ETV Bharat / state

মা-হারা তিন বছরের শিশুর খাবারে বিষ মিশিয়ে হত্যা পিসতুতো বউদির ! - child killed over jealousy

Sister in Law Killed Three Year Old Child over Jealousy: তার থেকে পরিবারের সদস্যরা বেশি ভালোবাসেন ছোট্ট মা হারা ননদকে ৷ আক্রোশে বিষ খাইনে তিন বছরের শিশুকে খুন করল পিসতুতো বউদি ৷ ঘটনাটি হাবরার ৷

Sister in Law Killed Three Year Old Child
দুধের সঙ্গে বিষ খাইয়ে ননদকে খুন বউদির
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 7:47 PM IST

তিন বছরের ছোট্ট ননদকে বিষ খাইয়ে খুন পিসতুতো বউদির

হাবরা, 2 ডিসেম্বর: জন্মের পর মৃত্যু হয়েছে মায়ের । ছোট্ট শিশুকন্যার দেখভালের দায়িত্ব নিয়েছিলেন পিসি-পিসেমশাই । চঞ্চল প্রকৃতির বছর তিনের সুমি সিং (বুড়ি) হয়ে উঠেছিল সকলের প্রিয় । কিন্তু তা সহ্য করতে পারেনি পিসতুতো বউদি । আক্রোশে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে একরত্তিকে হত্যা করল সে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবরার পৃথিবা এলাকায় । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম সাথী সরদার (18) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়ের মৃত্যুর পর সুমি বড় হয়ে উঠছিল পিসি-পিশেমশাই ও তাঁদের ছেলে রঞ্জিত সরদারের কাছে । বৃহস্পতিবার সকালে শিশুটিকে বাড়িতে চা বিস্কুট খাইয়ে রঞ্জিত-সহ পরিবারের সদস্যরা মাঠে কাজে যায়। সুমি তখন রঞ্জিতের স্ত্রী সাথীর সঙ্গেই ছিল । কিছুক্ষণ পর সাথী প্রতিবেশীদের ডেকে জানায়, সুমি অসুস্থ হয়ে পড়েছে । এলাকার বাসিন্দারা খুদেকে দ্রুত হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসক সুমিকে মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসকরা অনুমান করেন, শিশুটি কোনওভাবে বিষ খেয়েছে । সে কথা কানাঘুষো শুনতে পায় পরিবারের সদস্যরা । তাদের সন্দেহ হয় সাথীকেই।

শুক্রবার বিকেলে সাথীকে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করে । যদিও তখন সমস্ত কিছু অস্বীকার করে সাথী । পরবর্তীতে এলাকার এক ব্যক্তি কিছু চাল নিয়ে এসে বলে যে শিশুটির ক্ষতি করেছে সে এই চাল খেলে রক্ত বমি উঠে মারা যাবে । যা শুনে সাথী সেই চাল খেতে অস্বীকার করে । এরপর তাকে একটু চেপে ধরতেই সে তার অপরাধ স্বীকার করে ৷ জানায়, শিশুটিকে দুধের সঙ্গে বাড়িতে থাকা বিষ মিশিয়ে সে নিজে হাতে খাইয়ে দিয়েছে । শুক্রবার বিকেলে সাথীকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ ।

পুলিশ জানতে পেরেছে, কয়েক মাস আগে রঞ্জিতের সঙ্গে বিয়ে হয়েছে সাথী সরদারের । পরিবারের সদস্যরা সাথীর থেকেও ছোট্ট সুমিকে বেশি ভালোবাসত । যা সহ্য হচ্ছিল না সাথীর । পুলিশের প্রাথমিক অনুমান, সেই আক্রোশ থেকে সুমিকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল সে । এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে সরদার পরিবার-সহ এলাকাবাসীরা । তারা সাথীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে । অভিযোগ পেয়ে সমস্ত ঘটনার তদন্তে শুরু করেছে হাবরা থানার পুলিশ । সাথীর স্বামী রঞ্জিত জানিয়েছেন, এই ঘটনার পর তিনি বিবাহবিচ্ছেদ করবেন ৷

আরও পড়ুন:

  1. 'ও আমার সন্তান নয়', সন্দেহের বশে 8 মাসের শিশুসন্তানকে থেঁতলে খুন অণ্ডালে! আটক বাবা
  2. নিউমোনিয়া সারাতে দেড় মাসের শিশুকে গরম লোহার রডের ছ্যাঁকা!
  3. মায়ের কাছে সদ্যোজাতকে মৃত ঘোষণা করে অন্যত্র বিক্রির অভিযোগ, গ্রেফতার দুই চিকিৎসক

তিন বছরের ছোট্ট ননদকে বিষ খাইয়ে খুন পিসতুতো বউদির

হাবরা, 2 ডিসেম্বর: জন্মের পর মৃত্যু হয়েছে মায়ের । ছোট্ট শিশুকন্যার দেখভালের দায়িত্ব নিয়েছিলেন পিসি-পিসেমশাই । চঞ্চল প্রকৃতির বছর তিনের সুমি সিং (বুড়ি) হয়ে উঠেছিল সকলের প্রিয় । কিন্তু তা সহ্য করতে পারেনি পিসতুতো বউদি । আক্রোশে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে একরত্তিকে হত্যা করল সে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবরার পৃথিবা এলাকায় । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম সাথী সরদার (18) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়ের মৃত্যুর পর সুমি বড় হয়ে উঠছিল পিসি-পিশেমশাই ও তাঁদের ছেলে রঞ্জিত সরদারের কাছে । বৃহস্পতিবার সকালে শিশুটিকে বাড়িতে চা বিস্কুট খাইয়ে রঞ্জিত-সহ পরিবারের সদস্যরা মাঠে কাজে যায়। সুমি তখন রঞ্জিতের স্ত্রী সাথীর সঙ্গেই ছিল । কিছুক্ষণ পর সাথী প্রতিবেশীদের ডেকে জানায়, সুমি অসুস্থ হয়ে পড়েছে । এলাকার বাসিন্দারা খুদেকে দ্রুত হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসক সুমিকে মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসকরা অনুমান করেন, শিশুটি কোনওভাবে বিষ খেয়েছে । সে কথা কানাঘুষো শুনতে পায় পরিবারের সদস্যরা । তাদের সন্দেহ হয় সাথীকেই।

শুক্রবার বিকেলে সাথীকে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করে । যদিও তখন সমস্ত কিছু অস্বীকার করে সাথী । পরবর্তীতে এলাকার এক ব্যক্তি কিছু চাল নিয়ে এসে বলে যে শিশুটির ক্ষতি করেছে সে এই চাল খেলে রক্ত বমি উঠে মারা যাবে । যা শুনে সাথী সেই চাল খেতে অস্বীকার করে । এরপর তাকে একটু চেপে ধরতেই সে তার অপরাধ স্বীকার করে ৷ জানায়, শিশুটিকে দুধের সঙ্গে বাড়িতে থাকা বিষ মিশিয়ে সে নিজে হাতে খাইয়ে দিয়েছে । শুক্রবার বিকেলে সাথীকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ ।

পুলিশ জানতে পেরেছে, কয়েক মাস আগে রঞ্জিতের সঙ্গে বিয়ে হয়েছে সাথী সরদারের । পরিবারের সদস্যরা সাথীর থেকেও ছোট্ট সুমিকে বেশি ভালোবাসত । যা সহ্য হচ্ছিল না সাথীর । পুলিশের প্রাথমিক অনুমান, সেই আক্রোশ থেকে সুমিকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল সে । এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে সরদার পরিবার-সহ এলাকাবাসীরা । তারা সাথীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে । অভিযোগ পেয়ে সমস্ত ঘটনার তদন্তে শুরু করেছে হাবরা থানার পুলিশ । সাথীর স্বামী রঞ্জিত জানিয়েছেন, এই ঘটনার পর তিনি বিবাহবিচ্ছেদ করবেন ৷

আরও পড়ুন:

  1. 'ও আমার সন্তান নয়', সন্দেহের বশে 8 মাসের শিশুসন্তানকে থেঁতলে খুন অণ্ডালে! আটক বাবা
  2. নিউমোনিয়া সারাতে দেড় মাসের শিশুকে গরম লোহার রডের ছ্যাঁকা!
  3. মায়ের কাছে সদ্যোজাতকে মৃত ঘোষণা করে অন্যত্র বিক্রির অভিযোগ, গ্রেফতার দুই চিকিৎসক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.