ETV Bharat / state

Sujan Chakraborty Attacks Jyotipriyo: অর্জুন প্রসঙ্গে জোতিপ্রিয়কে আক্রমণ সুজনের

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে প্রফেশনাল ক্রিমিনাল বলার প্রসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty Attacks Jyotipriyo)।

Sujan Chakraborty Attack Jyotipriyo
Sujan Chakraborty Attack Jyotipriyo
author img

By

Published : Jan 30, 2022, 10:57 PM IST

অশোকনগর, 30 জানুয়ারি: অর্জুন সিং ক্রিমিনাল থেকে প্রফেশনাল ক্রিমিনাল হয়েছেন, তৃণমূলের হাত ধরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের নিচে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যার্থে। জ্যোতিপ্রিয় মল্লিকের অর্জুন সিংকে প্রফেশনাল ক্রিমিনাল বলার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন, সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty Attacks Jyotipriyo)।

রবিবার বিকেলে উত্তর 24 পরগনার অশোকনগর শহিদ সদনে সিপিএম-এর পক্ষ থেকে সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন সুজন চক্রবর্তী। রবিবার গান্ধি জয়ন্তীর অনুষ্ঠানে ব্যারাকপুরে রাজ্যপালের সঙ্গে একমঞ্চে ছিলেন সাংসদ অর্জুন সিং৷ বিষয়টিতে আপত্তি জানান বনমন্ত্রী জোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, "একজন পেশাদার খুনির সঙ্গে একমঞ্চে বসতে চাই না", একথা বলে মঞ্চ থেকে নেমে যান জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

আরও পড়ুন: রাজ্যপালের পাশে ‘পেশাদার খুনি’ অর্জুন সিং ! মঞ্চে না উঠে প্রতিবাদ জ্যোতিপ্রিয়র

সাংবাদিকদের প্রশ্নে সুজনবাবু বলেন, "আমি জ্যোতিপ্রিয় মল্লিকে মনে করিয়ে দিতে চাই, উনি যাকে ক্রিমিনাল বলছেন, হয়তো ঠিকই বলছেন। কিন্তু এই ক্রিমিনালটা প্রফেশনাল ক্রিমিনাল হয়েছেন তৃণমূলের হাত ধরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের নিচে, জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যার্থে। অর্জুন সিং এবং জ্যোতিপ্রিয় মল্লিক একসঙ্গে যাবতীয় অসভ্যতামি করে বেরিয়েছে।" পাশাপাশি এদিন তিনি অশোকনগরের বিধায়কে আক্রমণ করে বলেন, "এক সময় প্রচুর তোলাবাজিতে নাম শুনতাম স্বরূপনগরের দিকে একজন গরু পাচারকারীদের মাথা ৷ তাঁর নাম নারায়ণ গোস্বামী। তিনি স্বরূপনগরের আবর্জনা হয়ে অশোকনগরে এসেছেন কিনা বলতে পারব না।"

অশোকনগর, 30 জানুয়ারি: অর্জুন সিং ক্রিমিনাল থেকে প্রফেশনাল ক্রিমিনাল হয়েছেন, তৃণমূলের হাত ধরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের নিচে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যার্থে। জ্যোতিপ্রিয় মল্লিকের অর্জুন সিংকে প্রফেশনাল ক্রিমিনাল বলার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন, সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty Attacks Jyotipriyo)।

রবিবার বিকেলে উত্তর 24 পরগনার অশোকনগর শহিদ সদনে সিপিএম-এর পক্ষ থেকে সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন সুজন চক্রবর্তী। রবিবার গান্ধি জয়ন্তীর অনুষ্ঠানে ব্যারাকপুরে রাজ্যপালের সঙ্গে একমঞ্চে ছিলেন সাংসদ অর্জুন সিং৷ বিষয়টিতে আপত্তি জানান বনমন্ত্রী জোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, "একজন পেশাদার খুনির সঙ্গে একমঞ্চে বসতে চাই না", একথা বলে মঞ্চ থেকে নেমে যান জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

আরও পড়ুন: রাজ্যপালের পাশে ‘পেশাদার খুনি’ অর্জুন সিং ! মঞ্চে না উঠে প্রতিবাদ জ্যোতিপ্রিয়র

সাংবাদিকদের প্রশ্নে সুজনবাবু বলেন, "আমি জ্যোতিপ্রিয় মল্লিকে মনে করিয়ে দিতে চাই, উনি যাকে ক্রিমিনাল বলছেন, হয়তো ঠিকই বলছেন। কিন্তু এই ক্রিমিনালটা প্রফেশনাল ক্রিমিনাল হয়েছেন তৃণমূলের হাত ধরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের নিচে, জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যার্থে। অর্জুন সিং এবং জ্যোতিপ্রিয় মল্লিক একসঙ্গে যাবতীয় অসভ্যতামি করে বেরিয়েছে।" পাশাপাশি এদিন তিনি অশোকনগরের বিধায়কে আক্রমণ করে বলেন, "এক সময় প্রচুর তোলাবাজিতে নাম শুনতাম স্বরূপনগরের দিকে একজন গরু পাচারকারীদের মাথা ৷ তাঁর নাম নারায়ণ গোস্বামী। তিনি স্বরূপনগরের আবর্জনা হয়ে অশোকনগরে এসেছেন কিনা বলতে পারব না।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.