ETV Bharat / state

Shantanu Thakur on rebel leaders : শুনতে যদি ভাল লাগে তবে সুরের চেয়ে বেসুরোকেই মানুষ গ্রহণ করবে, বললেন শান্তনু

দলের বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠকের পর এবার চড়ুইভাতিতে মাতলেন বনগাঁর বিজেপি বিধায়ক শান্তনু ঠাকুর (Bangaon BJP news) ৷ চড়ুইভাতির মাঝে কী বললেন তিনি ?

Shantanu Thakur
শান্তনু ঠাকুর
author img

By

Published : Jan 17, 2022, 9:58 PM IST

রঘুনাথপুর, 17 জানুয়ারি : সুরের চেয়ে যদি বেসুরোদের অবস্থান বেশি হয় এবং তা শুনতে ভাল লাগে তাহলে মানুষ সেটাই গ্রহণ করবে । বিজেপিতে সেই দিন আসছে । সোমবার উত্তর 24 পরগনার গোপালনগর দক্ষিণ মণ্ডলের বিজেপি সভাপতি হরিশঙ্কর সরকারের রঘুনাথপুরের বাড়িতে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠককে একথা বললেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (bangaon bjp news) । গত শনিবার কলকাতায় বিজেপির নতুন কমিটি থেকে বাদ পড়া যে বিক্ষুব্ধ নেতারা বৈঠক করেছিলেন, সোমবার তারাই আবার রঘুনাথপুরে চড়ুইভাতি করলেন । এদিনের চড়ুইভাতিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, রিতেশ তিওয়ারি, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস কুমার বিশ্বাস-সহ এলাকার একাধিক বিক্ষুব্ধ বিজেপি নেতা ।

এই চড়ুইভাতির মাঝেই শান্তনু ঠাকুর সাংবাদিকদের সামনে বলেন, "পিকনিকের মধ্য দিয়ে নিজের এলাকায় সাংসদ যাত্রা শুরু করা হল । যে সমস্ত নেতাকর্মীরা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন তাঁদের নিয়ে আগামীতে প্রতিটি ব্লকে এই সাংসদ যাত্রা হবে । আজকের এই পিকনিকে সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে ।"

বিক্ষুব্ধ নেতা প্রসঙ্গে যা বললেন শান্তনু ঠাকুর


বিজেপির বেসুরো নেতাদের নিয়ে পিকনিক প্রসঙ্গে তিনি বলেন, "সুরের থেকে যদি বেসুরো শুনতে ভাল লাগে, তাহলে মানুষের কাছে সেটাই গৃহীত হবে । আমরা যা করছি তা ভারতীয় জনতা পার্টির ভালর জন্যই ৷ কেউ একজন বিজেপিকে নিজের হাতের মুঠোয় নিতে চাইছেন কিন্তু আমরা থাকতে তা হতে দিতে পারি না ৷ কারণ আমরাও দলের কর্মী ৷ দলকে রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে ৷"

আরও পড়ুন : Shantanu Thakur Meeting At Thakurnagar : এখনও কেন লাগু হয়নি নাগরিকত্ব সংশোধনী আইন, ঠাকুরনগরে মতুয়াদের প্রশ্নের মুখে শান্তনু

রঘুনাথপুর, 17 জানুয়ারি : সুরের চেয়ে যদি বেসুরোদের অবস্থান বেশি হয় এবং তা শুনতে ভাল লাগে তাহলে মানুষ সেটাই গ্রহণ করবে । বিজেপিতে সেই দিন আসছে । সোমবার উত্তর 24 পরগনার গোপালনগর দক্ষিণ মণ্ডলের বিজেপি সভাপতি হরিশঙ্কর সরকারের রঘুনাথপুরের বাড়িতে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠককে একথা বললেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (bangaon bjp news) । গত শনিবার কলকাতায় বিজেপির নতুন কমিটি থেকে বাদ পড়া যে বিক্ষুব্ধ নেতারা বৈঠক করেছিলেন, সোমবার তারাই আবার রঘুনাথপুরে চড়ুইভাতি করলেন । এদিনের চড়ুইভাতিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, রিতেশ তিওয়ারি, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস কুমার বিশ্বাস-সহ এলাকার একাধিক বিক্ষুব্ধ বিজেপি নেতা ।

এই চড়ুইভাতির মাঝেই শান্তনু ঠাকুর সাংবাদিকদের সামনে বলেন, "পিকনিকের মধ্য দিয়ে নিজের এলাকায় সাংসদ যাত্রা শুরু করা হল । যে সমস্ত নেতাকর্মীরা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন তাঁদের নিয়ে আগামীতে প্রতিটি ব্লকে এই সাংসদ যাত্রা হবে । আজকের এই পিকনিকে সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে ।"

বিক্ষুব্ধ নেতা প্রসঙ্গে যা বললেন শান্তনু ঠাকুর


বিজেপির বেসুরো নেতাদের নিয়ে পিকনিক প্রসঙ্গে তিনি বলেন, "সুরের থেকে যদি বেসুরো শুনতে ভাল লাগে, তাহলে মানুষের কাছে সেটাই গৃহীত হবে । আমরা যা করছি তা ভারতীয় জনতা পার্টির ভালর জন্যই ৷ কেউ একজন বিজেপিকে নিজের হাতের মুঠোয় নিতে চাইছেন কিন্তু আমরা থাকতে তা হতে দিতে পারি না ৷ কারণ আমরাও দলের কর্মী ৷ দলকে রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে ৷"

আরও পড়ুন : Shantanu Thakur Meeting At Thakurnagar : এখনও কেন লাগু হয়নি নাগরিকত্ব সংশোধনী আইন, ঠাকুরনগরে মতুয়াদের প্রশ্নের মুখে শান্তনু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.