ETV Bharat / state

প্লাবিত সন্দেশখালি, রাস্তায়  আশ্রয় স্থানীয়দের

author img

By

Published : May 31, 2020, 6:21 PM IST

sandeshkhali
sandeshkhali

প্লাবিত সন্দেশখালি, রাস্তায় আশ্রয় স্থানীয়দের

সন্দেশখালি, 31মে : সন্দেশখালির নেতাজিপল্লী এলাকায় আবার বেতনী নদীর জল ঢুকেপ্লাবিত গ্রাম । বাড়ি ছেড়ে রাস্তার ধারে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা । গবাদিপশুদের সরিয়ে নেওয়া হয়েছে । পঞ্চায়েতের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালির বেতনী নদীর নোনাজল ঢুকেপড়েছে গ্রামে । অনেক বাড়ির উঠোনে জল জমে গিয়েছে । গ্রামের মানুষ ঘর ছেড়ে উঁচুরাস্তায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন । অনেকেই ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন । যদিওশিবিরের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ করছেন স্থানীয়রা । একদিকে বৃষ্টিরজল অন্য দিকে নদীর নোনাজল । ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ ।

3
জুন ভরা কোটাল । তখন ফের নদীর জল গ্রামে ঢোকার সম্ভাবনা রয়েছে ।ফলে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ । বাসিন্দাদের অভিযোগ, গ্রামে জল ঢুকে পড়লেও প্রয়োজন মতোত্রাণ ও পানীয় জল মিলছে না । অনেকেই খোলা আকাশের নিচে রাস্তার ধারে ত্রিপলটাঙিয়ে কোনওরকমে দিনযাপন করছেন ।

আমফান বিপর্যয়ের পরে বেতনী নদীর এই জলস্ফীতিতে বিপর্যয়ের মুখেপড়েছেন সন্দেশখালির নেতাজিপল্লীর বাসিন্দারা । স্থানীয় বাসিন্দা পম্পা সরকারবলেন, “আমরা ত্রাণ নিয়ে বিশেষ কিছু চাইছি না । আমরা শুধু চাই, সরকার রাস্তাগুলি একটু উঁচু করে দিক ।প্রত্যেক বছর আমরা যেন এইভাবে আর না ডুবি ।

অন্য এক বাসিন্দা স্বাগতা মণ্ডল বলেন, “জল ঢুকে আমাদের এলাকা প্লাবিত হয়েছে ।কিন্তু সরকার আমাদের জন্য বিশেষ কোনও ব্যবস্থা নেয়নি ।যদিও পঞ্চায়েতের তরফে ত্রাণেরব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে ।

প্লাবিত সন্দেশখালি, রাস্তায় আশ্রয় স্থানীয়দের

সন্দেশখালি, 31মে : সন্দেশখালির নেতাজিপল্লী এলাকায় আবার বেতনী নদীর জল ঢুকেপ্লাবিত গ্রাম । বাড়ি ছেড়ে রাস্তার ধারে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা । গবাদিপশুদের সরিয়ে নেওয়া হয়েছে । পঞ্চায়েতের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালির বেতনী নদীর নোনাজল ঢুকেপড়েছে গ্রামে । অনেক বাড়ির উঠোনে জল জমে গিয়েছে । গ্রামের মানুষ ঘর ছেড়ে উঁচুরাস্তায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন । অনেকেই ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন । যদিওশিবিরের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ করছেন স্থানীয়রা । একদিকে বৃষ্টিরজল অন্য দিকে নদীর নোনাজল । ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ ।

3
জুন ভরা কোটাল । তখন ফের নদীর জল গ্রামে ঢোকার সম্ভাবনা রয়েছে ।ফলে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ । বাসিন্দাদের অভিযোগ, গ্রামে জল ঢুকে পড়লেও প্রয়োজন মতোত্রাণ ও পানীয় জল মিলছে না । অনেকেই খোলা আকাশের নিচে রাস্তার ধারে ত্রিপলটাঙিয়ে কোনওরকমে দিনযাপন করছেন ।

আমফান বিপর্যয়ের পরে বেতনী নদীর এই জলস্ফীতিতে বিপর্যয়ের মুখেপড়েছেন সন্দেশখালির নেতাজিপল্লীর বাসিন্দারা । স্থানীয় বাসিন্দা পম্পা সরকারবলেন, “আমরা ত্রাণ নিয়ে বিশেষ কিছু চাইছি না । আমরা শুধু চাই, সরকার রাস্তাগুলি একটু উঁচু করে দিক ।প্রত্যেক বছর আমরা যেন এইভাবে আর না ডুবি ।

অন্য এক বাসিন্দা স্বাগতা মণ্ডল বলেন, “জল ঢুকে আমাদের এলাকা প্লাবিত হয়েছে ।কিন্তু সরকার আমাদের জন্য বিশেষ কোনও ব্যবস্থা নেয়নি ।যদিও পঞ্চায়েতের তরফে ত্রাণেরব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.