ETV Bharat / state

Sukanta Majumdar : 'পশ্চিমবঙ্গে ভোট লুঠ, ত্রিপুরাতে হেরে ভূত' ; তৃণমূলকে কটাক্ষ সুকান্তর

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন এবং পৌরসভার উপনির্বাচনে হিংসা নিয়ে শাসকদলকে নিশানা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (BJP state President Sukanta Majumdar) ।

Sukanta Majumdar criticises TMC for Tripura By poll Result
Sukanta Majumdar
author img

By

Published : Jun 26, 2022, 7:12 PM IST

Updated : Jun 26, 2022, 7:27 PM IST

বারাসত, 26 জুন : "জনগণের ওপর আস্থা নেই তৃণমূলের । সেই কারণে ভোট লুট করে নির্বাচনে জিততে হচ্ছে ।" শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (SMP Election) এবং পৌরসভার উপনির্বাচনে (Municipal By Poll) হিংসা নিয়ে এভাবেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President)। রবিবার বিকেলে বারাসতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি । সেখানেই নির্বাচনে অশান্তির প্রসঙ্গ উঠে আসে বিজেপির রাজ্য সভাপতির গলাতে ।

এই বিষয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে অশান্তির ঘটনা ঘটেছে । এর থেকে বোঝা যায় তৃণমূলের নিজেদের ওপর আস্থা নেই । জনগণের ওপরেও বিশ্বাসও নেই তাদের । সেই কারণে ভোট লুটের পথে হাঁটতে হচ্ছে শাসকদলকে । ত্রিপুরার জনগণকে দেখে শেখা উচিত তৃণমূল সরকারের । তাঁরা দেখিয়ে দিয়েছেন কীভাবে ভোটে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে হয় । তাই তো সেখানকার জনগণ বলছে, পশ্চিমবঙ্গে ভোট লুঠ, ত্রিপুরাতে হেরে ভূত ।"

পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে খড়দা থানার আইসি-র ভূমিকা নিয়েও তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি । তাঁর কথায়, "রাজনৈতিক চাপে থানার আইসি, ওসি-রা এখন শাসকদলের কর্মী হিসেবে পরিচিত । তৃণমূলের যেমন মহিলা ও শ্রমিক সংগঠন রয়েছে । তেমনই পশ্চিমবঙ্গের পুলিশবাহিনী তাঁদেরই শাখা সংগঠনে পরিণত হয়েছে । পুলিশের মধ্যেই কেউ কেউ আবার বেশি অনুপ্রাণিত হয়ে এসব কথা বলছে । তাঁদের 'হাওয়ায় চটি'-পুরস্কার দেওয়া উচিত ।"

শাসকদলকে নিশানা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

এদিকে ত্রিপুরার চারটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল দাগ কাটতে না পারায়, তা নিয়েও শাসকদলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি । সুকান্ত মজুমদার বলেন, "আমরা প্রথম থেকেই বলে আসছি তৃণমূল ওখানে চিয়ার লিডারের ভূমিকা পালন করতে গিয়েছে । এর বেশি কিছু হওয়ার নেই সেখানে । তা সত্ত্বেও বড় বড় কথা বলে ত্রিপুরার রাজনীতিকে গরম করার চেষ্টা করেছে তৃণমূল । সেই কারণে ত্রিপুরার জনগণ সেই আপ্তবাক‍্য স্মরণ করিয়ে দিয়েছে,পশ্চিমবঙ্গে ভোট লুঠ, ত্রিপুরাতে হেরে ভূত ।"(Sukanta Majumdar criticises TMC for Tripura By poll Result)

আরও পড়ুন: Tripura By-poll Result: সুদীপ জিততেই আগরতলার কংগ্রেস অফিসে হামলা, মাথা ফাটল সভাপতির; কাঠগড়ায় বিজেপি

অন্যদিকে মহারাষ্ট্র ইস্যুতে শিবসেনার নীতি, আদর্শ নিয়ে প্রশ্ন তুলে অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির জন্য কার্যত তাঁদেরকেই দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

বারাসত, 26 জুন : "জনগণের ওপর আস্থা নেই তৃণমূলের । সেই কারণে ভোট লুট করে নির্বাচনে জিততে হচ্ছে ।" শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (SMP Election) এবং পৌরসভার উপনির্বাচনে (Municipal By Poll) হিংসা নিয়ে এভাবেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President)। রবিবার বিকেলে বারাসতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি । সেখানেই নির্বাচনে অশান্তির প্রসঙ্গ উঠে আসে বিজেপির রাজ্য সভাপতির গলাতে ।

এই বিষয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে অশান্তির ঘটনা ঘটেছে । এর থেকে বোঝা যায় তৃণমূলের নিজেদের ওপর আস্থা নেই । জনগণের ওপরেও বিশ্বাসও নেই তাদের । সেই কারণে ভোট লুটের পথে হাঁটতে হচ্ছে শাসকদলকে । ত্রিপুরার জনগণকে দেখে শেখা উচিত তৃণমূল সরকারের । তাঁরা দেখিয়ে দিয়েছেন কীভাবে ভোটে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে হয় । তাই তো সেখানকার জনগণ বলছে, পশ্চিমবঙ্গে ভোট লুঠ, ত্রিপুরাতে হেরে ভূত ।"

পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে খড়দা থানার আইসি-র ভূমিকা নিয়েও তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি । তাঁর কথায়, "রাজনৈতিক চাপে থানার আইসি, ওসি-রা এখন শাসকদলের কর্মী হিসেবে পরিচিত । তৃণমূলের যেমন মহিলা ও শ্রমিক সংগঠন রয়েছে । তেমনই পশ্চিমবঙ্গের পুলিশবাহিনী তাঁদেরই শাখা সংগঠনে পরিণত হয়েছে । পুলিশের মধ্যেই কেউ কেউ আবার বেশি অনুপ্রাণিত হয়ে এসব কথা বলছে । তাঁদের 'হাওয়ায় চটি'-পুরস্কার দেওয়া উচিত ।"

শাসকদলকে নিশানা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

এদিকে ত্রিপুরার চারটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল দাগ কাটতে না পারায়, তা নিয়েও শাসকদলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি । সুকান্ত মজুমদার বলেন, "আমরা প্রথম থেকেই বলে আসছি তৃণমূল ওখানে চিয়ার লিডারের ভূমিকা পালন করতে গিয়েছে । এর বেশি কিছু হওয়ার নেই সেখানে । তা সত্ত্বেও বড় বড় কথা বলে ত্রিপুরার রাজনীতিকে গরম করার চেষ্টা করেছে তৃণমূল । সেই কারণে ত্রিপুরার জনগণ সেই আপ্তবাক‍্য স্মরণ করিয়ে দিয়েছে,পশ্চিমবঙ্গে ভোট লুঠ, ত্রিপুরাতে হেরে ভূত ।"(Sukanta Majumdar criticises TMC for Tripura By poll Result)

আরও পড়ুন: Tripura By-poll Result: সুদীপ জিততেই আগরতলার কংগ্রেস অফিসে হামলা, মাথা ফাটল সভাপতির; কাঠগড়ায় বিজেপি

অন্যদিকে মহারাষ্ট্র ইস্যুতে শিবসেনার নীতি, আদর্শ নিয়ে প্রশ্ন তুলে অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির জন্য কার্যত তাঁদেরকেই দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

Last Updated : Jun 26, 2022, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.