ETV Bharat / state

জুটমিল খোলার দাবিতে পথ অবরোধ শ্যামনগরে

author img

By

Published : Apr 8, 2021, 12:25 PM IST

পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে শ্যামনগরের ওয়েভারলি জুটমিল ৷ অভিযোগ, পিএফ-এর টাকা জমা দিচ্ছে না কর্তৃপক্ষ ৷ এই অভিযোগ তোলার পাশাপাশি আজ জুটমিল খোলার দাবিতে শ্যামনগর পাওয়ার হাউস মোড়ে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷

জুটমিল খোলার দাবিতে পথ অবরোধ শ্যামনগরে
জুটমিল খোলার দাবিতে পথ অবরোধ শ্যামনগরে

শ্যামনগর, 8 এপ্রিল : জুটমিল খোলার দাবিতে শ্যামনগরে পথ অবরোধ করলেন শ্রমিকরা । বিক্ষোভের কারণে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ ফলে, যানজট সৃষ্টি হয় ৷ পরে জগদ্দল থানার পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায় ।

পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে শ্যামনগরের ওয়েভারলি জুটমিল ৷ অভিযোগ, পিএফ-এর টাকা জমা দিচ্ছে না কর্তৃপক্ষ ৷ এই অভিযোগ তোলার পাশাপাশি আজ জুটমিল খোলার দাবিতে শ্যামনগর পাওয়ার হাউস মোড়ে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷ এক শ্রমিকের অভিযোগ, আমাদের 27 নভেম্বর থেকে মিল বন্ধ ৷ মিল কোনও কারণে বন্ধ হতে পারে ৷ কিন্তু আলোচনার মাধ্যমে তা চালু করা যেতে পারে ৷ এর জন্য আমাদের ইউনিয়ন মালিক কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনায় বসছে ৷ কিন্তু কর্তৃপক্ষ কোনও দায় নিয়ে চাইছে না ৷ মালিক কর্তৃপক্ষ বারবার বলছে, তাদের টাকা নেই ৷ এর জন্য ইউনিয়নের তরফ থেকে মিল বিক্রি করে দেওয়ার কথাও বলা হয়েছিল কর্তৃপক্ষকে ৷ কিন্তু সেটাও তারা করছে না ৷ আমরা চারমাস ধরে ভুগছি ৷ ছেলেমেয়েক স্কুলে ভর্তি করতে পারছি না ৷ তাই বাধ্য হয়ে আন্দোলন করছি ৷ যদিও এই বিষয়ে পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে ৷

জুটমিল খোলার দাবিতে পথ অবরোধ শ্যামনগরে

আরও পড়ুন, আরও কড়া কমিশন, তিন জেলার নির্বাচনী আধিকারিক বদল

আরেক কর্মী বলেন, ‘‘পিএফের টাকা ঘোটালা করা হয়েছে ৷ পিএফের টাকা জমা হচ্ছে না ৷ কাজও করাচ্ছে না ৷ আমরা কাজ করতে চাই ৷ এখন আমাদের অনাহারে দিন কাটছে ৷ শ্রমিক আবাসনে নূন্যতম পানীয় জলের যোগান দেওয়া হচ্ছে না । এই মিল বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্থ প্রায় তিনহাজার মানুষ । এরপর অনাহারে মরতে হবে ৷’’ অবিলম্বে মিল চালু না হলে আগামী দিনে রেল অবরোধের হুমকি দিয়েছেন শ্রমিকরা ৷

শ্যামনগর, 8 এপ্রিল : জুটমিল খোলার দাবিতে শ্যামনগরে পথ অবরোধ করলেন শ্রমিকরা । বিক্ষোভের কারণে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ ফলে, যানজট সৃষ্টি হয় ৷ পরে জগদ্দল থানার পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায় ।

পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে শ্যামনগরের ওয়েভারলি জুটমিল ৷ অভিযোগ, পিএফ-এর টাকা জমা দিচ্ছে না কর্তৃপক্ষ ৷ এই অভিযোগ তোলার পাশাপাশি আজ জুটমিল খোলার দাবিতে শ্যামনগর পাওয়ার হাউস মোড়ে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷ এক শ্রমিকের অভিযোগ, আমাদের 27 নভেম্বর থেকে মিল বন্ধ ৷ মিল কোনও কারণে বন্ধ হতে পারে ৷ কিন্তু আলোচনার মাধ্যমে তা চালু করা যেতে পারে ৷ এর জন্য আমাদের ইউনিয়ন মালিক কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনায় বসছে ৷ কিন্তু কর্তৃপক্ষ কোনও দায় নিয়ে চাইছে না ৷ মালিক কর্তৃপক্ষ বারবার বলছে, তাদের টাকা নেই ৷ এর জন্য ইউনিয়নের তরফ থেকে মিল বিক্রি করে দেওয়ার কথাও বলা হয়েছিল কর্তৃপক্ষকে ৷ কিন্তু সেটাও তারা করছে না ৷ আমরা চারমাস ধরে ভুগছি ৷ ছেলেমেয়েক স্কুলে ভর্তি করতে পারছি না ৷ তাই বাধ্য হয়ে আন্দোলন করছি ৷ যদিও এই বিষয়ে পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে ৷

জুটমিল খোলার দাবিতে পথ অবরোধ শ্যামনগরে

আরও পড়ুন, আরও কড়া কমিশন, তিন জেলার নির্বাচনী আধিকারিক বদল

আরেক কর্মী বলেন, ‘‘পিএফের টাকা ঘোটালা করা হয়েছে ৷ পিএফের টাকা জমা হচ্ছে না ৷ কাজও করাচ্ছে না ৷ আমরা কাজ করতে চাই ৷ এখন আমাদের অনাহারে দিন কাটছে ৷ শ্রমিক আবাসনে নূন্যতম পানীয় জলের যোগান দেওয়া হচ্ছে না । এই মিল বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্থ প্রায় তিনহাজার মানুষ । এরপর অনাহারে মরতে হবে ৷’’ অবিলম্বে মিল চালু না হলে আগামী দিনে রেল অবরোধের হুমকি দিয়েছেন শ্রমিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.