সোদপুর, 16 মে : কার্যত লকডাউনের জন্য মদ মজুত করাকে কেন্দ্র করে বচসা বাধল সোদপুর কাঁচকল মোড় ও বিটি রোডের মদের দোকানগুলিতে। ঘটনায় পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। রাজ্যে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। সাধারণ মানুষ যখন প্রাণ বাঁচাতে গৃহবন্দি। তখন রাজ্যের সুরাপ্রেমীদের এই কাজ নানা মহলে প্রশ্ন তুলে দিচ্ছে।
করোনার আক্রান্তের ভয়-আর্থিক সঙ্কট, সবকিছুর ঊর্ধ্বে প্রধান হয়ে দাঁড়াল মদ্যপান। মানুষের মুখে মুখে শোনা গিয়েছিল এই লকডাউনের কারণে আর্থিক সঙ্কট। সবকিছুকে পাশে রেখে লাইনে দাঁড়িয়ে পড়ল রাজ্যের সুরাপ্রেমীরা।
আরও পড়ুন:সিপিআইএমের কার্যালয় দখলের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
মদ্যপান এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে তারা ভুলে গেল মানুষের করোনার নিয়মবিধি দূরত্ব না রেখে মদের দোকানের সামনে দাঁড়িয়ে দেখা গেল কে আগে পাবে তার লড়াই। আবার কোথাও লাইনের জেরে স্তব্ধ হয়ে গেল বিটি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার যান চলাচল। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করল এবং দেখা গেল সবশেষে রাস্তায় পড়ে থাকা কিছু জুতো। এই জুতোই প্রমাণ দিচ্ছে সাধারণ মানুষ লকডাউনের আর্থিক সঙ্কটকে ভয় পাচ্ছে না তাদের মনের ভয় মাদকদ্রব্য কোথা থেকে পাবে তা নিয়ে।