ETV Bharat / state

Rail Ticket Fraud Arrest : রাজধানী এক্সপ্রেসের টিকিট জাল করে পুলিশের জালে এক - Rail Ticket Fraud Arrest

রাজধানী এক্সপ্রেসের টিকিট জাল করে এক যাত্রীকে দিয়েছিল বছর তিরিশের সাবির আলম মণ্ডল । টিকিটটি পরীক্ষা করতে গিয়ে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের । তারপরই রেল পুলিশের বিশেষ টিমের হাতে ধরা পড়ে জাল টিকিট চক্রের (Rail Ticket Fraud) ওই পাণ্ডা ৷

Rail Ticket Fraud Arrest
রেল পুলিশের বিশেষ টিমের হাতে ধরা পড়ে জাল টিকিট চক্রের ওই পাণ্ডা
author img

By

Published : Nov 27, 2021, 9:36 PM IST

বসিরহাট, 27 নভেম্বর : জাল টিকিটের কারবারের পর্দা ফাঁস করল রেল পুলিশ। জানা গিয়েছে, বিশেষ সফটওয়্যারের সাহায্যে রেলের সাইট হ‍্যাক করে ট্রেনের টিকিট জাল করার কারবার চালাচ্ছিল সাবির আলম নামে এক ব্যবসায়ী । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার উত্তর 24 পরগণার হাসনাবাদের একটি সাইবার ক‍্যাফেতে হানা দেয় রেল পুলিশের বিশেষ টিম । সেখান থেকেই ধরা হয় জাল টিকিট চক্রের এই পাণ্ডাকে ৷ রেল পুলিশ সূত্রে খবর, সাইবার ক‍্যাফের আড়ালেই জাল ট্রেনের টিকিটের ব্যবসা চালাত সাবির আলম । সেখান থেকে জাল টিকিট তৈরির মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে । যদিও পরিবারের দাবি, চক্রান্ত করে প্রতিবন্ধী ওই ব্যবসায়ীকে ফাঁসানো হয়েছে ।

বছর তিরিশের সাবির আলম মণ্ডলের বাড়ি হাসনাবাদ থানার আমলানি পঞ্চায়েতের ঢোলটুকারী গ্রামে । হাসনাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাঁর একটি সাইবার ক‍্যাফে রয়েছে । অভিযোগ, সাইবার ক‍্যাফের ব্যবসার আড়ালে ওই যুবক বিশেষ একটি সফটওয়্যার ব্যবহার করে রেলের টিকিট জাল করতেন । সম্প্রতি দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের টিকিট জাল করে এক যাত্রীকে দেয় সে । রাজধানী এক্সপ্রেসে করে যাওয়ার সময় টিকিটটি পরীক্ষা করতে গিয়ে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের । এরপর ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে সামনে আসে জাল টিকিটের বিষয়টি । ঘটনায় অভিযোগ দায়ের হয় শিয়ালদহ রেল পুলিশে । সেই অভিযোগের তদন্তে নেমেই গ্রেফতার করা হয় সাবির আলমকে ।

আরও পড়ুন : Lakshmir Bhandar Scam : শতাধিক মহিলার লক্ষীর ভান্ডারের টাকা তৃণমূল নেতার স্ত্রী'র অ্যাকাউন্টে, অভিযোগ ঘিরে চাঞ্চল্য

সাইবার ক‍্যাফেটি সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে । এই ঘটনায় বড়সড় কোনও চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান রেল পুলিশের । সেদিকে তাকিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে রেল পুলিশের তরফে।

বসিরহাট, 27 নভেম্বর : জাল টিকিটের কারবারের পর্দা ফাঁস করল রেল পুলিশ। জানা গিয়েছে, বিশেষ সফটওয়্যারের সাহায্যে রেলের সাইট হ‍্যাক করে ট্রেনের টিকিট জাল করার কারবার চালাচ্ছিল সাবির আলম নামে এক ব্যবসায়ী । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার উত্তর 24 পরগণার হাসনাবাদের একটি সাইবার ক‍্যাফেতে হানা দেয় রেল পুলিশের বিশেষ টিম । সেখান থেকেই ধরা হয় জাল টিকিট চক্রের এই পাণ্ডাকে ৷ রেল পুলিশ সূত্রে খবর, সাইবার ক‍্যাফের আড়ালেই জাল ট্রেনের টিকিটের ব্যবসা চালাত সাবির আলম । সেখান থেকে জাল টিকিট তৈরির মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে । যদিও পরিবারের দাবি, চক্রান্ত করে প্রতিবন্ধী ওই ব্যবসায়ীকে ফাঁসানো হয়েছে ।

বছর তিরিশের সাবির আলম মণ্ডলের বাড়ি হাসনাবাদ থানার আমলানি পঞ্চায়েতের ঢোলটুকারী গ্রামে । হাসনাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাঁর একটি সাইবার ক‍্যাফে রয়েছে । অভিযোগ, সাইবার ক‍্যাফের ব্যবসার আড়ালে ওই যুবক বিশেষ একটি সফটওয়্যার ব্যবহার করে রেলের টিকিট জাল করতেন । সম্প্রতি দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের টিকিট জাল করে এক যাত্রীকে দেয় সে । রাজধানী এক্সপ্রেসে করে যাওয়ার সময় টিকিটটি পরীক্ষা করতে গিয়ে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের । এরপর ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে সামনে আসে জাল টিকিটের বিষয়টি । ঘটনায় অভিযোগ দায়ের হয় শিয়ালদহ রেল পুলিশে । সেই অভিযোগের তদন্তে নেমেই গ্রেফতার করা হয় সাবির আলমকে ।

আরও পড়ুন : Lakshmir Bhandar Scam : শতাধিক মহিলার লক্ষীর ভান্ডারের টাকা তৃণমূল নেতার স্ত্রী'র অ্যাকাউন্টে, অভিযোগ ঘিরে চাঞ্চল্য

সাইবার ক‍্যাফেটি সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে । এই ঘটনায় বড়সড় কোনও চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান রেল পুলিশের । সেদিকে তাকিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে রেল পুলিশের তরফে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.