ETV Bharat / state

Raksha bandhan : শান্তি ফিরে আসুক আফগানিস্তানে, রাখি পরে প্রার্থনা আফগানদের - barasat

রাখি বন্ধনের দিনে আজ ভারতে বসবাসকারী আফগান নাগরিকদের হাতে রাখি পরিয়ে দিল বারাসতের নীলজ্যোতি ও হেল্প ফাউন্ডেশন নামে এক সমাজসেবী সংস্থা ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় ৷

Raksha bandhan Barasat
বারাসতে আফগানদের হাতে রাখি পড়াল ভারতীয়রা
author img

By

Published : Aug 22, 2021, 9:31 PM IST

বারাসত, 22 অগস্ট: তালিবানের হিংসায় জ্বলছে প্রতিবেশী দেশ আফগানিস্তান । তাই, দুঃসময়ে আফগানদের পাশে দাঁড়াতে রাখি বন্ধন উৎসবে শান্তির বার্তা দিলেন ভারতীয় নাগরিকরা। তাঁদের হাতে পরিয়ে দেওয়া হল সৌহার্দ্যের রাখি । রবিবার এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর 24 পরগনার জেলাসদর বারাসত । শুধু তাই নয়, পবিত্র রাখি বন্ধন উৎসবের দিনে তালিবানের হাত থেকে দেশ দখলমুক্ত হোক । রক্তপাতের বদলে দেশে শান্তি ফিরে আসুক সেটাই এখন চাইছেন ভারতে বসবাসকারী আফগানরা ।

আফগানিস্তানে তালিবান জঙ্গিদের আচরণ নিয়েও সরব হয়েছেন তাঁরা। ভারতে নিশ্চিন্তে বসবাস করলেও দেশের এই বিপদে মন একেবারে ভাল নেই আফগানদের । পরিবার, আত্মীয় স্বজনদের দুশ্চিন্তায় তাঁদের মন পড়ে আছে সেখানে । তালিবানি ত্রাসে এখন ত্রস্ত গোটা আফগানিস্তান । কান পাতলেই ভেসে আসছে অহরহ গুলির শব্দ । নিরীহ মানুষের উপর অত্যাচার, খুন, দখলদারি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে সেখানে । তালিবানের তাণ্ডবে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে আফগানদের পাশে দাঁড়াতে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় বারাসতে। নীলজ্যোতি ও হেল্প ফাউন্ডেশন নামে এক সমাজসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই রাখি বন্ধন উৎসবে হাজির ছিলেন ভারতে বসবাসকারী বেশ কয়েকজন আফগান নাগরিক । যাঁরা দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন বারাসতের কাজিপাড়া এলাকায়। তবে,আত্মীয় স্বজন এখনও রয়ে গিয়েছে তালিবানি শাসনে বিধ্বস্ত সেই আফগানিস্তানেই । যার ফলে দুশ্চিন্তা বেড়ে চলেছে তাঁদের । হিংসা বিদ্ধস্ত আফগানিস্তানে শান্তি স্থাপনে এদিন ভারতে বসবাসকারী কয়েকজন আফগানের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে ।

বারাসতে আফগানদের হাতে রাখি পরাল ভারতীয়রা

আরও পড়ুন: পিসি সরকার জুনিয়রের আত্মীয় বলে পরিচয় দিয়ে 53 লক্ষ টাকা প্রতারণা

ভারতীয় বোনেরা রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তাঁদের । অনুষ্ঠানে উপস্থিত বারাসত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়কেও দেখা যায় আফগান শিশুর হাতে রাখি পরিয়ে দিতে। ফলে, রাখি বন্ধন উৎসবে ভারতে বসবাসকারী আফগান এবং এদেশের নাগরিকরা মিলেমিশে একাকার হয়ে গেলেন । ভারতীয় নাগরিকদের হাত থেকে রাখি পরে রীতিমতো আপ্লুত এদেশে বসবাসকারী আফগানরা । তাদেরই একজন মির্জা আহমেদ খান বলেন, "রাখি বন্ধনের মতো এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে খুব ভাল লাগছে । এজন্য উদ্যোক্তাদের ধন্যবাদ। "

বারাসত, 22 অগস্ট: তালিবানের হিংসায় জ্বলছে প্রতিবেশী দেশ আফগানিস্তান । তাই, দুঃসময়ে আফগানদের পাশে দাঁড়াতে রাখি বন্ধন উৎসবে শান্তির বার্তা দিলেন ভারতীয় নাগরিকরা। তাঁদের হাতে পরিয়ে দেওয়া হল সৌহার্দ্যের রাখি । রবিবার এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর 24 পরগনার জেলাসদর বারাসত । শুধু তাই নয়, পবিত্র রাখি বন্ধন উৎসবের দিনে তালিবানের হাত থেকে দেশ দখলমুক্ত হোক । রক্তপাতের বদলে দেশে শান্তি ফিরে আসুক সেটাই এখন চাইছেন ভারতে বসবাসকারী আফগানরা ।

আফগানিস্তানে তালিবান জঙ্গিদের আচরণ নিয়েও সরব হয়েছেন তাঁরা। ভারতে নিশ্চিন্তে বসবাস করলেও দেশের এই বিপদে মন একেবারে ভাল নেই আফগানদের । পরিবার, আত্মীয় স্বজনদের দুশ্চিন্তায় তাঁদের মন পড়ে আছে সেখানে । তালিবানি ত্রাসে এখন ত্রস্ত গোটা আফগানিস্তান । কান পাতলেই ভেসে আসছে অহরহ গুলির শব্দ । নিরীহ মানুষের উপর অত্যাচার, খুন, দখলদারি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে সেখানে । তালিবানের তাণ্ডবে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে আফগানদের পাশে দাঁড়াতে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় বারাসতে। নীলজ্যোতি ও হেল্প ফাউন্ডেশন নামে এক সমাজসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই রাখি বন্ধন উৎসবে হাজির ছিলেন ভারতে বসবাসকারী বেশ কয়েকজন আফগান নাগরিক । যাঁরা দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন বারাসতের কাজিপাড়া এলাকায়। তবে,আত্মীয় স্বজন এখনও রয়ে গিয়েছে তালিবানি শাসনে বিধ্বস্ত সেই আফগানিস্তানেই । যার ফলে দুশ্চিন্তা বেড়ে চলেছে তাঁদের । হিংসা বিদ্ধস্ত আফগানিস্তানে শান্তি স্থাপনে এদিন ভারতে বসবাসকারী কয়েকজন আফগানের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে ।

বারাসতে আফগানদের হাতে রাখি পরাল ভারতীয়রা

আরও পড়ুন: পিসি সরকার জুনিয়রের আত্মীয় বলে পরিচয় দিয়ে 53 লক্ষ টাকা প্রতারণা

ভারতীয় বোনেরা রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তাঁদের । অনুষ্ঠানে উপস্থিত বারাসত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়কেও দেখা যায় আফগান শিশুর হাতে রাখি পরিয়ে দিতে। ফলে, রাখি বন্ধন উৎসবে ভারতে বসবাসকারী আফগান এবং এদেশের নাগরিকরা মিলেমিশে একাকার হয়ে গেলেন । ভারতীয় নাগরিকদের হাত থেকে রাখি পরে রীতিমতো আপ্লুত এদেশে বসবাসকারী আফগানরা । তাদেরই একজন মির্জা আহমেদ খান বলেন, "রাখি বন্ধনের মতো এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে খুব ভাল লাগছে । এজন্য উদ্যোক্তাদের ধন্যবাদ। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.