ETV Bharat / state

"বাড়িতে থাকুন,সুস্থ থাকুন", আল্পনা এঁকে বার্তা বারাসতে - stay home stay life drew by youth in barasat , north 24 paraganas

বাড়িতে থাকুন, সুস্থ থাকুন । আল্পনা এঁকে বার্তা দিলেন বারাসতের একদল যুবক ।

stay home stay life drew by youth in barasat , north 24 paraganas
"বাড়িতে থাকুন,সুস্থ থাকুন" আলপনা এঁকে কোরোনা সতর্কতার বার্তা দিলেন বারাসতের একদল যুবক
author img

By

Published : Apr 24, 2020, 12:16 AM IST

বারাসত , 23 এপ্রিল : কোরোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে বারবার সচেতন ও সতর্ক করা হচ্ছে সরকারের তরফে । প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধও করা হচ্ছে । কিন্তু তারপরও অনেকেই বাইরো বেরোচ্ছেন । এই পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে এবার এগিয়ে এল বারাসতের একদল যুবক । কোরোনা নিয়ে সতর্ক করতে বারাসত থানার সামনে রাস্তায় আলপনা এঁকে বার্তা দিলেন তাঁরা । বার্তা দিলেন, "বাড়িতে থাকুন,সুস্থ থাকুন "।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছে লকডাউন । একমাত্র জরুরি পরিষেবা ছাড়া খোলা নেই কোনও কিছুই । কিন্তু, তারপরও লকডাউনের নিয়মবিধি না মেনে ঘুরে বেড়াচ্ছেন অনেকে । ইতিমধ্যেই কোরোনা আক্রান্তের নিরিখে উত্তর 24 পরগনা জেলাকেও হটস্পট অর্থাৎ রেড জ়োন হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার । এরই মধ্যে কোরোনা সতর্কতায় এগিয়ে এল বারাসত ইয়ং জেনারেশন নামে একটি সামাজিক সংগঠন । সংগঠনের সদস্যরা গতকাল রাতে বারাসত থানা ও কলেজের সামনে আলপনা এঁকে বাড়িতে থাকার বার্তা দিলেন ।

এবিষয়ে ওই সংগঠনের দুই কর্মকর্তা সোহম পাল ও কৌশিক কর্মকার বলেন," কোরোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই বারবার আহ্বান জানাচ্ছেন ৷ সাধারণ মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে । কিন্তু, তারপরও অকারণে অনেকে বাইরে ঘুরে বেড়াচ্ছেন । তাঁদের ঘরমুখো করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে । সবাইকে বলব, লকডাউনে বাড়িতে থাকুন সুস্থ থাকুন । সরকারি নির্দেশিকা মেনে চলুন । তাহলেই আমরা কোরোনা নামক শত্রুকে হারাতে পারব ৷ "

বারাসত , 23 এপ্রিল : কোরোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে বারবার সচেতন ও সতর্ক করা হচ্ছে সরকারের তরফে । প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধও করা হচ্ছে । কিন্তু তারপরও অনেকেই বাইরো বেরোচ্ছেন । এই পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে এবার এগিয়ে এল বারাসতের একদল যুবক । কোরোনা নিয়ে সতর্ক করতে বারাসত থানার সামনে রাস্তায় আলপনা এঁকে বার্তা দিলেন তাঁরা । বার্তা দিলেন, "বাড়িতে থাকুন,সুস্থ থাকুন "।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছে লকডাউন । একমাত্র জরুরি পরিষেবা ছাড়া খোলা নেই কোনও কিছুই । কিন্তু, তারপরও লকডাউনের নিয়মবিধি না মেনে ঘুরে বেড়াচ্ছেন অনেকে । ইতিমধ্যেই কোরোনা আক্রান্তের নিরিখে উত্তর 24 পরগনা জেলাকেও হটস্পট অর্থাৎ রেড জ়োন হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার । এরই মধ্যে কোরোনা সতর্কতায় এগিয়ে এল বারাসত ইয়ং জেনারেশন নামে একটি সামাজিক সংগঠন । সংগঠনের সদস্যরা গতকাল রাতে বারাসত থানা ও কলেজের সামনে আলপনা এঁকে বাড়িতে থাকার বার্তা দিলেন ।

এবিষয়ে ওই সংগঠনের দুই কর্মকর্তা সোহম পাল ও কৌশিক কর্মকার বলেন," কোরোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই বারবার আহ্বান জানাচ্ছেন ৷ সাধারণ মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে । কিন্তু, তারপরও অকারণে অনেকে বাইরে ঘুরে বেড়াচ্ছেন । তাঁদের ঘরমুখো করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে । সবাইকে বলব, লকডাউনে বাড়িতে থাকুন সুস্থ থাকুন । সরকারি নির্দেশিকা মেনে চলুন । তাহলেই আমরা কোরোনা নামক শত্রুকে হারাতে পারব ৷ "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.