নিউ ব্যারাকপুর, 17 জানুয়ারি : "আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তিন অঙ্কে পৌঁছাতে পারবে না । আর তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে ।" বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মন্তব্যের পাল্টা এভাবেই জবাব দিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় ।
রবিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরে এক অনুষ্ঠান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,"বাবুল অরাজনৈতিক লোক । সে নাচ-গান ভালো বোঝেন। আমরা 50-55 বছর ধরে রাজনীতি করছি । বাবুল কি বললেন তা নিয়ে মাথা ঘামাচ্ছি না । বিজেপি নেতাদের দিবাস্বপ্ন কখনও পূরণ হবে না"।
প্রসঙ্গত, আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় আজ মন্তব্য করেন, "এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে রাজ্যের মানুষ । "এই বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "বাবুল রাজনৈতিক কথাবার্তা বলতে জানেন না। বঙ্গোপসাগর নাকি আসানসোলের খাদে ফেলবেন, তিনি তা জানেন না । বঙ্গোপসাগরও তৃণমূল দখল করবে । আর সাগরে এতবড় মেলা হল, সেটা তো বাবুল দেখতে পেলেন না । উনি কলকাতায় আসেন । আর মুম্বই ও দিল্লি যাতায়াত করেন "।
আরও পড়ুন : দু'মাসেই 'ঠিক' বুঝে ঘরে ফেরা সিরাজ সুর চড়ালেন শুভেন্দুর বিরুদ্ধে
বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডাকে বাংলায় আসাকে কটাক্ষ করে সৌগত রায় বলেন, "উনি যত কম আসবেন তত বাংলার ভালো । উনি বাংলার ইতিহাস ও সংস্কৃতি কিছুই জানেন না । এই লড়াই বাঙালি ও বহিরাগতদের । বাঙালি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর বহিরাগত জে পি নাড্ডা । এই লড়াইয়ে জয়ী হবে বাঙালিই"।