ETV Bharat / state

বনগাঁয় ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ প্রতিবেশীর ! অন্তঃসত্ত্বা বিশেষভাবে সক্ষম মহিলা - অন্তঃসত্ত্বা নিগৃহীতা

Specially abled woman raped: বনগাঁয় বিশেষ ভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ৷ ওই মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পর বিষয়টি জানাজানি হয় ৷

Specially abled woman raped
বিশেষ ভাবে সক্ষম মহিলাকে ধর্ষণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 3:23 PM IST

Updated : Dec 13, 2023, 3:34 PM IST

বনগাঁ, 13 ডিসেম্বর: বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল তাঁর এক প্রতিবেশীর বিরুদ্ধে । বর্তমানে অন্তঃসত্ত্বা নিগৃহীতা । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 39-এর নির্যাতিতার প্রায় 90 শতাংশ প্রতিবন্ধকতা রয়েছে । এখনও তাঁর বিয়ে হয়নি । মেয়ের দেখাশোনা করেন তাঁর 70 বছরের বৃদ্ধা মা । এলাকাবাসীর সাহায্য নিয়েই অসহায় মা ও মেয়ের দিন চলে । পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিশেষ ভাবে সক্ষম মহিলা । তখন পরিবারের সদস্যরা তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যান । ডাক্তার পরীক্ষা-নীরিক্ষার পর জানান, ওই মহিলা অন্তঃসত্ত্বা । অবিবাহিতা বিশেষ ভাবে সক্ষম মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার কথা শুনে হতভম্ভ হয়ে পড়েন পরিবারের সদস্যরা । তাঁরা মেয়েকে অভয় দিয়ে তাঁর সঙ্গে কী ঘটেছে জিজ্ঞাসা করতেই, তিনি জানান, ফাঁকা বাড়িতে তাঁর অসহায়তার সুযোগ নিয়ে এক প্রতিবেশী তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছেন ।

পরবর্তীতে পরিবারের সদস্যরা পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হন। গতকাল রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন নিৃহীতার পরিবারের এক সদস্য । ভয় দেখিয়ে বিশেষ ভাবে সক্ষম মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয় প্রতিবেশীর বিরুদ্ধে ৷ এই অভিযোগ পেয়ে আজ সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী । অভিযুক্তের শাস্তি দাবি করেছেন তাঁরা । স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান নির্মল ঘোষ বলেন, "90 শতাংশ প্রতিবন্ধী সহায় সম্বলহীন মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটবে আমরা কখনও ভাবতে পারিনি । এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না । যে এই ঘটনা ঘটিয়েছে আমরা তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই । নির্যাতিতার বিষয়টি নিয়ে আমরা ডাক্তারের সঙ্গে কথা বলব । যা করলে তাঁর কোনও অসুবিধা না হয় সেটাই করব ।"

আরও পড়ুন:

  1. নাবালিকা মেয়েকে একাধিকবার 'ধর্ষণ' বাবার, জানাজানি হতেই পলাতক অভিযুক্ত
  2. ধর্ষণের অভিযোগে ব্যক্তিকে বেধড়ক মার, জুতোপেটা! মূত্রপান করানোর অভিযোগ
  3. নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে খুনের মামলায় দোষী সাব্যস্তকে গণপিটুনি, মৃত্যু প্রৌঢ়ের

বনগাঁ, 13 ডিসেম্বর: বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল তাঁর এক প্রতিবেশীর বিরুদ্ধে । বর্তমানে অন্তঃসত্ত্বা নিগৃহীতা । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 39-এর নির্যাতিতার প্রায় 90 শতাংশ প্রতিবন্ধকতা রয়েছে । এখনও তাঁর বিয়ে হয়নি । মেয়ের দেখাশোনা করেন তাঁর 70 বছরের বৃদ্ধা মা । এলাকাবাসীর সাহায্য নিয়েই অসহায় মা ও মেয়ের দিন চলে । পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিশেষ ভাবে সক্ষম মহিলা । তখন পরিবারের সদস্যরা তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যান । ডাক্তার পরীক্ষা-নীরিক্ষার পর জানান, ওই মহিলা অন্তঃসত্ত্বা । অবিবাহিতা বিশেষ ভাবে সক্ষম মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার কথা শুনে হতভম্ভ হয়ে পড়েন পরিবারের সদস্যরা । তাঁরা মেয়েকে অভয় দিয়ে তাঁর সঙ্গে কী ঘটেছে জিজ্ঞাসা করতেই, তিনি জানান, ফাঁকা বাড়িতে তাঁর অসহায়তার সুযোগ নিয়ে এক প্রতিবেশী তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছেন ।

পরবর্তীতে পরিবারের সদস্যরা পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হন। গতকাল রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন নিৃহীতার পরিবারের এক সদস্য । ভয় দেখিয়ে বিশেষ ভাবে সক্ষম মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয় প্রতিবেশীর বিরুদ্ধে ৷ এই অভিযোগ পেয়ে আজ সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী । অভিযুক্তের শাস্তি দাবি করেছেন তাঁরা । স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান নির্মল ঘোষ বলেন, "90 শতাংশ প্রতিবন্ধী সহায় সম্বলহীন মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটবে আমরা কখনও ভাবতে পারিনি । এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না । যে এই ঘটনা ঘটিয়েছে আমরা তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই । নির্যাতিতার বিষয়টি নিয়ে আমরা ডাক্তারের সঙ্গে কথা বলব । যা করলে তাঁর কোনও অসুবিধা না হয় সেটাই করব ।"

আরও পড়ুন:

  1. নাবালিকা মেয়েকে একাধিকবার 'ধর্ষণ' বাবার, জানাজানি হতেই পলাতক অভিযুক্ত
  2. ধর্ষণের অভিযোগে ব্যক্তিকে বেধড়ক মার, জুতোপেটা! মূত্রপান করানোর অভিযোগ
  3. নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে খুনের মামলায় দোষী সাব্যস্তকে গণপিটুনি, মৃত্যু প্রৌঢ়ের
Last Updated : Dec 13, 2023, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.