জগদ্দল, 9 সেপ্টেম্বর : জগদ্দলের কলাবাগানের এক নম্বর লাইন এলাকায় গুলিবিদ্ধ হলেন দু'জন ৷ বীরেন্দ্র মণ্ডল ও মমতাজ বেগম নামে ওই দু'জন কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে ।
আজ সন্ধ্যায় বীরেন্দ্র মণ্ডল নিজের বাড়ির সামনে বসেছিলেন । সেই সময় তাঁর ওপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী । এসেই গালিগালাজের পাশাপাশি তাঁকে মারধর করতে থাকে তারা । দুই রাউন্ড গুলিও চালায় । আর তাতেই জখম হন বীরেন্দ্র মণ্ডল ৷ জখম হন পাশে দাঁড়িয়ে থাকা মমতাজ বেগমও । তাঁদের প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে তাঁদের কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
তবে কেন এই হামলা? আহত বীরেন্দ্র মণ্ডলের ভাই বিনয় মণ্ডল এলাকায় সক্রিয় BJP কর্মী হিসেবে পরিচিত । আর সেই কারণেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে । কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ । জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে ।