সন্ডালিয়া , 8 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার বলা হচ্ছে সরকারের তরফে । কিন্তু, তারপরও বিভিন্ন হাটে, বাজারে, সামাজিক দূরত্ব বজায় না রেখেই চলছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা। অনেক সময় ত্রাণসামগ্রী বণ্টনের ক্ষেত্রেও মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নিয়মবিধি । এবার এরকমই দৃশ্য ধরা পড়ল বারাসত 2 নম্বর ব্লকের সণ্ডালিয়া স্টেশন সংলগ্ন এলাকায় ।
বেলিয়াঘাটা-ফলতি পঞ্চায়েতের তরফে আজ সকালে স্টেশন সংলগ্ন গরিব মানুষদের কাছে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় । আর সেই খাদ্যসামগ্রী নিতে গিয়ে মানা হয়নি কোনও সামাজিক দূরত্ব । একে অপরের গায়ে গা লাগিয়েই চলল খাদ্যসামগ্রী সংগ্রহ । অনেকে তো আবার কোনও সুরক্ষা না নিয়েই চলে এসেছেন সেই খাদ্যসামগ্রী নেওয়ার জন্য । তবে কেন পঞ্চায়েতের তরফে এবিষয়ে সচেতনতা নেওয়া হল না তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও, মানুষকে সচেতন ও সতর্ক করার পরই তাঁরা খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন বলে দাবি করেন পঞ্চায়েত প্রধান নজিবর রহমান।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । এর জেরে বন্ধ ব্যবসা-বাণিজ্য । কাজ নেই অনেকের । এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো । অসহায়, দরিদ্র মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে এগিয়ে আসে বেলিয়াঘাটা-ফলতি গ্রাম পঞ্চায়েত । তারা চাল, ডাল, আলুসহ নিত্য সামগ্রী খাদ্যসামগ্রী নিয়ে আজ সকালে হাজির হয়ে যায় শিয়ালদহ-হাসনাবাদ শাখার সণ্ডালিয়া স্টেশনের কাছে । এই স্টেশনের পাশেই রয়েছে ঝুপড়ি । 55 টি ঝুপড়িতে থাকা পরিবারের হাতে সেই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । আর তখনই ধরা পড়ে অনিয়মের ছবি । সামাজিক দূরত্বের কোনও বালাই নেই । গা ঘেঁষাঘেঁষি করেই দাঁড়িয়ে আছে মানুষজন । অনেকের মুখে তো আবার মাস্কও নেই । এরকম দৃশ্য যখন, তখন পঞ্চায়েত প্রধান কিংবা পঞ্চায়েতের অন্য কাউকেই সচেতন ও সতর্ক করতে দেখা যায়নি বলে অভিযোগ। এতে গরিব মানুষকে সহযোগিতা করার পরিবর্তে সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই।
এদিকে, পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রধান নজিবর রহমান বলেন, " সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার বলা হয়েছে পঞ্চায়েতের তরফে । সচেতন ও সতর্কও করা হয়েছে । কিন্তু, খাদ্যসামগ্রী নিতে গিয়ে কিছু মানুষ হয়ত বেশি উৎসাহী হয়ে পড়েছিলেন । তার থেকে হয়ত এমন ঘটনা । তবে, আগামীদিনে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায়ের উপর জোর দেওয়া হবে।"
অন্যদিকে, বারাসত 2 নম্বর ব্লকের দাদপুর পঞ্চায়েতের উদ্যোগে আজ সকালে পাকদহ সহ বিভিন্ন গ্রামের গরির মানুষের হাতে বিভিন্ন নিত্য প্রয়েজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে । একইভাবে দত্তপুকুরের তৃণমূল নেতা গোপাল কাঞ্জিলালের উদ্যোগে এলাকার দুস্থদের বিভিন্ন ধরনের সবজি বণ্টন করা হয়।