ETV Bharat / state

আমডাঙায় নিহত তৃণমূল নেতার গাড়ি ফরেনসিক পরীক্ষায় পাঠাল পুলিশ - আমডাঙা

Amdanga TMC Leader Murder: বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার আমডাঙায় খুন হন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল ৷ সেই সময় রূপচাঁদ মণ্ডলের গাড়িটি তাঁর সঙ্গেই ছিল ৷ শনিবার সেই গাড়ি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাল পুলিশ ৷

Amdanga TMC Leader Murder
Amdanga TMC Leader Murder
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 8:07 PM IST

আমডাঙায় নিহত তৃণমূল নেতার গাড়ি ফরেনসিক পরীক্ষায় পাঠাল পুলিশ

আমডাঙা (উত্তর 24 পরগনা), 18 নভেম্বর: আমডাঙা খুন-কাণ্ডে অবশেষে টনক নড়ল পুলিশ-প্রশাসনের । খুনের একদিন পর নিহত তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলের‌ নীল রঙের সুইফট ডিজায়ার গাড়িটি ফরেন্সিকের জন্য আমডাঙা থানায় নিয়ে গিয়েছেন তদন্তকারী অফিসারেরা । তার আগে অবশ্য সেই গাড়িটি নিয়ে যাওয়া হয়েছিল সোনাডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে । এমনটাই জানাচ্ছেন নিহতের পরিবারের সদস্যরা ।

কিন্তু, ঘটনার পরপরই কেন তৃণমূল নেতার গাড়িটি বাজেয়াপ্ত করা হল না তদন্তের স্বার্থে ? কেনই বা গাড়িটি নিয়ে যাওয়া হয়েছিল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের‌ বাড়িতে ? যার উত্তর মেলেনি এখনও । এই নিয়ে পুলিশের পদস্থ কর্তারাও কোনও উচ্চবাচ‍্য করেননি । তবে, ওই গাড়িটি আপাতত আমডাঙা থানায় রাখা থাকলেও এখনও তার ফরেন্সিক পরীক্ষা হয়নি বলেই খবর পুলিশ সূত্রে ।

ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় নীল রঙের এই সুইফট ডিজায়ার গাড়িতে চেপেই কামদেবপুর হাটে বাজার করতে গিয়েছিলেন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল । বাজার করার আগে হাটের উল্টোদিকে একটি ওষুধের দোকানের সামনে বসেছিলেন তিনি । সেই সময় একটি ফোন আসে তৃণমূল নেতার মোবাইলে । ফোন পেয়ে 34 নম্বর জাতীয় সড়ক পার হয়ে গাড়ির কাছাকাছি আসতেই অতর্কিতে হামলা চালানো হয় ওই পঞ্চায়েত প্রধানের ওপর । তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে পরপর বোমাও ছোঁড়ে আততায়ীরা ।

সেই বোমার আঘাতেই মৃত্যু হয় তাঁর । ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তার ধারেই রাখা ছিল তৃণমূল নেতার সুইফট ডিজায়ার গাড়িটি । এরপর ঘটনাস্থল থেকে সেই গাড়িটি নিয়ে চলে যাওয়া হয় সোনাডাঙায় রূপচাঁদ মণ্ডলের বাড়িতে । কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে নিহত তৃণমূল নেতার গাড়িটি পৌঁছে গেল তাঁর বাড়িতে ? এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও তার সদুত্তর মেলেনি নিহতের পরিবার কিংবা পুলিশ প্রশাসনের তরফে ।

এই বিষয়ে নিহত তৃণমূল নেতার বড়ভাই সুকচাঁদ আলি মণ্ডল বলেন, "গাড়িটি ওঁর (রূপচাঁদ মণ্ডল)-ই । ঘটনার আগে ওই গাড়িতে চেপেই কামদেবপুর হাটে গিয়েছিল । গাড়িটি রাস্তার ধারে দাঁড় করানো ছিল । বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ও (রূপচাঁদ) যখন গাড়িতে উঠতে যাবে, তখনই হামলা চালানো হয় ভাইয়ের ওপর । খুনের পর থেকে গাড়িটি বাড়িতেই ছিল । শনিবার পুলিশ এসে গাড়িটি আমডাঙা থানায় নিয়ে যায় তদন্ত করবে বলে । প্রায় পাঁচ বছর ধরে এই গাড়িতে করেই ও (রূপচাঁদ) যাতায়াত করত । গাড়িটি ভাইয়ের অত‍্যন্ত শখের ছিল । নতুনই কিনেছিল ৷"

এদিকে, তৃণমূল নেতার সুইফট ডিজায়ার গাড়ির নথি সংক্রান্ত তথ্য অনুযায়ী, গাড়িটির বয়স মাত্র 5 বছর 1 মাস 14 দিন । গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ডব্লিউবি 26 বিবি 2352 । রেজিস্ট্রেশন হয়েছে বেহালার এআরটিও অফিস থেকে । 2018 সালের 4 অক্টোবর গাড়িটির রেজিস্ট্রেশন করেন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল । গাড়ির ফিটনেস রয়েছে 2033 সালের 3 অক্টোবর অবধি । নীল রঙের এই সুইফট ডিজার গাড়িটি কেনা হয়েছিল নগদেই !

Amdanga TMC Leader Murder
রূপচাঁদ মণ্ডলের গাড়ির তথ্য

অন‍্যদিকে, খুনের ঘটনার পরপরই অভিযুক্ত আফতাবের সোনাডাঙার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ । বিষয়টি নিয়ে জলঘোলা হতে পারে, এই ভেবে পরে নিহত রূপচাঁদ মণ্ডলের লোকজনই আগুন নিভিয়ে দিয়ে পরিস্থিতির সামাল দেন বলে জানা গিয়েছে স্থানীয় একটি সূত্র থেকে । সেই ঘটনা প্রকাশ্যে আসতেই শনিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায় । আগুনে আধপোড়া আফতাবের বাড়ির জানলার ছবি যাতে সাংবাদিকদের কাছে না পৌঁছায় তারও তৎপরতায় খামতি ছিল না । তার জন্য মোড়ে মোড়ে নজরদারি চলছিল সাংবাদিকদের ওপর । যা নিয়ে এদিন দিনভর সরগরম ছিল আমডাঙা চত্বর ।

এই নিয়ে বারাসত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "খুনের পর তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল । কিন্তু যথাসময়ে পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দিয়েছে । আইনশৃঙ্খলার যাতে কোনোভাবে অবনতি না হয় সেদিকে পুলিশ প্রশাসন সজাগ রয়েছে । আগুন লাগানোর ঘটনা নিয়ে কোনও অভিযোগ এখনও পর্যন্ত হয়নি । অভিযোগ এলে নিশ্চয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ৷"

আরও পড়ুন:

  1. জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক
  2. নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের অঞ্চল সভাপতির

আমডাঙায় নিহত তৃণমূল নেতার গাড়ি ফরেনসিক পরীক্ষায় পাঠাল পুলিশ

আমডাঙা (উত্তর 24 পরগনা), 18 নভেম্বর: আমডাঙা খুন-কাণ্ডে অবশেষে টনক নড়ল পুলিশ-প্রশাসনের । খুনের একদিন পর নিহত তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলের‌ নীল রঙের সুইফট ডিজায়ার গাড়িটি ফরেন্সিকের জন্য আমডাঙা থানায় নিয়ে গিয়েছেন তদন্তকারী অফিসারেরা । তার আগে অবশ্য সেই গাড়িটি নিয়ে যাওয়া হয়েছিল সোনাডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে । এমনটাই জানাচ্ছেন নিহতের পরিবারের সদস্যরা ।

কিন্তু, ঘটনার পরপরই কেন তৃণমূল নেতার গাড়িটি বাজেয়াপ্ত করা হল না তদন্তের স্বার্থে ? কেনই বা গাড়িটি নিয়ে যাওয়া হয়েছিল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের‌ বাড়িতে ? যার উত্তর মেলেনি এখনও । এই নিয়ে পুলিশের পদস্থ কর্তারাও কোনও উচ্চবাচ‍্য করেননি । তবে, ওই গাড়িটি আপাতত আমডাঙা থানায় রাখা থাকলেও এখনও তার ফরেন্সিক পরীক্ষা হয়নি বলেই খবর পুলিশ সূত্রে ।

ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় নীল রঙের এই সুইফট ডিজায়ার গাড়িতে চেপেই কামদেবপুর হাটে বাজার করতে গিয়েছিলেন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল । বাজার করার আগে হাটের উল্টোদিকে একটি ওষুধের দোকানের সামনে বসেছিলেন তিনি । সেই সময় একটি ফোন আসে তৃণমূল নেতার মোবাইলে । ফোন পেয়ে 34 নম্বর জাতীয় সড়ক পার হয়ে গাড়ির কাছাকাছি আসতেই অতর্কিতে হামলা চালানো হয় ওই পঞ্চায়েত প্রধানের ওপর । তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে পরপর বোমাও ছোঁড়ে আততায়ীরা ।

সেই বোমার আঘাতেই মৃত্যু হয় তাঁর । ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তার ধারেই রাখা ছিল তৃণমূল নেতার সুইফট ডিজায়ার গাড়িটি । এরপর ঘটনাস্থল থেকে সেই গাড়িটি নিয়ে চলে যাওয়া হয় সোনাডাঙায় রূপচাঁদ মণ্ডলের বাড়িতে । কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে নিহত তৃণমূল নেতার গাড়িটি পৌঁছে গেল তাঁর বাড়িতে ? এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও তার সদুত্তর মেলেনি নিহতের পরিবার কিংবা পুলিশ প্রশাসনের তরফে ।

এই বিষয়ে নিহত তৃণমূল নেতার বড়ভাই সুকচাঁদ আলি মণ্ডল বলেন, "গাড়িটি ওঁর (রূপচাঁদ মণ্ডল)-ই । ঘটনার আগে ওই গাড়িতে চেপেই কামদেবপুর হাটে গিয়েছিল । গাড়িটি রাস্তার ধারে দাঁড় করানো ছিল । বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ও (রূপচাঁদ) যখন গাড়িতে উঠতে যাবে, তখনই হামলা চালানো হয় ভাইয়ের ওপর । খুনের পর থেকে গাড়িটি বাড়িতেই ছিল । শনিবার পুলিশ এসে গাড়িটি আমডাঙা থানায় নিয়ে যায় তদন্ত করবে বলে । প্রায় পাঁচ বছর ধরে এই গাড়িতে করেই ও (রূপচাঁদ) যাতায়াত করত । গাড়িটি ভাইয়ের অত‍্যন্ত শখের ছিল । নতুনই কিনেছিল ৷"

এদিকে, তৃণমূল নেতার সুইফট ডিজায়ার গাড়ির নথি সংক্রান্ত তথ্য অনুযায়ী, গাড়িটির বয়স মাত্র 5 বছর 1 মাস 14 দিন । গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ডব্লিউবি 26 বিবি 2352 । রেজিস্ট্রেশন হয়েছে বেহালার এআরটিও অফিস থেকে । 2018 সালের 4 অক্টোবর গাড়িটির রেজিস্ট্রেশন করেন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল । গাড়ির ফিটনেস রয়েছে 2033 সালের 3 অক্টোবর অবধি । নীল রঙের এই সুইফট ডিজার গাড়িটি কেনা হয়েছিল নগদেই !

Amdanga TMC Leader Murder
রূপচাঁদ মণ্ডলের গাড়ির তথ্য

অন‍্যদিকে, খুনের ঘটনার পরপরই অভিযুক্ত আফতাবের সোনাডাঙার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ । বিষয়টি নিয়ে জলঘোলা হতে পারে, এই ভেবে পরে নিহত রূপচাঁদ মণ্ডলের লোকজনই আগুন নিভিয়ে দিয়ে পরিস্থিতির সামাল দেন বলে জানা গিয়েছে স্থানীয় একটি সূত্র থেকে । সেই ঘটনা প্রকাশ্যে আসতেই শনিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায় । আগুনে আধপোড়া আফতাবের বাড়ির জানলার ছবি যাতে সাংবাদিকদের কাছে না পৌঁছায় তারও তৎপরতায় খামতি ছিল না । তার জন্য মোড়ে মোড়ে নজরদারি চলছিল সাংবাদিকদের ওপর । যা নিয়ে এদিন দিনভর সরগরম ছিল আমডাঙা চত্বর ।

এই নিয়ে বারাসত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "খুনের পর তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল । কিন্তু যথাসময়ে পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দিয়েছে । আইনশৃঙ্খলার যাতে কোনোভাবে অবনতি না হয় সেদিকে পুলিশ প্রশাসন সজাগ রয়েছে । আগুন লাগানোর ঘটনা নিয়ে কোনও অভিযোগ এখনও পর্যন্ত হয়নি । অভিযোগ এলে নিশ্চয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ৷"

আরও পড়ুন:

  1. জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক
  2. নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের অঞ্চল সভাপতির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.