ETV Bharat / state

"রোহিঙ্গাদের আশ্রয় দিতেই হিংসা"; প্রদীপ, সুকান্তের পরিবারকে সাহায্য BJP-র - houses of dead BJP workers

সন্দেশখালিতে মৃত BJP কর্মীদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে চেক তুলে দিলেন সায়ন্তন বসু । এছাড়াও বলেন, এই হিংসা শুধুমাত্র BJP-তৃণমূলের নয় । আসলে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য এই হিংসা ছড়ানো হচ্ছে ।

সন্দেশখালিতে মৃত BJP কর্মীদের বাড়িতে সায়ন্তন
author img

By

Published : Jun 14, 2019, 4:02 AM IST

সন্দেশখালি, 14 জুন : সন্দেশখালিতে হিংসার ঘটনায় মৃত দুই দলীয় কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য BJP-র । গতকাল মৃতদের পরিবারের হাতে চেক তুলে দেন BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । পাশাপাশি নিখোঁজ BJP কর্মীদের সন্ধান পেতে জেলায় জেলায় আন্দোলনের ডাক দেন । সন্দেশখালিতে হিংসার ঘটনা নিয়ে তিনি বলেন, "শুধুমাত্র BJP-তৃণমূল সংঘর্ষ হলে এত হিংসা ছড়াত না । রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রয়াস হচ্ছে ।"

8 জুন তৃণমূল ও BJP-র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালির হাটগাছির ভাঙিপাড়া । BJP কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের পাশাপাশি মৃত্যু হয় তৃণমূল কর্মী কাইয়ুম মোল্লার । খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ন্যাজাট থানায় । কয়েকজন BJP কর্মী নিখোঁজ হওয়ারও অভিযোগ উঠে এসেছে । তাঁদের এখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানান সায়ন্তন বসু ।

লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী নুসরাত জাহানের কাছে হেরেছেন সায়ন্তন । এই লোকসভারই অধীনস্থ সন্দেশখালিতে শুধু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে বলে মনে করেন না তিনি । বলেন, "আমরা পুরো ঘটনা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি । আমাদের মনে হয়েছে এটা শুধু BJP-তৃণমূল সংঘর্ষ নয় । এখানে রোহিঙ্গাদের বসানোর জন্য মানুষকে গ্রামছাড়া করানোর প্রয়াস হয়েছে । রাজ্য সরকার সব জেনেও চুপ করে রয়েছে । BJP-তৃণমূল সংঘর্ষ হলে বিষয়টি এত বীভৎস হত না ।"

মৃত 2 দলীয় কর্মী প্রদীপ ও সুকান্তের পরিবারকে সাহায্যের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, "জীবনের কোনও দাম হয় না । তাই দলের সাধ্যমত পর্যাপ্ত কিছু অনুদান নিহত কর্মীদের পরিবারের হাতে তুলে দেওয়া হল । যা থেকে মাসিক হিসাবে তারা 4-5 হাজার টাকা উপার্জন করতে পারে ।" সায়ন্তন দাবি করে বলেন, "শনিবার থেকে নিখোঁজ হয়েছে 4 জন । দেবদাস মণ্ডল, শংকর মণ্ডল, তপন মণ্ডল ও তপন মণ্ডলের মেয়ে দীপা মণ্ডল ।"

সন্দেশখালি, 14 জুন : সন্দেশখালিতে হিংসার ঘটনায় মৃত দুই দলীয় কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য BJP-র । গতকাল মৃতদের পরিবারের হাতে চেক তুলে দেন BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । পাশাপাশি নিখোঁজ BJP কর্মীদের সন্ধান পেতে জেলায় জেলায় আন্দোলনের ডাক দেন । সন্দেশখালিতে হিংসার ঘটনা নিয়ে তিনি বলেন, "শুধুমাত্র BJP-তৃণমূল সংঘর্ষ হলে এত হিংসা ছড়াত না । রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রয়াস হচ্ছে ।"

8 জুন তৃণমূল ও BJP-র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালির হাটগাছির ভাঙিপাড়া । BJP কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের পাশাপাশি মৃত্যু হয় তৃণমূল কর্মী কাইয়ুম মোল্লার । খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ন্যাজাট থানায় । কয়েকজন BJP কর্মী নিখোঁজ হওয়ারও অভিযোগ উঠে এসেছে । তাঁদের এখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানান সায়ন্তন বসু ।

লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী নুসরাত জাহানের কাছে হেরেছেন সায়ন্তন । এই লোকসভারই অধীনস্থ সন্দেশখালিতে শুধু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে বলে মনে করেন না তিনি । বলেন, "আমরা পুরো ঘটনা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি । আমাদের মনে হয়েছে এটা শুধু BJP-তৃণমূল সংঘর্ষ নয় । এখানে রোহিঙ্গাদের বসানোর জন্য মানুষকে গ্রামছাড়া করানোর প্রয়াস হয়েছে । রাজ্য সরকার সব জেনেও চুপ করে রয়েছে । BJP-তৃণমূল সংঘর্ষ হলে বিষয়টি এত বীভৎস হত না ।"

মৃত 2 দলীয় কর্মী প্রদীপ ও সুকান্তের পরিবারকে সাহায্যের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, "জীবনের কোনও দাম হয় না । তাই দলের সাধ্যমত পর্যাপ্ত কিছু অনুদান নিহত কর্মীদের পরিবারের হাতে তুলে দেওয়া হল । যা থেকে মাসিক হিসাবে তারা 4-5 হাজার টাকা উপার্জন করতে পারে ।" সায়ন্তন দাবি করে বলেন, "শনিবার থেকে নিখোঁজ হয়েছে 4 জন । দেবদাস মণ্ডল, শংকর মণ্ডল, তপন মণ্ডল ও তপন মণ্ডলের মেয়ে দীপা মণ্ডল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.