ETV Bharat / state

Portable X-Ray Machine at Barasat Hospital : বারাসত হাসপাতালে পোর্টেবল এক্স-রে মেশিন, খুশি রোগীরা - Portable X Ray Machine installed at Barasat Hospital

রোগীকে এক্স-রে করতে আর বাইরে যেতে হবে না ৷ বারাসত হাসপাতালে এল পোর্টেবল এক্স-রে মেশিন (Portable X Ray Machine installed at Barasat Hospital) ৷ এই মেশিনের সাহায্যে এবার রোগীদের কাছে গিয়েই এক্স-রে করা হচ্ছে ৷

Portable X-Ray Machine at Barasat Hospital
বারাসত হাসপাতালে পোর্টেবল এক্স-রে মেশিন
author img

By

Published : Dec 29, 2021, 10:53 PM IST

বারাসত, 29 ডিসেম্বর : রোগী ভর্তি এক জায়গায়, আর এক্স-রে করাতে নিয়ে যাওয়া আরেক জায়গায় ৷ এর ফলে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল রোগী ও তাঁর পরিজনদের ৷ কখনও কখনও সঙ্কটাপন্ন রোগীদের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকত ৷ এবার সেইসব সমস্যা মেটাতে বারাসত জেলা হাসপাতালে এল পোর্টেবল এক্স-রে মেশিন (Portable X Ray Machine installed at Barasat Hospital) ।

রোগীদের সুবিধার্থেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বারাসত জেলা হাসপাতালে । যার ফলে রোগীকে এক্স-রে করতে আর ওয়ার্ডের বাইরে যেতে হচ্ছে না । হাতের কাছেই ওই মেশিনের সাহায্যে এক্স-রে করিয়ে রিপোর্ট তুলে দেওয়া হচ্ছে রোগীর পরিজনের হাতে । এর ফলে একদিকে রোগীর সমস্যা যেমন মিটছে, অন্যদিকে তেমনই চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের । হাসপাতালের এই উদ্যোগে খুশি রোগী ও তাঁদের পরিজন ।

আরও পড়ুন : Duare Ambulance In Bhatpara: ভাটপাড়ায় চালু হল 'দুয়ারে অ্যাম্বুলেন্স' পরিষেবা

এতদিন ওয়ার্ডের বাইরে হাসপাতালের এক্স-রে সেন্টারে গিয়ে রোগীকে এক্স-রে করতে হত । যার ফলে অসুবিধার সম্মুখীন হতেন অধিকাংশ রোগী । ঝুঁকিও থাকত সঙ্কটাপন্ন রোগীর ক্ষেত্রে । বিষয়টি নিয়ে উদ্যোগী হন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । এরপরই এই সমস্যা মেটাতে রাজ্য সরকারের সহযোগিতায় কয়েক লাখ টাকা ব্যয়ে পোর্টেবল এক্স-রে মেশিন বসানো হয় বারাসত হাসপাতালের ওয়ার্ডে ।

আধুনিক মানের ওই এক্স-রে মেশিন দিয়ে পরিষেবা দেওয়ার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ রোগীর প্রয়োজনমতো টেকনিশিয়ান বিভিন্ন ওয়ার্ড ঘুরিয়ে সেটির মাধ্যমে এক্স-রে করাচ্ছেন ৷
আরও পড়ুন : জটিল রোগের অস্ত্রোপচার করে রোগীকে নতুন জীবন দিল বারাসত হাসপাতাল

এই বিষয়ে সনাতন মণ্ডল নামে এক রোগী বলেন, "খুব ভাল উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । এতে আমরা খুব খুশি । এক্স-রের জন্য আর আমাদের বাইরে যেতে হচ্ছে না । হাতের কাছেই এক্স-রে হয়ে যাচ্ছে । চিকিৎসার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হচ্ছে ।"

বারাসত হাসপাতালে পোর্টেবল এক্স-রে মেশিন
বিষয়টি নিয়ে বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, "এই উদ্যোগ মূলত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের । তাঁর উদ্যোগেই এটা সম্ভব হয়েছে । রোগীর সুবিধা এবং তাঁদের পরিষেবার দিকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে এসেছি । এটা তারই অঙ্গ । এই মেশিন ওয়ার্ডে বসানোর ফলে রোগীদের সুবিধা তো হচ্ছেই, সেই সঙ্গে চিকিৎসকরাও যাবতীয় চিকিৎসা পরিষেবা শুরু করতে পারছেন । রোগীরা ঠিকমতো পরিষেবা পেলেই আমরা আনন্দিত ।"

আরও পড়ুন : Fake Identity : অ্যাসিস্টেন্ট সুপার পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা, মারধর করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল জনতা

বারাসত, 29 ডিসেম্বর : রোগী ভর্তি এক জায়গায়, আর এক্স-রে করাতে নিয়ে যাওয়া আরেক জায়গায় ৷ এর ফলে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল রোগী ও তাঁর পরিজনদের ৷ কখনও কখনও সঙ্কটাপন্ন রোগীদের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকত ৷ এবার সেইসব সমস্যা মেটাতে বারাসত জেলা হাসপাতালে এল পোর্টেবল এক্স-রে মেশিন (Portable X Ray Machine installed at Barasat Hospital) ।

রোগীদের সুবিধার্থেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বারাসত জেলা হাসপাতালে । যার ফলে রোগীকে এক্স-রে করতে আর ওয়ার্ডের বাইরে যেতে হচ্ছে না । হাতের কাছেই ওই মেশিনের সাহায্যে এক্স-রে করিয়ে রিপোর্ট তুলে দেওয়া হচ্ছে রোগীর পরিজনের হাতে । এর ফলে একদিকে রোগীর সমস্যা যেমন মিটছে, অন্যদিকে তেমনই চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের । হাসপাতালের এই উদ্যোগে খুশি রোগী ও তাঁদের পরিজন ।

আরও পড়ুন : Duare Ambulance In Bhatpara: ভাটপাড়ায় চালু হল 'দুয়ারে অ্যাম্বুলেন্স' পরিষেবা

এতদিন ওয়ার্ডের বাইরে হাসপাতালের এক্স-রে সেন্টারে গিয়ে রোগীকে এক্স-রে করতে হত । যার ফলে অসুবিধার সম্মুখীন হতেন অধিকাংশ রোগী । ঝুঁকিও থাকত সঙ্কটাপন্ন রোগীর ক্ষেত্রে । বিষয়টি নিয়ে উদ্যোগী হন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । এরপরই এই সমস্যা মেটাতে রাজ্য সরকারের সহযোগিতায় কয়েক লাখ টাকা ব্যয়ে পোর্টেবল এক্স-রে মেশিন বসানো হয় বারাসত হাসপাতালের ওয়ার্ডে ।

আধুনিক মানের ওই এক্স-রে মেশিন দিয়ে পরিষেবা দেওয়ার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ রোগীর প্রয়োজনমতো টেকনিশিয়ান বিভিন্ন ওয়ার্ড ঘুরিয়ে সেটির মাধ্যমে এক্স-রে করাচ্ছেন ৷
আরও পড়ুন : জটিল রোগের অস্ত্রোপচার করে রোগীকে নতুন জীবন দিল বারাসত হাসপাতাল

এই বিষয়ে সনাতন মণ্ডল নামে এক রোগী বলেন, "খুব ভাল উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । এতে আমরা খুব খুশি । এক্স-রের জন্য আর আমাদের বাইরে যেতে হচ্ছে না । হাতের কাছেই এক্স-রে হয়ে যাচ্ছে । চিকিৎসার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হচ্ছে ।"

বারাসত হাসপাতালে পোর্টেবল এক্স-রে মেশিন
বিষয়টি নিয়ে বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, "এই উদ্যোগ মূলত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের । তাঁর উদ্যোগেই এটা সম্ভব হয়েছে । রোগীর সুবিধা এবং তাঁদের পরিষেবার দিকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে এসেছি । এটা তারই অঙ্গ । এই মেশিন ওয়ার্ডে বসানোর ফলে রোগীদের সুবিধা তো হচ্ছেই, সেই সঙ্গে চিকিৎসকরাও যাবতীয় চিকিৎসা পরিষেবা শুরু করতে পারছেন । রোগীরা ঠিকমতো পরিষেবা পেলেই আমরা আনন্দিত ।"

আরও পড়ুন : Fake Identity : অ্যাসিস্টেন্ট সুপার পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা, মারধর করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল জনতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.