ETV Bharat / state

Saugata Roy Embarrassed: দিদির দূত হয়ে মানুষের ক্ষোভের মুখে পড়লেন সৌগত রায় - Didir Suraksha Kawach

বারাসতে দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy Embarrassed)৷ এলাকায় একাধিক দুর্নীতির অভিযোগ এনে তাঁর কাছে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা (Saugata Roy faces opposition from people)৷

Saugata Roy ETV Bharat
সৌগত রায়
author img

By

Published : Jan 18, 2023, 3:12 PM IST

বারাসত, 18 জানুয়ারি: উত্তর 24 পরগনার (North 24 Parganas News) বারাসতের 1 নম্বর ব্লকে দত্তপুকুর জয়পুল এলাকায় দিদির দূত (Didir Doot) হিসেবে গিয়ে বুধবার এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy Embarrassed)। এলাকায় আবাস যোজনা-সহ একাধিক দুর্নীতির অভিযোগ এনে তাঁর কাছে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা (Saugata Roy faces opposition from people)৷

মন্দিরের বাইরে অপেক্ষারত সাংসদ: বুধবার জয়পুল এলাকায় কালীমন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করার কথা ছিল সাংসদ সৌগত রায়ের (Didir Suraksha Kawach)৷ তবে মন্দিরের গেট না খোলায় কিছু সময় মন্দিরের বাইরে অপেক্ষা করে থাকতে হয় তাঁকে । সাংসদ মন্দিরের বাইরে অপেক্ষা করছেন, এই ঘটনা অস্বস্তিতে ফেলে দলকে ৷ যদিও এ ব্যাপারে সাংসদ জানান, যাঁর কাছে চাবি ছিল তাঁর পৌঁছতে দেরি হওয়ার কারণেই সমস্যা হয়েছে । যদিও এটা তেমন কোনও সমস্যা নয় বলে দাবি করেন সৌগত রায়।

দুর্নীতির অভিযোগে সরব স্থানীয়রা: এরপরে কালীমন্দিরে পুজো দিয়ে মন্দিরের বাইরে বের হলে সাংসদকে ঘিরে ধরেন এলাকাবাসীরা ৷ 'দিদির দূত' সৌগত রায়েক কাছে তাঁরা অভিযোগ করেন যে, আবাস যোজনা-সহ একাধিক দুর্নীতি হয়েছে ওই এলাকায় ৷ এই নিয়ে সাংসদের পদক্ষেপ দাবি করেন স্থানীয় এলাকাবাসী ৷

আরও পড়ুন: 'দিদির দূত' কর্মসূচিতে মানুষের ক্ষোভের মুখে বাগদার বিধায়ক

অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সাংসদের: যদিও তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, অভিযোগ থাকতেই পারে ৷ তবে সব অভিযোগ সঠিক নয় । তাঁর দাবি, অভিযোগ জানিয়েছেন মাত্র 2-3 জন । তিনি আরও বলেন, "অনেক অযোগ্য লোক ঘর পেয়েছেন বলে যে অভিযোগ করছেন, সেই অভিযোগ করলেই শুধু হবে না ৷ তার একটা তালিকা বানিয়ে দিতে হবে । মুখে মুখে বললে এগুলো কিছু করা যায় না । এখানে প্রধান আছেন, বিধায়ক আছেন ৷ তাঁদের কাছে সেই তালিকা দিন ।" হাই নামে একজনের বিরুদ্ধে এ দিন অভিযোগ করা হয় তৃণমূল সাংসদের কাছে ৷ সেই অভিযোগও খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় ।

বারাসত, 18 জানুয়ারি: উত্তর 24 পরগনার (North 24 Parganas News) বারাসতের 1 নম্বর ব্লকে দত্তপুকুর জয়পুল এলাকায় দিদির দূত (Didir Doot) হিসেবে গিয়ে বুধবার এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy Embarrassed)। এলাকায় আবাস যোজনা-সহ একাধিক দুর্নীতির অভিযোগ এনে তাঁর কাছে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা (Saugata Roy faces opposition from people)৷

মন্দিরের বাইরে অপেক্ষারত সাংসদ: বুধবার জয়পুল এলাকায় কালীমন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করার কথা ছিল সাংসদ সৌগত রায়ের (Didir Suraksha Kawach)৷ তবে মন্দিরের গেট না খোলায় কিছু সময় মন্দিরের বাইরে অপেক্ষা করে থাকতে হয় তাঁকে । সাংসদ মন্দিরের বাইরে অপেক্ষা করছেন, এই ঘটনা অস্বস্তিতে ফেলে দলকে ৷ যদিও এ ব্যাপারে সাংসদ জানান, যাঁর কাছে চাবি ছিল তাঁর পৌঁছতে দেরি হওয়ার কারণেই সমস্যা হয়েছে । যদিও এটা তেমন কোনও সমস্যা নয় বলে দাবি করেন সৌগত রায়।

দুর্নীতির অভিযোগে সরব স্থানীয়রা: এরপরে কালীমন্দিরে পুজো দিয়ে মন্দিরের বাইরে বের হলে সাংসদকে ঘিরে ধরেন এলাকাবাসীরা ৷ 'দিদির দূত' সৌগত রায়েক কাছে তাঁরা অভিযোগ করেন যে, আবাস যোজনা-সহ একাধিক দুর্নীতি হয়েছে ওই এলাকায় ৷ এই নিয়ে সাংসদের পদক্ষেপ দাবি করেন স্থানীয় এলাকাবাসী ৷

আরও পড়ুন: 'দিদির দূত' কর্মসূচিতে মানুষের ক্ষোভের মুখে বাগদার বিধায়ক

অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সাংসদের: যদিও তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, অভিযোগ থাকতেই পারে ৷ তবে সব অভিযোগ সঠিক নয় । তাঁর দাবি, অভিযোগ জানিয়েছেন মাত্র 2-3 জন । তিনি আরও বলেন, "অনেক অযোগ্য লোক ঘর পেয়েছেন বলে যে অভিযোগ করছেন, সেই অভিযোগ করলেই শুধু হবে না ৷ তার একটা তালিকা বানিয়ে দিতে হবে । মুখে মুখে বললে এগুলো কিছু করা যায় না । এখানে প্রধান আছেন, বিধায়ক আছেন ৷ তাঁদের কাছে সেই তালিকা দিন ।" হাই নামে একজনের বিরুদ্ধে এ দিন অভিযোগ করা হয় তৃণমূল সাংসদের কাছে ৷ সেই অভিযোগও খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.