ব্যারাকপুর, 2 ডিসেম্বর: অনুব্রত মণ্ডলের সুর এবার সুকান্ত মজুমদারের গলায় ৷ এদিন শাসকদলের পাশাপাশি পুলিশকেও হুঁশিয়ারি দিতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে । শুক্রবার ব্যারাকপুর চিড়িয়া মোড়ে বিজেপি-র দলীয় সভার আয়োজন করা হয়েছিল (Sukanta Majumdar warns TMC) ৷ সেই সভা থেকেই তৃণমূলকে সাবধান হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি ৷
এদিনের দলীয় সভায় তৃণমূলকে হুমকির সুরেই বিজেপির রাজ্য সভাপতি বলেন, "আপনারা একপক্ষকে মারছেন। ভাবছেন বিজেপি কর্মীদের হাত-পা নেই। ঝান্ডার গায়ে ডান্ডা নেই । এটা ভাবলে ভুল করছেন। খেলা হলে একপক্ষের হবে না। দু'পক্ষেরই হবে। আর যখন খেলা হবে তা ভয়ঙ্কর হবে।" এরপরই সুকান্ত মজুমদার আরও বলেন, "আমরা তো ডাকছি, আপনারা দিল্লিতে আসুন। হাডুডু খেলি! কিন্তু কেউ যেতে চাইছে না। ভাইপো বলছে যাব না। পিসিও বলছে যাব না। কিন্তু,কেন যাবেনা সেটাই বুঝতে পারছি না।"
আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে রুজু মামলা খারিজ করলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের বিখ্যাত গুড়- বাতাসা এবং চড়াম চড়াম-এর মতো বিতর্কিত মন্তব্যের কথা উল্লেখ করেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন যে, "একসময় চড়াম চড়াম , গুড়-বাতাসা খাওয়ানোর কথা বলত, সেই কেষ্টও দিল্লি যেতে চাইছে না। দিল্লিতে গেলে ভালো গুড়-বাতাসা, লাড্ডু খাওয়াব। তা সত্ত্বেও দিল্লির লাড্ডু খেতে চাইছে না। তাই,সাবধান করছি। গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দিন। বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী। তার মানে এই নয় বিজেপি দুর্বল। তৃণমূল নেতাদের ঠান্ডা করতে জানে বিজেপি কর্মীরা। তার ওষুধও রয়েছে বিজেপির কাছে ।"