গাইঘাটা, 16 অক্টোবর: "দল একটা, নেত্রী একজনই ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নেতা একটা ৷ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় । দলের মধ্যে কোনও উপদল চলবে না ।" দলের নেতা কর্মীদের এই ভাষাতেই বার্তা দিলেন রাজ্যের নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) । শনিবার বিকালে উত্তর 24 পরগনার গাইঘাটায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মন্ত্রী ।
এদিনের মঞ্চ থেকে তিনি আরও বলেন, "পুরনো কর্মীরা দলের সম্পদ ৷ দল তাঁদের যথাযথ সম্মান দিচ্ছে ।" এরপরেই তৃণমূল সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, "আমাদের সরকার মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই দিয়েছে । সেগুলিই আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের মানুষের কাছে পৌঁছে দেবে । উন্নয়নের সুফল সকলেই পাবে । মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী তৈরি করেছে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তরুণ নেতা হিসেবে গড়ে তুলছে । আর নিচুতলায় আমরা নিজেদের মধ্যে ঝগড়া করে সেইটার ক্ষতি করছি । ফলে আমাদেরও ত্যাগ করতে হবে ।" এর পরই মন্ত্রীর বার্তা, "দলের মধ্যে কোনও উপদল চলবে না । আমাদের দল একটা, নেত্রী একটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতাও একটা । তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ।"
প্রসঙ্গত, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা গঠনের পর দু'বার জেলা সভাপতি পরিবর্তন হয়েছে । কিন্তু এখনও জেলা কমিটি তৈরি করতে পারেনি শাসকদল । রাজনৈতিক মহলের মতে, দলের গোষ্ঠী কোন্দলের আশংকা থেকে জেলা কমিটি তৈরি করতে পারছে না ঘাসফুল শিবির । তৃণমূলের বনগাঁ জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তা একাধিকবার প্রকাশ্যেও এসেছে । আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই গোষ্ঠীতন্ত্র যাতে শাসকদলের গলার কাঁটা না হয়ে পড়ে তাই দলীয় নেতা-কর্মীদের শশী এই বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে (Shashi Panjas message to leaders and workers of TMC) ।
দলের সর্বস্তরের নেতা-কর্মীদের এক হয়ে কাজ করতে আগেও বার্তা দিতে শোনা গিয়েছে বনগাঁ জেলার বিশ্বজিৎ দাসকে । তবে, দলের এই গোষ্ঠী কোন্দল পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের আদৌ মাথা ব্যাথার কারণ হবে কি না সেটা অবশ্য সময় বলবে । বিজয় সম্মেলনীর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদল প্রসঙ্গে শশি পাঁজা বলেন, "আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হার থেকে আমরা শিক্ষা নিই । দলের মধ্যে অভিমান থাকে ৷ যেহেতু বিজয়া সম্মেলনী সেখানে আমরা এই বার্তা দিলাম ৷ দলের মধ্যে কোনও উপদলের জায়গা নেই । আমাদের একটাই দল, একটাই পরিবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"
আরও পড়ুন: মুর্শিদাবাদে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার নিন্দা শশী পাঁজার
সাংবাদিকদের প্রশ্নত্তরে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের একটি মন্তব্য নিয়ে মন্ত্রী বলেন,"ওঁর (দিলীপ ঘোষ) আলাদা একটা ডিকশনারি আছে । এই ভাষাকে আমরা প্রতিবাদও করতে পারি না । এই ভাষা হচ্ছে শব্দ দূষণ । ওঁর ভাষায় যে সন্ত্রাস এবং ও দূষণ তার থেকে পশ্চিমবাংলার মানুষকে আমাদের বাঁচাতে হবে ।"