ETV Bharat / state

পুলিশি হানায় মারধর ও গুলি চালানোর অভিযোগে মাটিকুন্ডায় তৃণমূলের অবরোধ - latest news today

মাটিকুন্ডার ঝলঝলি এলাকায় পুলিশি অভিযানে মহিলাদের মারধর ও গুলি চালানো হয় বলে অভিযোগ ৷ তার প্রতিবাদে স্থানীয়দের নিয়ে মাটিকুন্ডা বাজারে অবরোধ করল তৃণমূল ৷

road block and agitation at islampur matikunda bazar by trinamool congress
পুলিশি হানায় মারধর ও গুলি চালানোর অভিযোগে মাটিকুন্ডায় তৃণমূলের অবরোধ
author img

By

Published : Jul 10, 2021, 1:04 PM IST

রায়গঞ্জ, 10 জুলাই : স্থানীয় বাসিন্দাদের নিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের মাটিকুন্ডা বাজারে ৷ বিক্ষোভকারীদের দাবি, মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় পুলিশি অভিযান হয় ৷ সেই অভিযানে মহিলাদের মারধর করা হয় ৷ গুলিও চালানো হয়৷ বিক্ষোভকারীরা ইসলামপুর থানার আইসি-র ইস্তফা দাবি করেছেন ৷ ঝলঝলি এলাকার জখম মহিলারাও অবরোধ বিক্ষোভে অংশ নেন ।

আরও পড়ুন : চা বাগানের দখল নিয়ে লড়াই, গুলিবিদ্ধ বালক

এই বিক্ষোভের জেরে মাটিকুন্ডা বাজার কার্যত বন্ধের চেহারা নেয় । অভিযোগ, অবরোধ বিক্ষোভের জেরে মাটিকুন্ডা বাজারের দু’টি দোকানে ভাঙচুর । বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও দোকানের ভাঙা কাচ ছোড়েন ৷ ফলে পুলিশ সেখান থেকেই সরে যায় ৷ তবে দীর্ঘক্ষণ পর বিক্ষোভকারীরা নিজেরাই পথ অবরোধ তুলে নেন ।

বিক্ষোভকারী মুজফফর হুসেন বলেন, ‘‘গ্রামে ঢুকে কোনও কারণ ছাড়াই পুলিশ ভাঙচুর করেছে ৷ মহিলাদের মারধর করেছে ৷ গুলি চালিয়েছে ৷ এই আইসি-র সাসপেন্ড চাই ।’’

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসার তদন্তে গঙ্গারামপুরে জাতীয় মানবাধিকার কমিশনের দল

মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের মেহেবুব আলম বলেন, ‘‘আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতে চা-বাগানের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে একজনের গুলি লেগেছে । সেই ঘটনার জেরে কি না বলতে পারব না । তবে ইসলামপুর থানার আইসি পুলিশ নিয়ে ঝলঝলি গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর মহিলাদের মারধর করেছে ৷ এমনকি গুলিও চালিয়েছে । কী কারণ জানি না । এই আইসি আগডিমটি খন্তি, মাটিকুন্ডা-১ ও ২ এই তিনটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অশান্তি জিইয়ে রেখেছে । তাই ঘটনার বিচার চাই এবং এই আইসি-র সাসপেন্ড চাই ।’’

আরও পড়ুন : মমতাকে চাপে রাখতেই কি অমিতের ডেপুটি করা হল নিশীথকে ?

রায়গঞ্জ, 10 জুলাই : স্থানীয় বাসিন্দাদের নিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের মাটিকুন্ডা বাজারে ৷ বিক্ষোভকারীদের দাবি, মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় পুলিশি অভিযান হয় ৷ সেই অভিযানে মহিলাদের মারধর করা হয় ৷ গুলিও চালানো হয়৷ বিক্ষোভকারীরা ইসলামপুর থানার আইসি-র ইস্তফা দাবি করেছেন ৷ ঝলঝলি এলাকার জখম মহিলারাও অবরোধ বিক্ষোভে অংশ নেন ।

আরও পড়ুন : চা বাগানের দখল নিয়ে লড়াই, গুলিবিদ্ধ বালক

এই বিক্ষোভের জেরে মাটিকুন্ডা বাজার কার্যত বন্ধের চেহারা নেয় । অভিযোগ, অবরোধ বিক্ষোভের জেরে মাটিকুন্ডা বাজারের দু’টি দোকানে ভাঙচুর । বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও দোকানের ভাঙা কাচ ছোড়েন ৷ ফলে পুলিশ সেখান থেকেই সরে যায় ৷ তবে দীর্ঘক্ষণ পর বিক্ষোভকারীরা নিজেরাই পথ অবরোধ তুলে নেন ।

বিক্ষোভকারী মুজফফর হুসেন বলেন, ‘‘গ্রামে ঢুকে কোনও কারণ ছাড়াই পুলিশ ভাঙচুর করেছে ৷ মহিলাদের মারধর করেছে ৷ গুলি চালিয়েছে ৷ এই আইসি-র সাসপেন্ড চাই ।’’

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসার তদন্তে গঙ্গারামপুরে জাতীয় মানবাধিকার কমিশনের দল

মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের মেহেবুব আলম বলেন, ‘‘আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতে চা-বাগানের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে একজনের গুলি লেগেছে । সেই ঘটনার জেরে কি না বলতে পারব না । তবে ইসলামপুর থানার আইসি পুলিশ নিয়ে ঝলঝলি গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর মহিলাদের মারধর করেছে ৷ এমনকি গুলিও চালিয়েছে । কী কারণ জানি না । এই আইসি আগডিমটি খন্তি, মাটিকুন্ডা-১ ও ২ এই তিনটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অশান্তি জিইয়ে রেখেছে । তাই ঘটনার বিচার চাই এবং এই আইসি-র সাসপেন্ড চাই ।’’

আরও পড়ুন : মমতাকে চাপে রাখতেই কি অমিতের ডেপুটি করা হল নিশীথকে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.