বনগাঁ, 13 ডিসেম্বর: বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল তাঁর এক প্রতিবেশীর বিরুদ্ধে । বর্তমানে অন্তঃসত্ত্বা নিগৃহীতা । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 39-এর নির্যাতিতার প্রায় 90 শতাংশ প্রতিবন্ধকতা রয়েছে । এখনও তাঁর বিয়ে হয়নি । মেয়ের দেখাশোনা করেন তাঁর 70 বছরের বৃদ্ধা মা । এলাকাবাসীর সাহায্য নিয়েই অসহায় মা ও মেয়ের দিন চলে । পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিশেষ ভাবে সক্ষম মহিলা । তখন পরিবারের সদস্যরা তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যান । ডাক্তার পরীক্ষা-নীরিক্ষার পর জানান, ওই মহিলা অন্তঃসত্ত্বা । অবিবাহিতা বিশেষ ভাবে সক্ষম মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার কথা শুনে হতভম্ভ হয়ে পড়েন পরিবারের সদস্যরা । তাঁরা মেয়েকে অভয় দিয়ে তাঁর সঙ্গে কী ঘটেছে জিজ্ঞাসা করতেই, তিনি জানান, ফাঁকা বাড়িতে তাঁর অসহায়তার সুযোগ নিয়ে এক প্রতিবেশী তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছেন ।
পরবর্তীতে পরিবারের সদস্যরা পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হন। গতকাল রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন নিৃহীতার পরিবারের এক সদস্য । ভয় দেখিয়ে বিশেষ ভাবে সক্ষম মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয় প্রতিবেশীর বিরুদ্ধে ৷ এই অভিযোগ পেয়ে আজ সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।
এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী । অভিযুক্তের শাস্তি দাবি করেছেন তাঁরা । স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান নির্মল ঘোষ বলেন, "90 শতাংশ প্রতিবন্ধী সহায় সম্বলহীন মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটবে আমরা কখনও ভাবতে পারিনি । এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না । যে এই ঘটনা ঘটিয়েছে আমরা তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই । নির্যাতিতার বিষয়টি নিয়ে আমরা ডাক্তারের সঙ্গে কথা বলব । যা করলে তাঁর কোনও অসুবিধা না হয় সেটাই করব ।"
আরও পড়ুন: