA মতো সংস্থার মাধ্যমে তদন্ত হোক । রাজ্য পুলিশ দিয়ে নয় ।"

আগামী 17 ফেব্রুয়ারি হাইকোর্টে দেবদাস মণ্ডল নিখোঁজে CBI তদন্তের দাবিতে মামলার রায় রয়েছে । BJP-র দাবি, CBI তদন্ত আটকানোর জন্য রাজ্য পুলিশই হাড়গোড় জোগাড় করে তা দেবদাসের বলে চালাতে চাইছে । স্থানীয় বাসিন্দাদের দাবি, পাশের নির্জন ঢোলহাট শ্মশানে এদিন সকালে পুলিশ গিয়ে কিছু হাড়গোড় জোগাড় করেছে । সেটাই দেবদাসের বলে প্রমাণ করার চেষ্টা চলছে ।

সন্দেশখালি, 15 ফেব্রুয়ারি : সন্দেশখালি থানার টোঙতলার ডাঁসা নদীর চর থেকে আজ সকালে মাথার খুলি-হাড় উদ্ধার করল রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরা । সেগুলো ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে । সেই হাড়গোড় ও মাথার খুলি নিখোঁজ BJP কর্মী দেবদাস মণ্ডলের কি ? তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

গতবছর জুন মাসের চার তারিখে সন্দেশখালির ন‍্যাজাট থানার ভাঙিপাড়ায় রাজনৈতিক সভা করাকে কেন্দ্র করে তৃণমূল-BJP-র মধ্যে তুমুল সংঘর্ষ হয় । বোমাবাজি ও গুলি চলে । প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল নামে দুই BJP কর্মী খুন হয় । মৃত্যু হয় এক তৃণমূল কর্মীরও । সেদিন থেকে নিখোঁজ ছিল BJP কর্মী দেবদাস মণ্ডল । তাঁর খোঁজ এখনও পাওয়া যায়নি । এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে ।

শনিবার সন্দেশখালি থানার টোঙতলায় নদীর চরে একটি মাথার খুলি ও হাড়গোড় পাওয়া যায় । ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থানে যান বসিরহাট পুলিশ জেলা CID অধিকারিক পার্থসারথি বিশ্বাসের নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল ৷ যায় সন্দেশখালি থানার পুলিশ । হাড়গোড় উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয় । সেখান থেকে কলকাতায় ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ৷

প্রাথমিকভাবে দেবদাস মণ্ডলের হাড়গোড় বলে জল্পনা ছড়ালেও নিখোঁজ দেবদাসের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল তা মানতে চাননি । তিনি বলেছেন, আজ নদীর চরে একটা মাথার খুলি ও কিছু হাড়াগোড় পাওয়া গিয়েছে । আমাদের তা দেখানো হয়নি । ওটা আমার স্বামীর কী না তা জানি না ৷ CBI বা NIA -এর মাধ্যমে সেই গণহত্যার তদন্তের দাবি জানাচ্ছি । সন্দেশখালির BJP নেতা শান্তনু চক্রবর্তী বলেন, "প্রথম থেকে রাজ্য পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । তাই রাজ্য পুলিশের কোনও তদন্তে আমরা বিশ্বাস করি না । ওই হাড়গোড় দেবদাস মণ্ডলের কি না, তা CBI বা NIA মতো সংস্থার মাধ্যমে তদন্ত হোক । রাজ্য পুলিশ দিয়ে নয় ।"

আগামী 17 ফেব্রুয়ারি হাইকোর্টে দেবদাস মণ্ডল নিখোঁজে CBI তদন্তের দাবিতে মামলার রায় রয়েছে । BJP-র দাবি, CBI তদন্ত আটকানোর জন্য রাজ্য পুলিশই হাড়গোড় জোগাড় করে তা দেবদাসের বলে চালাতে চাইছে । স্থানীয় বাসিন্দাদের দাবি, পাশের নির্জন ঢোলহাট শ্মশানে এদিন সকালে পুলিশ গিয়ে কিছু হাড়গোড় জোগাড় করেছে । সেটাই দেবদাসের বলে প্রমাণ করার চেষ্টা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.