ETV Bharat / state

স্কুলে সরস্বতী পুজো চালুর দাবিতে রাস্তায় প্রতিমা রেখে বিক্ষোভ পড়ুয়াদের - হাড়োয়ায় স্কুলে সরস্বতী পুজো চালুর দাবিতে থানায় বিক্ষোভ

স্কুলে সরস্বতী পুজো শুরু এবং হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ফের আন্দোলনে নামে পড়ুয়ারা । হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা হাড়োয়া থানার সামনে বিক্ষোভ দেখায় । থানার সামনের রাস্তার উপর সরস্বতী ঠাকুর রেখে চলে বিক্ষোভ । পড়ুয়ারা ছাড়াও বিক্ষোভে শামিল হন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ।

students protesting in front of the police station
থানার সামনে বিক্ষোভ পড়ুয়াদের
author img

By

Published : Jan 27, 2020, 10:32 PM IST

হাড়োয়া, ২৭ জানুয়ারি: স্কুলে সরস্বতী পুজো চালুর দাবিতে ফের পথে নামল হাড়োয়ার চৌহাটা আদর্শ উচ্চবিদ্যালয়ের পড়ুয়ারা । রাস্তার ওপর সরস্বতী ঠাকুর রেখে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে থানার সামনে আজ বিক্ষোভ দেখায় তারা ।

হাড়োয়ার চৌহাটা আদর্শ উচ্চবিদ্যালয়ে আট বছর ধরে সরস্বতী পুজো বন্ধ । চলতি বছর পড়ুয়ারা সরস্বতী পুজো করতে চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন করে । কিন্তু কোনও সদুত্তর মেলেনি । তখন পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে ফের সরস্বতী পুজো করতে চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন । সেখান থেকেও কোনও সাড়া মেলেনি । অবশেষে স্কুলে সরস্বতী পুজো চালুর দাবিতে গত শুক্রবার স্কুলের সামনে পড়ুয়ারা হাড়োয়া-ভাঙড় রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় । প্রায় দু'ঘণ্টা ধরে চলে অবরোধ-বিক্ষোভ । হাড়োয়া থানার পুলিশ অবরোধ তুলতে গিয়ে ব্যর্থ হয় । অভিযোগ এরপর একদল দুষ্কৃতী পড়ুয়াদের উপর হামলা চালায় । পড়ুয়াদের পাশাপাশি কয়েকজন অভিভাবককেও মারধর করা হয় । কয়েকজন পড়ুয়ার বাড়িতে ভাঙচুর-লুটপাট করা হয়েছিল বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর বহিরাগত ওই দুষ্কৃতীরা গ্রামে ঢুকে হুমকি দিচ্ছে।

থানার সামনে বিক্ষোভ পড়ুয়াদের

স্কুলে সরস্বতী পুজো শুরু এবং হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ফের আন্দোলনে নামে পড়ুয়ারা । হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা হাড়োয়া থানার সামনে বিক্ষোভ দেখায় । থানার সামনের রাস্তার উপর সরস্বতী ঠাকুর রেখে চলে বিক্ষোভ । পড়ুয়ারা ছাড়াও বিক্ষোভে শামিল হন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা । বিক্ষোভ শেষে তারা সরস্বতী পুজো চালু করাক ও হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে থানায় একটি স্মারকলিপিও জমা দেয় ।

পড়ুয়া ও অভিভাবকরা জানিয়েছে, ১৯৭০ সাল থেকে হাড়োয়ার চৌহাটা আদর্শ উচ্চবিদ্যালয়ে সরস্বতী পুজো হয়ে আসছে । ২০১১ সালে রাজ্যে সরকার বদল হওয়ার পরই ওই স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় । চলতি বছর ফের সরস্বতী পুজো চালু করার দাবি উঠছে । এই দাবি নিয়ে বিরোধও চলছে । স্কুল কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে মুখ খোলেনি ।

হাড়োয়া, ২৭ জানুয়ারি: স্কুলে সরস্বতী পুজো চালুর দাবিতে ফের পথে নামল হাড়োয়ার চৌহাটা আদর্শ উচ্চবিদ্যালয়ের পড়ুয়ারা । রাস্তার ওপর সরস্বতী ঠাকুর রেখে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে থানার সামনে আজ বিক্ষোভ দেখায় তারা ।

হাড়োয়ার চৌহাটা আদর্শ উচ্চবিদ্যালয়ে আট বছর ধরে সরস্বতী পুজো বন্ধ । চলতি বছর পড়ুয়ারা সরস্বতী পুজো করতে চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন করে । কিন্তু কোনও সদুত্তর মেলেনি । তখন পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে ফের সরস্বতী পুজো করতে চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন । সেখান থেকেও কোনও সাড়া মেলেনি । অবশেষে স্কুলে সরস্বতী পুজো চালুর দাবিতে গত শুক্রবার স্কুলের সামনে পড়ুয়ারা হাড়োয়া-ভাঙড় রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় । প্রায় দু'ঘণ্টা ধরে চলে অবরোধ-বিক্ষোভ । হাড়োয়া থানার পুলিশ অবরোধ তুলতে গিয়ে ব্যর্থ হয় । অভিযোগ এরপর একদল দুষ্কৃতী পড়ুয়াদের উপর হামলা চালায় । পড়ুয়াদের পাশাপাশি কয়েকজন অভিভাবককেও মারধর করা হয় । কয়েকজন পড়ুয়ার বাড়িতে ভাঙচুর-লুটপাট করা হয়েছিল বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর বহিরাগত ওই দুষ্কৃতীরা গ্রামে ঢুকে হুমকি দিচ্ছে।

থানার সামনে বিক্ষোভ পড়ুয়াদের

স্কুলে সরস্বতী পুজো শুরু এবং হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ফের আন্দোলনে নামে পড়ুয়ারা । হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা হাড়োয়া থানার সামনে বিক্ষোভ দেখায় । থানার সামনের রাস্তার উপর সরস্বতী ঠাকুর রেখে চলে বিক্ষোভ । পড়ুয়ারা ছাড়াও বিক্ষোভে শামিল হন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা । বিক্ষোভ শেষে তারা সরস্বতী পুজো চালু করাক ও হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে থানায় একটি স্মারকলিপিও জমা দেয় ।

পড়ুয়া ও অভিভাবকরা জানিয়েছে, ১৯৭০ সাল থেকে হাড়োয়ার চৌহাটা আদর্শ উচ্চবিদ্যালয়ে সরস্বতী পুজো হয়ে আসছে । ২০১১ সালে রাজ্যে সরকার বদল হওয়ার পরই ওই স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় । চলতি বছর ফের সরস্বতী পুজো চালু করার দাবি উঠছে । এই দাবি নিয়ে বিরোধও চলছে । স্কুল কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে মুখ খোলেনি ।

Intro:স্কুলে সরস্বতীপুজো চালু করার দাবিতে হাড়োয়ার ফের পথে পড়ুয়ারা, থানায় বিক্ষোভ

হাড়োয়াঃ স্কুলে সরস্বতীপুজো চালু করার দাবিতে ফের পথে নামল পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে থানার সামনে তারা বিক্ষোভও দেখায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাড়োয়ার চৌহাটা আদর্শ উচ্চবিদ্যালয়ে গত আট বছর ধরে সরস্বতীপুজো বন্ধ রয়েছে। চলতি বছর পড়ুয়ারা সরস্বতীপুজো করতে চেয়ে প্রধান শিক্ষকের আবেদন করে। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। তখন পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে ফের সরস্বতীপুজো করতে চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন। সেখানেও কোনও সাড়া মেলেনি। অবশেষে স্কুলে সরস্বতীপুজো চালু করার দাবিতে গত শুক্রবার স্কুলের সামনে পড়ুয়ারা হাড়োয়া -ভাঙড় রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় দু'ঘণ্টা ধরে চলে অবরোধ-বিক্ষোভ। হাড়োয়া থানার পুলিশ অবরোধ তুলতে গিয়ে ব্যর্থ হয়। তারপর একদল বহিরাগত দুষ্কৃতী আন্দোলনরত পড়ুয়াদের উপর হামলা চালায়। অভিযোগ, তাদের মারধরও করা হয়। সেদিন কয়েকজন অভিভাবককেও মারধর করা হয়েছিল। আন্দোলনকারী কয়েকজন পড়ুয়ার বাড়িতে ভাঙচুর লুটপাট করা হয়েছিল বলে অভিযোগ। বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর বহিরাগত ওই দুষ্কৃতীরা গ্রামে ঢুতে নানা রকম হুমকি দিচ্ছে।

স্কুলে সরস্বতীপুজো করতে চেয়ে ও হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ফের আন্দোলনে নামে পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা হাড়োয়া থানার সামনে বিক্ষোভ দেখায়। থানার সামনে রাস্তার উপর সরস্বতী ঠাকুর রেখে চলে বিক্ষোভ। সেই বিক্ষোভে সামিল হন অভিভাবক ও স্থনীয় বাসিন্দারা। বিক্ষোভ শেষে তারা থানায় সরস্বতীপুজো করা ও হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে একটি স্মারকলিপিও জমা দেয়।

পড়ুয়া ও অভিভাবকদের জানিয়েছেন, ১৯৭০ সাল থেকে স্কুলে সরস্বতীপুজো হত। ২০১১ সালে রাজ্যে সরকার বদল হওয়ার পরেই ওই স্কুলের সরস্বতীপুজো বন্ধ হয়ে যায়। চলতি বছর ফের সরস্বতীপুজো চালু করার দাবি উঠছে। আর তা নিয়ে বিরোধ চলছে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য মুখ খোলেনি।Body:স্কুলে সরস্বতীপুজো চালু করার দাবিতে হাড়োয়ার ফের পথে পড়ুয়ারা, থানায় বিক্ষোভ

হাড়োয়াঃ স্কুলে সরস্বতীপুজো চালু করার দাবিতে ফের পথে নামল পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে থানার সামনে তারা বিক্ষোভও দেখায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাড়োয়ার চৌহাটা আদর্শ উচ্চবিদ্যালয়ে গত আট বছর ধরে সরস্বতীপুজো বন্ধ রয়েছে। চলতি বছর পড়ুয়ারা সরস্বতীপুজো করতে চেয়ে প্রধান শিক্ষকের আবেদন করে। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। তখন পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে ফের সরস্বতীপুজো করতে চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন। সেখানেও কোনও সাড়া মেলেনি। অবশেষে স্কুলে সরস্বতীপুজো চালু করার দাবিতে গত শুক্রবার স্কুলের সামনে পড়ুয়ারা হাড়োয়া -ভাঙড় রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় দু'ঘণ্টা ধরে চলে অবরোধ-বিক্ষোভ। হাড়োয়া থানার পুলিশ অবরোধ তুলতে গিয়ে ব্যর্থ হয়। তারপর একদল বহিরাগত দুষ্কৃতী আন্দোলনরত পড়ুয়াদের উপর হামলা চালায়। অভিযোগ, তাদের মারধরও করা হয়। সেদিন কয়েকজন অভিভাবককেও মারধর করা হয়েছিল। আন্দোলনকারী কয়েকজন পড়ুয়ার বাড়িতে ভাঙচুর লুটপাট করা হয়েছিল বলে অভিযোগ। বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর বহিরাগত ওই দুষ্কৃতীরা গ্রামে ঢুতে নানা রকম হুমকি দিচ্ছে।

স্কুলে সরস্বতীপুজো করতে চেয়ে ও হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ফের আন্দোলনে নামে পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা হাড়োয়া থানার সামনে বিক্ষোভ দেখায়। থানার সামনে রাস্তার উপর সরস্বতী ঠাকুর রেখে চলে বিক্ষোভ। সেই বিক্ষোভে সামিল হন অভিভাবক ও স্থনীয় বাসিন্দারা। বিক্ষোভ শেষে তারা থানায় সরস্বতীপুজো করা ও হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে একটি স্মারকলিপিও জমা দেয়।

পড়ুয়া ও অভিভাবকদের জানিয়েছেন, ১৯৭০ সাল থেকে স্কুলে সরস্বতীপুজো হত। ২০১১ সালে রাজ্যে সরকার বদল হওয়ার পরেই ওই স্কুলের সরস্বতীপুজো বন্ধ হয়ে যায়। চলতি বছর ফের সরস্বতীপুজো চালু করার দাবি উঠছে। আর তা নিয়ে বিরোধ চলছে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য মুখ খোলেনি।Conclusion:স্কুলে সরস্বতীপুজো চালু করার দাবিতে হাড়োয়ার ফের পথে পড়ুয়ারা, থানায় বিক্ষোভ

হাড়োয়াঃ স্কুলে সরস্বতীপুজো চালু করার দাবিতে ফের পথে নামল পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে থানার সামনে তারা বিক্ষোভও দেখায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাড়োয়ার চৌহাটা আদর্শ উচ্চবিদ্যালয়ে গত আট বছর ধরে সরস্বতীপুজো বন্ধ রয়েছে। চলতি বছর পড়ুয়ারা সরস্বতীপুজো করতে চেয়ে প্রধান শিক্ষকের আবেদন করে। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। তখন পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে ফের সরস্বতীপুজো করতে চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন। সেখানেও কোনও সাড়া মেলেনি। অবশেষে স্কুলে সরস্বতীপুজো চালু করার দাবিতে গত শুক্রবার স্কুলের সামনে পড়ুয়ারা হাড়োয়া -ভাঙড় রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় দু'ঘণ্টা ধরে চলে অবরোধ-বিক্ষোভ। হাড়োয়া থানার পুলিশ অবরোধ তুলতে গিয়ে ব্যর্থ হয়। তারপর একদল বহিরাগত দুষ্কৃতী আন্দোলনরত পড়ুয়াদের উপর হামলা চালায়। অভিযোগ, তাদের মারধরও করা হয়। সেদিন কয়েকজন অভিভাবককেও মারধর করা হয়েছিল। আন্দোলনকারী কয়েকজন পড়ুয়ার বাড়িতে ভাঙচুর লুটপাট করা হয়েছিল বলে অভিযোগ। বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর বহিরাগত ওই দুষ্কৃতীরা গ্রামে ঢুতে নানা রকম হুমকি দিচ্ছে।

স্কুলে সরস্বতীপুজো করতে চেয়ে ও হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ফের আন্দোলনে নামে পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা হাড়োয়া থানার সামনে বিক্ষোভ দেখায়। থানার সামনে রাস্তার উপর সরস্বতী ঠাকুর রেখে চলে বিক্ষোভ। সেই বিক্ষোভে সামিল হন অভিভাবক ও স্থনীয় বাসিন্দারা। বিক্ষোভ শেষে তারা থানায় সরস্বতীপুজো করা ও হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে একটি স্মারকলিপিও জমা দেয়।

পড়ুয়া ও অভিভাবকদের জানিয়েছেন, ১৯৭০ সাল থেকে স্কুলে সরস্বতীপুজো হত। ২০১১ সালে রাজ্যে সরকার বদল হওয়ার পরেই ওই স্কুলের সরস্বতীপুজো বন্ধ হয়ে যায়। চলতি বছর ফের সরস্বতীপুজো চালু করার দাবি উঠছে। আর তা নিয়ে বিরোধ চলছে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য মুখ খোলেনি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.