ETV Bharat / state

পানীয় জলের নকল ফিল্টারের কারবার দত্তপুকুরে

খদ্দের টানতে দোকানের বাইরে টাঙানো হয়েছিল সাইনবোর্ডও । যেখানে লেখা ছিল, জলের একমাত্র উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বর্ষা ওয়াটার সার্ভিস ।

author img

By

Published : Jul 6, 2021, 10:24 PM IST

পানীয় জলের নকল ফিল্টার
পানীয় জলের নকল ফিল্টার

দত্তপুকুর, 6 জুলাই : দীর্ঘদিন ধরে পানীয় জলের নকল ফিল্টার ও তার যন্ত্রাংশের কারবার চলছিল । মঙ্গলবার সেই অবৈধ কারবারের পর্দা ফাঁস করল দত্তপুকুর থানার পুলিশ । হাতেনাতে ধরা হয়েছে কারবারির মাথা গনেশ দাসকে । সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পানীয় জলের নকল ফিল্টার এবং তার যন্ত্রাংশও ।

পুলিশ সূত্রে খবর, ভিন রাজ্য থেকে কম দামে পানীয় জলের ফিল্টার এনে তাতে নামী-দামী কোম্পানির স্টিকার সাঁটিয়ে বিক্রি করা হত বিভিন্ন বাজারে । এদিন অভিযান চালিয়ে সেই নকল কারবারেরই পর্দা ফাঁস করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পানীয় জলের নকল ফিল্টার
একটি দোকান ভাড়া নিয়েই চলছিল নকল ফিল্টারের কারবার

দত্তপুকুরের গঙ্গাপুরে একটি দোকান ভাড়া নিয়ে এই কারবার চালাচ্ছিল গনেশ দাস‌ । এর জন্য জেলার ফুড সেফটি আধিকারিকদের কোনও অনুমতি ছিল না বলে অভিযোগ । খদ্দের টানতে দোকানের বাইরে টাঙানো হয়েছিল সাইনবোর্ডও । যেখানে লেখা ছিল, জলের একমাত্র উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বর্ষা ওয়াটার সার্ভিস । স্বভাবতই, মানুষের ভরসা জোগাতেই এমন পন্থা হাতে নেওয়া হয়েছিল ধারণা সকলের ।

আরও পড়ুন : দেশে মাত্রাছাড়া জল-দূষণ, সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ

সেখানে নকলের কারবার চললেও এলাকাবাসীর মনে কোনও সন্দেহ দেখা দেয়নি । এদিন দুপুরে পুলিশের একটি টিম হানা দেয় ওই দোকানে । দোকানে প্রবেশ করে তাজ্জব বনে যান পুলিশের তদন্তকারী অফিসাররা । দেখেন, দোকানের ভিতর সারি সারি সাজানো পানীয় জলের নকল ফিল্টার ও তার যন্ত্রাংশ । তাতে আবার সাঁটানো নামী-দামী কোম্পানির স্টিকার ।এরপরই দোকানটি সিল করে দেওয়া হয় পুলিশের তরফে । পাশাপাশি সেখান থেকে প্রায় 200 টি পানীয় জলের নকল ফিল্টার ও তার যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয় । উদ্ধার হয়েছে নামী-দামী কোম্পানির বেশকিছু স্টিকারও ।

পানীয় জলের নকল ফিল্টার
কম দামে পানীয় জলের ফিল্টার এনে তাতে নামী-দামী কোম্পানির স্টিকার সাঁটিয়ে বিক্রি করা হত

এদিকে, ওই দোকান থেকে নিম্নমানের যে ধরনের ফিল্টার বাজেয়াপ্ত হয়েছে । সেই ফিল্টারের ব্যবহার করা জল খেলে পেটের অসুখ ও কিডনির সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছে দত্তপুকুর থানার পুলিশ ।

দত্তপুকুর, 6 জুলাই : দীর্ঘদিন ধরে পানীয় জলের নকল ফিল্টার ও তার যন্ত্রাংশের কারবার চলছিল । মঙ্গলবার সেই অবৈধ কারবারের পর্দা ফাঁস করল দত্তপুকুর থানার পুলিশ । হাতেনাতে ধরা হয়েছে কারবারির মাথা গনেশ দাসকে । সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পানীয় জলের নকল ফিল্টার এবং তার যন্ত্রাংশও ।

পুলিশ সূত্রে খবর, ভিন রাজ্য থেকে কম দামে পানীয় জলের ফিল্টার এনে তাতে নামী-দামী কোম্পানির স্টিকার সাঁটিয়ে বিক্রি করা হত বিভিন্ন বাজারে । এদিন অভিযান চালিয়ে সেই নকল কারবারেরই পর্দা ফাঁস করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পানীয় জলের নকল ফিল্টার
একটি দোকান ভাড়া নিয়েই চলছিল নকল ফিল্টারের কারবার

দত্তপুকুরের গঙ্গাপুরে একটি দোকান ভাড়া নিয়ে এই কারবার চালাচ্ছিল গনেশ দাস‌ । এর জন্য জেলার ফুড সেফটি আধিকারিকদের কোনও অনুমতি ছিল না বলে অভিযোগ । খদ্দের টানতে দোকানের বাইরে টাঙানো হয়েছিল সাইনবোর্ডও । যেখানে লেখা ছিল, জলের একমাত্র উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বর্ষা ওয়াটার সার্ভিস । স্বভাবতই, মানুষের ভরসা জোগাতেই এমন পন্থা হাতে নেওয়া হয়েছিল ধারণা সকলের ।

আরও পড়ুন : দেশে মাত্রাছাড়া জল-দূষণ, সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ

সেখানে নকলের কারবার চললেও এলাকাবাসীর মনে কোনও সন্দেহ দেখা দেয়নি । এদিন দুপুরে পুলিশের একটি টিম হানা দেয় ওই দোকানে । দোকানে প্রবেশ করে তাজ্জব বনে যান পুলিশের তদন্তকারী অফিসাররা । দেখেন, দোকানের ভিতর সারি সারি সাজানো পানীয় জলের নকল ফিল্টার ও তার যন্ত্রাংশ । তাতে আবার সাঁটানো নামী-দামী কোম্পানির স্টিকার ।এরপরই দোকানটি সিল করে দেওয়া হয় পুলিশের তরফে । পাশাপাশি সেখান থেকে প্রায় 200 টি পানীয় জলের নকল ফিল্টার ও তার যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয় । উদ্ধার হয়েছে নামী-দামী কোম্পানির বেশকিছু স্টিকারও ।

পানীয় জলের নকল ফিল্টার
কম দামে পানীয় জলের ফিল্টার এনে তাতে নামী-দামী কোম্পানির স্টিকার সাঁটিয়ে বিক্রি করা হত

এদিকে, ওই দোকান থেকে নিম্নমানের যে ধরনের ফিল্টার বাজেয়াপ্ত হয়েছে । সেই ফিল্টারের ব্যবহার করা জল খেলে পেটের অসুখ ও কিডনির সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছে দত্তপুকুর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.