ETV Bharat / state

জগদ্দলে গুলি দুষ্কৃতীদের, জখম 2

জগদ্দলের কলাবাগানের এক নম্বর লাইন এলাকায় গুলিবিদ্ধ দুই । তারা হলেন বীরেন্দ্র মণ্ডল ও মমতাজ বেগম ।

shoot
author img

By

Published : Sep 9, 2019, 11:00 PM IST

জগদ্দল, 9 সেপ্টেম্বর : জগদ্দলের কলাবাগানের এক নম্বর লাইন এলাকায় গুলিবিদ্ধ হলেন দু'জন ৷ বীরেন্দ্র মণ্ডল ও মমতাজ বেগম নামে ওই দু'জন কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে ।

আজ সন্ধ্যায় বীরেন্দ্র মণ্ডল নিজের বাড়ির সামনে বসেছিলেন । সেই সময় তাঁর ওপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী । এসেই গালিগালাজের পাশাপাশি তাঁকে মারধর করতে থাকে তারা । দুই রাউন্ড গুলিও চালায় । আর তাতেই জখম হন বীরেন্দ্র মণ্ডল ৷ জখম হন পাশে দাঁড়িয়ে থাকা মমতাজ বেগমও । তাঁদের প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে তাঁদের কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

তবে কেন এই হামলা? আহত বীরেন্দ্র মণ্ডলের ভাই বিনয় মণ্ডল এলাকায় সক্রিয় BJP কর্মী হিসেবে পরিচিত । আর সেই কারণেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে । কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ । জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে ।

জগদ্দল, 9 সেপ্টেম্বর : জগদ্দলের কলাবাগানের এক নম্বর লাইন এলাকায় গুলিবিদ্ধ হলেন দু'জন ৷ বীরেন্দ্র মণ্ডল ও মমতাজ বেগম নামে ওই দু'জন কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে ।

আজ সন্ধ্যায় বীরেন্দ্র মণ্ডল নিজের বাড়ির সামনে বসেছিলেন । সেই সময় তাঁর ওপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী । এসেই গালিগালাজের পাশাপাশি তাঁকে মারধর করতে থাকে তারা । দুই রাউন্ড গুলিও চালায় । আর তাতেই জখম হন বীরেন্দ্র মণ্ডল ৷ জখম হন পাশে দাঁড়িয়ে থাকা মমতাজ বেগমও । তাঁদের প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে তাঁদের কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

তবে কেন এই হামলা? আহত বীরেন্দ্র মণ্ডলের ভাই বিনয় মণ্ডল এলাকায় সক্রিয় BJP কর্মী হিসেবে পরিচিত । আর সেই কারণেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে । কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ । জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে ।

Intro:জগদ্দলে শ্যুট আউট এর ঘটনায় নতুন করে উত্তপ্ত এলাকা।Body:বীরেন্দ্র মন্ডল (35)জগদ্দল কলাবাগান এক নম্বর লাইন এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম।আহত আরও এক মহিলা মমতাজ বেগম (60)।স্থানীয় সূত্রে খবর সন্ধ্যায় বীরেন্দ্র যখন নিজের কাজ সেরে বাড়ি ফিরে বাড়ির সামনে বসে ছিল তখনই তার বাড়ির সামনে আচমকা চড়াও হয় কয়েকজন দূষ্কৃতি। এসেই গালিগালাজ করে মারধোর শুরু করে ও দুই রাউন্ড গুলি চালায়। সেই গুলিতেই জখম হন এই দুজন। এদের কে আহত অবস্থায় প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত বীরেন্দ্র মন্ডল এর ভাই বিনয় মন্ডল এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। সেকারণেই এই হামলার কারন নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। কারা এবং কি কারনে এই গুলি চালিয়েছে তা নিয়ে ভাটপাড়া থানার তদন্ত শুরু করেছে পুলিশ।Conclusion:এই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ একজনকে আটক করেছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.