ETV Bharat / state

স্বরূপনগরে তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে - বুথ সভাপতিকে খুনের চেষ্টা

স্বরূপনগর বিধানসভার মল্লিকপুরে তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি অনিমেষ মল্লিককে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

the-bjp-has-been-accused-of-attempting-to-assassinate-the-trinamool-booth-president-in-swarupnagar-north-24-pargana
স্বরূপনগরে তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
author img

By

Published : May 4, 2021, 6:57 PM IST

স্বরূপনগর (উত্তর 24 পরগনা), 4 মে : ভোটের ফলপ্রকাশ হয়ে গিয়েছে ৷ তবুও রাজনৈতিক হিংসা কিছুতেই থামছে না উত্তর 24 পরগনায় ৷ এবার স্বরূপনগরে তৃণমূলের এক বুথ সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । সেই সঙ্গে শাসকদলের পঞ্চায়েত সদস্যা এবং তৃণমূল কর্মীর বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে বালকি নিত্যানন্দ কাঠি পঞ্চায়েতের মল্লিকপুর গ্রামে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় বিজেপি নেতৃত্বের ।

বসিরহাট মহকুমার আটটি বিধানসভার সবক’টিতেই জয়ী হয়েছে তৃণমূল । স্বরূপনগর বিধানসভা ফের তৃণমূলের দখলে গেলেও ভোটের নিরিখে এই কেন্দ্রের মল্লিকপুর গ্রামে পিছিয়ে রয়েছে শাসক শিবির । যার ফলে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই ওই গ্রামের তৃণমূল কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ । সোমবার রাতে আর হুমকি নয়, রীতিমতো দলবল নিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মল্লিকপুর গ্রামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা এবং অন্যান্য কর্মীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ জানা যায়, প্রথমে তৃণমূল কর্মী অমল বাচির বাড়িতে হামলা চালায় বিজেপির সশস্ত্র দুষ্কৃতীরা । ঘটনার সময় ওই তৃণমূল কর্মী বাড়িতে না থাকলেও, তাঁর বাড়ির টিনের ছাউনি নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ । এর পরই সশস্ত্র দুষ্কৃতীরা তৃণমূলের পঞ্চায়েত সদস্যা কবিতা মণ্ডলের বাড়িতে হামলা চালায় । ভাঙচুর করা হয় বাড়ির জানলার কাঁচ সহ ঘরের বিভিন্ন জিনিসপত্র । দুষ্কৃতীদের প্রতিরোধ করতে গেলে ওই পঞ্চায়েত সদস্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।

হামলাকারীরা সেখান থেকে চলে যাওয়ার সময় রাস্তায় তৃণমূলের বুথ সভাপতি অনিমেষ মল্লিককে মারধর করে বলেও অভিযোগ উঠেছে । এর পর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে । মাথায় এবং গলায় গুরুতর আঘাত লাগে ওই তৃণমূল নেতার । রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাড়াপুল গ্রামীণ হাসপাতালে এবং পরবর্তীতে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর বারাসত জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে অনিমেষ মল্লিকের । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন : দুর্গাপুরে পরপর বিজেপি কার্যালয়ে ভাঙচুর-আগুন, অভিযুক্ত তৃণমূল

এই বিষয়ে তৃণমূল কর্মী অমল বাচি বলেন, ‘‘এই গ্রামে বিজেপির সাংগঠনিক প্রভাব বেশি থাকায় ভোটের আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল তৃণমূল কর্মীদের উপর । বলা হচ্ছিল ভোটের পর দেখে নেওয়া হবে । মল্লিকপুর গ্রামে বিজেপি তৃণমূলের থেকে বেশি ভোট পাওয়ায় সেটাই করে দেখাল তারা । হামলার সময় বাড়িতে না থাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমার ক্ষতি করতে না পারলেও, আমার বাড়িতে তাণ্ডব চালিয়েছে ৷’’ একই সুর শোনা গিয়েছে বালকি নিত্যানন্দ কাটি পঞ্চায়েতের তৃণমূল সদস্যা কবিতা মণ্ডলের গলাতেও । ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে তাঁর পরিবার ।

এদিকে, ঘটনার পর থেকেই থমথমে মল্লিকপুর গ্রাম । চাপা উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে । গোটা ঘটনায় স্বরূপনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে । ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ যদিও এনিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

স্বরূপনগর (উত্তর 24 পরগনা), 4 মে : ভোটের ফলপ্রকাশ হয়ে গিয়েছে ৷ তবুও রাজনৈতিক হিংসা কিছুতেই থামছে না উত্তর 24 পরগনায় ৷ এবার স্বরূপনগরে তৃণমূলের এক বুথ সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । সেই সঙ্গে শাসকদলের পঞ্চায়েত সদস্যা এবং তৃণমূল কর্মীর বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে বালকি নিত্যানন্দ কাঠি পঞ্চায়েতের মল্লিকপুর গ্রামে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় বিজেপি নেতৃত্বের ।

বসিরহাট মহকুমার আটটি বিধানসভার সবক’টিতেই জয়ী হয়েছে তৃণমূল । স্বরূপনগর বিধানসভা ফের তৃণমূলের দখলে গেলেও ভোটের নিরিখে এই কেন্দ্রের মল্লিকপুর গ্রামে পিছিয়ে রয়েছে শাসক শিবির । যার ফলে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই ওই গ্রামের তৃণমূল কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ । সোমবার রাতে আর হুমকি নয়, রীতিমতো দলবল নিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মল্লিকপুর গ্রামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা এবং অন্যান্য কর্মীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ জানা যায়, প্রথমে তৃণমূল কর্মী অমল বাচির বাড়িতে হামলা চালায় বিজেপির সশস্ত্র দুষ্কৃতীরা । ঘটনার সময় ওই তৃণমূল কর্মী বাড়িতে না থাকলেও, তাঁর বাড়ির টিনের ছাউনি নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ । এর পরই সশস্ত্র দুষ্কৃতীরা তৃণমূলের পঞ্চায়েত সদস্যা কবিতা মণ্ডলের বাড়িতে হামলা চালায় । ভাঙচুর করা হয় বাড়ির জানলার কাঁচ সহ ঘরের বিভিন্ন জিনিসপত্র । দুষ্কৃতীদের প্রতিরোধ করতে গেলে ওই পঞ্চায়েত সদস্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।

হামলাকারীরা সেখান থেকে চলে যাওয়ার সময় রাস্তায় তৃণমূলের বুথ সভাপতি অনিমেষ মল্লিককে মারধর করে বলেও অভিযোগ উঠেছে । এর পর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে । মাথায় এবং গলায় গুরুতর আঘাত লাগে ওই তৃণমূল নেতার । রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাড়াপুল গ্রামীণ হাসপাতালে এবং পরবর্তীতে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর বারাসত জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে অনিমেষ মল্লিকের । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন : দুর্গাপুরে পরপর বিজেপি কার্যালয়ে ভাঙচুর-আগুন, অভিযুক্ত তৃণমূল

এই বিষয়ে তৃণমূল কর্মী অমল বাচি বলেন, ‘‘এই গ্রামে বিজেপির সাংগঠনিক প্রভাব বেশি থাকায় ভোটের আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল তৃণমূল কর্মীদের উপর । বলা হচ্ছিল ভোটের পর দেখে নেওয়া হবে । মল্লিকপুর গ্রামে বিজেপি তৃণমূলের থেকে বেশি ভোট পাওয়ায় সেটাই করে দেখাল তারা । হামলার সময় বাড়িতে না থাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমার ক্ষতি করতে না পারলেও, আমার বাড়িতে তাণ্ডব চালিয়েছে ৷’’ একই সুর শোনা গিয়েছে বালকি নিত্যানন্দ কাটি পঞ্চায়েতের তৃণমূল সদস্যা কবিতা মণ্ডলের গলাতেও । ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে তাঁর পরিবার ।

এদিকে, ঘটনার পর থেকেই থমথমে মল্লিকপুর গ্রাম । চাপা উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে । গোটা ঘটনায় স্বরূপনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে । ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ যদিও এনিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.