বনগাঁ, 7 ডিসেম্বর : প্রেমিকের আত্মহত্যার দিন তিনেক বাদে প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর বাড়ি থেকে । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার দিনবন্ধু নগর বটতলা এলাকায় ৷
পুলিশ জানিয়েছে,মৃত কিশোরীর নাম রিয়া দাস । বয়স 15 বছর ৷ বনগাঁর পশ্চিমপাড়া এলাকার যুবক সিন্টু দত্তের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ৷ সিন্টু কয়েকদিন ধরেই নিখোঁজ থাকে ৷ তারপর ৪ ডিসেম্বর বনগাঁ শাখার বিভূতিভূষণ হল্ট স্টেশন এলাকায় রেল লাইনের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ।
মৃত কিশোরীর পরিবারের ও প্রতিবেশিদের অভিযোগ, মৃতদেহ উদ্ধার হওয়ার পর আজ সকালে সিন্টুর পরিবারের লোকজন ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মৌসুমী চক্রবর্তী কিশোরীর বাড়িতে চড়াও হয় ৷ দুই তরফে ঝামেলাও হয় ৷ সে কারণেই আত্মঘাতী হয়েছে কিশোরী ।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেন মৌসুমী চক্রবর্তী ৷ তিনি বলেন, " আমি বাড়ির সদস্য হিসেবে মৃত ছেলের মায়ের সঙ্গে গিয়েছিলাম । যাওয়ার পরেই দেখলাম মেয়েটির ঘরে দরজা বন্ধ । দরজা ভেঙে দেহটি উদ্ধার করছে এলাকার লোকেরা । আমাদের ছেলের পাশে দাঁড়িয়েছি কোনো রাজনীতি করতে যায়নি ।’’
তবে দুই পক্ষের তরফে কোনও লিখিত অভিযোগ বনগাঁ থানায় জমা পড়েনি । মৃত কিশরীর মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ ।