বনগাঁ, 19 মে : তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। দল বদলের ধাক্কাও সামলাতে হয়েছে শাসক দলকে। তবু গত পাঁচ বছর ধরে তিনিই ছিলেন নির্বাচিত পৌরপ্রধান। এবার হলেন প্রশাসক। সোমবার বনগাঁ পৌরসভার মেয়াদ শেষ হয়েছে। রাজ্য সরকারের নির্দেশে আজ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শংকর আঢ্য।
মধ্যমগ্রাম, বারাসত, অশোকনগর, গোবরডাঙা । এই পৌরসভাগুলির মেয়াদ মে মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আজ রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর থেকে বনগাঁ পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শংকর আঢ্যকে। আগামী 21 মে মেয়াদ মধ্যমগ্রাম ও বারাসত পৌরসভার শেষ হবে। 22 মে মেয়াদ শেষ হবে গোবরডাঙা ও অশোকনগর পৌরসভার। কলকাতা পৌরনিগম ও বনগাঁর পথে বাকি পৌরসভাগুলির চেয়ারম্যানরাই প্রশাসক হিসেবে দায়িত্ব পাবেন বলে জানা গেছে ।
আজ বনগাঁ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শংকর। জানা গেছে, পৌরসভা পরিচালনার জন্য ছ'জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির মাথায় রয়েছেন প্রশাসক শংকরই। এই কমিটির মাধ্যমেই এখন থেকে বনগাঁ পৌরসভার দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করা হবে। 2015 সালে পৌরভোটে জয়ী হয়ে পৌরপ্রধান হয়েছিলেন শংকর। উপ পৌরপ্রধান হয়েছিলেন কৃষ্ণা রায়। 2019 সালে তৃণমূলের কয়েকজন কাউন্সিলর BJP-তে যোগ দিয়েছিলেন। পরে তাঁরাই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান-উতোর শুরু হয় বনগাঁ শহরে। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। শেষপর্যন্ত আস্থা ভোটে অবশ্য জয়লাভ করেছিলেন শংকর ।
প্রশাসক হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করার পর শংকর বলেন, 'এটা শুধু বনগাঁয় নয়। রাজ্য সরকার এভাবে একটা প্রশাসনিক বোর্ডগঠন করে দিয়েছে। বনগাঁর উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া ও নাগরিক পরিষেবা আরও উন্নত করাই হবে, প্রশাসক হিসেবে আমার লক্ষ্য।"