ETV Bharat / state

TMC 21 July Rally: একুশে জুলাই ধর্মতলায় না যাওয়ার 'অপরাধে' আরএসএস কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ - shop of rss worker vandalized

উত্তর 24 পরগনা বারাসাতে রেলগেট সংলগ্ন একটি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ দোকানদারের নাম মধুসূদন মজুমদার ৷ তিনি সেইসময় দোকানে ছিলেন না ( shop of rss worker vandalized ) ৷

21 July news
একুশে জুলাই ধর্মতলায় যায়নি বলে আরএসএস কর্মীর দোকান ভাঙচুর ও হুমকি
author img

By

Published : Jul 23, 2022, 7:03 PM IST

বারাসত, 23 জুলাই: উত্তর 24 পরগনা বারাসতে একটি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ দোকানদারর মধুসূদন মজুমদারের দাবি 21 জুলাই তৃণমূলের শহিদ দিবসে যাননি বলেই এই হামলা ৷ তিনি আরএসএসের সদস্য বলে এলাকায় পরিচিত ৷ তিনি জানান, বৃহস্পতিবার বিকেলেই তাঁর দোকানে ভাঙচুর চলে । সেইসময় তিনি দোকানে ছিলেন না (TMC 21 July shahid diwas rally) ৷ অভিযোগ কয়েকজন তৃণমূল কর্মী এসে দোকানে ভাঙচুর চালায় ৷ অকথ্য ভাষায় গালিগালাজও করে। পরে ফোনে হুমকি দেওয়া হয় । ঘটনাটি প্রথমে বাজার কমিটিকে জানায় আক্রান্ত পরিবার ৷ তারপর থানায় অভিযোগ দায়ের হয় ৷ ঘটনাস্থলে শনিবার সকালে আসে দত্তপুকুর থানার পুলিশ । শুরু হয়েছে তদন্ত ৷

আরও পড়ুন: দাপুটে বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর

এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগাযোগ নেই । এই হামলাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত পরিবারের অভিযোগ, দোকান ভাঙচুরের পরেও ফোনে লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা । ঘটনায় পরিবার যথেষ্ট আতঙ্কিত ।

বারাসত, 23 জুলাই: উত্তর 24 পরগনা বারাসতে একটি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ দোকানদারর মধুসূদন মজুমদারের দাবি 21 জুলাই তৃণমূলের শহিদ দিবসে যাননি বলেই এই হামলা ৷ তিনি আরএসএসের সদস্য বলে এলাকায় পরিচিত ৷ তিনি জানান, বৃহস্পতিবার বিকেলেই তাঁর দোকানে ভাঙচুর চলে । সেইসময় তিনি দোকানে ছিলেন না (TMC 21 July shahid diwas rally) ৷ অভিযোগ কয়েকজন তৃণমূল কর্মী এসে দোকানে ভাঙচুর চালায় ৷ অকথ্য ভাষায় গালিগালাজও করে। পরে ফোনে হুমকি দেওয়া হয় । ঘটনাটি প্রথমে বাজার কমিটিকে জানায় আক্রান্ত পরিবার ৷ তারপর থানায় অভিযোগ দায়ের হয় ৷ ঘটনাস্থলে শনিবার সকালে আসে দত্তপুকুর থানার পুলিশ । শুরু হয়েছে তদন্ত ৷

আরও পড়ুন: দাপুটে বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর

এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগাযোগ নেই । এই হামলাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত পরিবারের অভিযোগ, দোকান ভাঙচুরের পরেও ফোনে লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা । ঘটনায় পরিবার যথেষ্ট আতঙ্কিত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.