বারাসত, 15 মার্চ: পৌরভোটের মুখে কাটমানি পোস্টার ফিরল বারাসতে ৷ উত্তর 24 পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা জেলার তৃণমূল নেতা নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে পড়ল কাটমানির পোস্টার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত শহরে। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে তৃণমূল ও BJP-র মধ্যে। তবে, যাঁর বিরুদ্ধে পোস্টার সেই নারায়ণ গোস্বামী এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
আজ সকালে বারাসতের টাকি রোডের পাশে একটি বন্ধ দোকানের শাটারে তৃণমূল নেতা নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ তোলা ওই পোস্টারটি স্থানীয় মানুষের নজরে আসে। আশেপাশেও একই ধরনের পোস্টার দেখা যায়। পোস্টারের ঠিক ওপরে "নারায়ণ গোস্বামী চোর" ইত্যাদি লেখা হয়। নিচে লেখা "তোলাবাজি, গোরু পাচারকারীদের দালাল এই নেতার বিরুদ্ধে CBI/CID তদন্ত চাই।" পোস্টারে নেতার সম্পত্তির হিসাবও চাওয়া হয়। পৌরভোটের আগে এই ধরনের পোস্টার সামনে আসতেই শোরগোল পড়ে যায় জেলা শহরের রাজনীতিতে। এই বিষয়ে বারাসত শহর তৃণমূল সভাপতি অশনি মুখোপাধ্যায় বলেন, "BJP এই ধরনের কাজে অভ্যস্ত। তৃণমূল নেতাদের কালিমালিপ্ত করতেই এই পোস্টার৷"
ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের রেশ রয়েছে কিনা জানতে চাওয়া হলে অশনি মুখোপাধ্যায় বলেন, "আমাদের দলের কর্মীরা শৃঙ্খলাপরায়ণ। তাঁরা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না।" তৃণমূলের অভিযোগ অস্বীকার করে BJP-র বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, "শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে খুনখারাপিও বাদ যাচ্ছে না। সেখানে পোস্টার তো সামান্য বিষয়।"