দেগঙ্গা, 1 অক্টোবর: কাটমানি ও দুর্নীতির পোস্টার পড়ে রাজনৈতিক নেতা-নেত্রীদের নামে । এবার সেই কাটমানির পোস্টার পড়ল খোদ BDO-র নামে । উত্তর 24 পরগনার দেগঙ্গার ঘটনা । গতরাতে ওই পোস্টারগুলি লাগানো হয়েছে । আজ সকালে BDO- র অফিস চত্বরে তাঁর নামে কাটমানি ও দুর্নীতির পোস্টার নজরে আসে । পোস্টারের নিচে BJP ও কয়েক জনের নাম লেখা রয়েছে ।
অভিযোগ, BDO সুব্রত মল্লিক আমফানের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের সঠিক তথ্য সামনে আনছেন না । দেগঙ্গা ব্লকের একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের বসার বেঞ্চ ও মিড-ডে-মিলের থালা-বাসন কেনার নামে দুর্নীতি করেছেন । বিষয়টি নিয়ে BJP-র পক্ষ থেকে তথ্য জানার অধিকার আইনে BDO অফিসে আবেদন করা হয় । কিন্তু তিন-চার মাস কেটে গেলেও কোনও তথ্য দেওয়া হচ্ছে না । এরপরই আজ সুব্রতবাবুর বিরুদ্ধে পোস্টার সাঁটানোর বিষয়টি নজরে এসেছে ।
আজ সকালে BDO অফিস চত্বরে একাধিক পোস্টার দেখা যায় । তাতে লেখা রয়েছে, "দুর্নীতির টাকায় ফ্ল্যাট কেনা হয়েছে । BDO তুমি জবাব দাও।" "RTI করার পরেও সঠিক তথ্য সামনে আনা হচ্ছে না কেন ? BDO তুমি জবাব দাও ।" এগুলি ছাড়াও একাধিক পোস্টার পড়েছে । BJP-র বারাসত সাংগঠনিক জেলার সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেন, "আমফানে দেগঙ্গায় ব্যাপক দুর্নীতি হয়েছে । আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা দেখাতে বলেছিলাম । BDO দেখাননি । ব্লকের সমস্ত স্কুলে বেঞ্চ কেনার জন্য কোটি টাকার উপর খরচ হয়েছে । সেখানে টেন্ডারে ব্যাপক অস্বচ্ছতা রয়েছে । আমরা সঠিক তথ্য জানার জন্য 15 জুন তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলাম । তিন-চার মাস পেরিয়ে গিয়েছে । BDO সেই তথ্যও জানাননি। আমরা মনে করি, তিনি চরম দুর্নীতি করছেন । সরকারি টাকা নিয়ে হরিলুট চলছে ।"
এই বিষয়ে সুব্রত মল্লিক বলেন, "যে সব প্রকল্প নিয়ে অভিযোগ তোলা হচ্ছে, সেগুলি আমার সময় হয়নি । আগেই হয়েছে । আমার সময় যতটুকু কাজ হয়েছে, তা টেন্ডারের মাধ্যমেই হয়েছে । আমি স্বচ্ছতা নিয়েই কাজ করি ।" তথ্য জানার অধিকার আইন লঙ্ঘনের ব্যাপারে তিনি বলেন, "যাঁরা তথ্যের জন্য আবেদন করেছেন, তাঁরা ট্রেজারিতে প্রয়োজনীয় টাকা জমা দেননি । তাই, তাঁদের উত্তর দেওয়া হয়নি ।"