বিধাননগর, 9 জুলাই: শুক্রবার অমরনাথ যাত্রা চলাকালীন মেঘভাঙা বৃষ্টির জেরে প্রাণ হারিয়েছেন 16 জন ৷ নিখোঁজ কমপক্ষে 40 জন ৷ এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে আপাতত স্থগিত হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা (Amarnath Cloud Burst)৷ নিরাপদে ফিরিয়ে আনা হচ্ছে পুণ্যার্থীদের ৷ অমরনাথ যাত্রায় গিয়ে এই বিপর্যয়ের জেরে সেখানে আটকে পড়েছেন এরাজ্যের কয়েকজন বাসিন্দাও ৷ এরকমই একজন পুণ্যার্থী হলেন বিধাননগরের বাসিন্দা দিব্যেন্দু রায় ৷
দুর্ঘটনার প্রাথমিক খবর পেয়ে উদ্বেগে ছিলেন দিব্যেন্দু রায়ের পরিবারের সদস্যরাও ৷ তবে জানা গিয়েছে তিনি সুস্থ রয়েছেন ও নিরাপদে আছেন ৷ ফোনে মেয়ের সঙ্গে কথা বলেছেন তিনি ৷ 19 জুলাই ফেরার কথা তাঁর ৷ পেহেলগাঁও থেকে দিব্যেন্দু রায় ফোনে বলেন, "সেনা জওয়ানরা সহযোগিতা করছেন । ভয়ের কিছু নেই ।"
আরও পড়ুন: অমরনাথ দুর্ঘটনার সব তথ্য সামনে আনুক সরকার, দাবি যশবন্তের
দিব্যেন্দুবাবুর মেয়ে সুদীশা রায়ও জানিয়েছেন, বাবার সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ উনি নিরাপদে আছেন ৷ গত 5 জুলাই বন্ধুদের সঙ্গে কাশ্মীরে ঘুরতে যান দিব্যেন্দু রায় ৷ তাঁরা মোট 12 জন গিয়েছিলেন ৷ অমরনাথ যাত্রারও পরিকল্পনা ছিল তাঁদের ৷