ETV Bharat / state

"পুলিশের পায়ে ধরেছিলাম, সাহায্য করেনি"; বললেন নিখোঁজ BJP কর্মীর স্ত্রী - wife

পুলিশ দাঁড়িয়ে দেখেছে । আমি পায়ে ধরেছিলাম । কোনও সাহায্য করেনি । বললেন নিখোঁজ BJP কর্মীর স্ত্রী ।

সুপ্রিয়া মণ্ডল
author img

By

Published : Jun 9, 2019, 6:48 PM IST

Updated : Jun 10, 2019, 2:23 AM IST

সন্দেশখালি, 9 জুন : স্বামীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল লোকগুলো । পুলিশের উর্দি পরা লোকগুলোর পা ধরে তখন অঝোরে কাঁদছিলেন সুপ্রিয়া । তাঁর কথায় পাত্তা দেয়নি তাঁরা । কালকের পর থেকে এখনও খোঁজ মেলেনি দেবদাস মণ্ডলের । স্বামীর পরিণতির কথা ভেবে আঁতকে উঠছেন । কাল থেকে দু'চোখের পাতা এক করতে পারেননি । কোথায় মনের মানুষ ? সেই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে সুপ্রিয়া মণ্ডলকে ।

এই সংক্রান্ত আরও খবর : পাঁচমাস আগেই বিয়ে হয়েছিল, এক বুলেটেই স্বপ্ন শেষ

তৃণমূল-BJP সংঘর্ষে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির হাটখালি এলাকা । ঘটনায় নিখোঁজ হয় BJP-র চারজন কর্মী । তাঁদেরই একজন দেবদাস মণ্ডল । আজ সাংবাদিকের সামনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন তাঁর স্ত্রী সুপ্রিয়া মণ্ডল । বলেন, "পুলিশের পায়ে ধরেছিলাম । কিন্তু ওরা কিছু করেনি । উলটে ওরাই আমার স্বামীকে ধরিয়ে দিয়েছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লোকসভা নির্বাচনে নুসরত জাহান জেতায় বুধবার মিছিল বের করার সিদ্ধান্ত নেয় তৃণমূল । এর প্রস্তুতির জন্য গতকাল দক্ষিণ নলকোলা প্রাথমিক বিদ্যালয়ে একটি মিটিং হয় । মিটিং শেষে এলাকায় একটি মিছিল হয় । সেইসময় BJP কর্মী তপন মণ্ডলের দোকানে তৃণমূলের পতাকা লাগাতে গেলে তপনের দাদার সঙ্গে বচসা হয় । শুরু হয় তৃণমূল-BJP সংঘর্ষ । মৃত্যু হয় কায়ুম মোল্লা নামে এক তৃণমূল কর্মীর । তৃণমূলের অভিযোগ, BJP-র দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে । BJP-র পালটা অভিযোগ, তাঁদের তিনজন কর্মীকে খুন করা হয়েছে । নাম সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল ও তপন মণ্ডল । সংঘর্ষের সময় নিখোঁজ হন দেবদাস মণ্ডল-সহ চারজন ।

এই সংক্রান্ত আরও খবর : সন্দেশখালিতে মৃত 4 রাজনৈতিক কর্মী; "মমতাই দায়ি", বললেন মুকুল

আজ দেবদাস মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডলকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন । বলেন, "বাড়ির সামনে মাটি কাটছিল । তখন শাহজাহান আর কাদেরের লোকজন এসে আমার স্বামীকে ধরে নিয়ে চলে যায় । তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না । ওকে মেরে ফেলে কোথাও মনে হয় ভাসিয়ে দিয়েছে । লাশ পাওয়া যায়নি । আমার স্বামী BJP করে । তাই তৃণমূলের লোকেদের রাগ । আমি এখন কাকে নিয়ে বাঁচব । আমার দুই ছেলে কাকে বাবা বলে ডাকবে ?"

সুপ্রিয়ার দাবি, সেইসময় পুলিশ ঘটনাস্থানেই ছিল । পায়ে ধরে কাকুতি মিনতি করেছে । কিন্তু কোনও পদক্ষেপ নেয়নি । তিনি বলেন, "পুলিশের পায়ে ধরেছিলাম । ওরা দাঁড়িয়ে দেখেছে । উলটে পুলিশ তৃণমূলকে সাহায্য করেছে । বলেছে, ওই দেখ । চলে যাচ্ছে ও । ধর ওকে । "

সন্দেশখালি, 9 জুন : স্বামীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল লোকগুলো । পুলিশের উর্দি পরা লোকগুলোর পা ধরে তখন অঝোরে কাঁদছিলেন সুপ্রিয়া । তাঁর কথায় পাত্তা দেয়নি তাঁরা । কালকের পর থেকে এখনও খোঁজ মেলেনি দেবদাস মণ্ডলের । স্বামীর পরিণতির কথা ভেবে আঁতকে উঠছেন । কাল থেকে দু'চোখের পাতা এক করতে পারেননি । কোথায় মনের মানুষ ? সেই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে সুপ্রিয়া মণ্ডলকে ।

এই সংক্রান্ত আরও খবর : পাঁচমাস আগেই বিয়ে হয়েছিল, এক বুলেটেই স্বপ্ন শেষ

তৃণমূল-BJP সংঘর্ষে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির হাটখালি এলাকা । ঘটনায় নিখোঁজ হয় BJP-র চারজন কর্মী । তাঁদেরই একজন দেবদাস মণ্ডল । আজ সাংবাদিকের সামনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন তাঁর স্ত্রী সুপ্রিয়া মণ্ডল । বলেন, "পুলিশের পায়ে ধরেছিলাম । কিন্তু ওরা কিছু করেনি । উলটে ওরাই আমার স্বামীকে ধরিয়ে দিয়েছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লোকসভা নির্বাচনে নুসরত জাহান জেতায় বুধবার মিছিল বের করার সিদ্ধান্ত নেয় তৃণমূল । এর প্রস্তুতির জন্য গতকাল দক্ষিণ নলকোলা প্রাথমিক বিদ্যালয়ে একটি মিটিং হয় । মিটিং শেষে এলাকায় একটি মিছিল হয় । সেইসময় BJP কর্মী তপন মণ্ডলের দোকানে তৃণমূলের পতাকা লাগাতে গেলে তপনের দাদার সঙ্গে বচসা হয় । শুরু হয় তৃণমূল-BJP সংঘর্ষ । মৃত্যু হয় কায়ুম মোল্লা নামে এক তৃণমূল কর্মীর । তৃণমূলের অভিযোগ, BJP-র দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে । BJP-র পালটা অভিযোগ, তাঁদের তিনজন কর্মীকে খুন করা হয়েছে । নাম সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল ও তপন মণ্ডল । সংঘর্ষের সময় নিখোঁজ হন দেবদাস মণ্ডল-সহ চারজন ।

এই সংক্রান্ত আরও খবর : সন্দেশখালিতে মৃত 4 রাজনৈতিক কর্মী; "মমতাই দায়ি", বললেন মুকুল

আজ দেবদাস মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডলকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন । বলেন, "বাড়ির সামনে মাটি কাটছিল । তখন শাহজাহান আর কাদেরের লোকজন এসে আমার স্বামীকে ধরে নিয়ে চলে যায় । তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না । ওকে মেরে ফেলে কোথাও মনে হয় ভাসিয়ে দিয়েছে । লাশ পাওয়া যায়নি । আমার স্বামী BJP করে । তাই তৃণমূলের লোকেদের রাগ । আমি এখন কাকে নিয়ে বাঁচব । আমার দুই ছেলে কাকে বাবা বলে ডাকবে ?"

সুপ্রিয়ার দাবি, সেইসময় পুলিশ ঘটনাস্থানেই ছিল । পায়ে ধরে কাকুতি মিনতি করেছে । কিন্তু কোনও পদক্ষেপ নেয়নি । তিনি বলেন, "পুলিশের পায়ে ধরেছিলাম । ওরা দাঁড়িয়ে দেখেছে । উলটে পুলিশ তৃণমূলকে সাহায্য করেছে । বলেছে, ওই দেখ । চলে যাচ্ছে ও । ধর ওকে । "

sample description
Last Updated : Jun 10, 2019, 2:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.