ETV Bharat / state

Duttapukur Slapgate: দত্তপুকুর চড়-কাণ্ডে এবার আক্রান্তের বিরুদ্ধেই পালটা অভিযোগ দায়ের থানায় - Duttapukur Slapgate

দত্তপুকুর (Duttapukur) চড়-কাণ্ডে এবার আক্রান্তের বিরুদ্ধেই পালটা অভিযোগ দায়ের হল পুলিশের কাছে ৷ অথচ চড় মারায় অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ ৷ এই নিয়ে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর ৷

Duttapukur Slapgate
Duttapukur Slapgate
author img

By

Published : Jan 16, 2023, 7:17 PM IST

Updated : Jan 16, 2023, 8:20 PM IST

ত্তপুকুর চড় কাণ্ডে এবার আক্রান্তের বিরুদ্ধেই পালটা অভিযোগ দায়ের থানায়

দত্তপুকুর (উত্তর 24 পরগনা), 16 জানুয়ারি: চড়-কাণ্ডে এবার আক্রান্তের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ দায়ের হল উত্তর 24 পরগনার দত্তপুকুর থানায় (Police Complaint lodged against Duttapukur Slapgate Victim) । গৌতম মুখোপাধ্যায় নামে ইছাপুর-নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকার এক বাসিন্দা এই অভিযোগ দায়ের করেছেন । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আক্রান্ত বিজেপি (BJP) নেতা সাগর বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে ।

এর আগে চড়-কাণ্ডে অভিযুক্ত তৃণমূল (Trinamool Congress) কর্মী শিবম রায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছিল দত্তপুকুর থানায় । সেই ঘটনার দু'দিন কেটে যাওয়ার পরও পুলিশের কাছে অধরাই রয়ে গিয়েছেন অভিযুক্ত ওই তৃণমূল কর্মী । তারই মধ্যে আক্রান্তের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের হওয়ায় ঘটনা নতুন মোড় নিল বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

শনিবার উত্তর 24 পরগনার দত্তপুকুরের নীলগঞ্জ সাইবনা এলাকায় চলছিল 'দিদির সুরক্ষা কবচ'-কর্মসূচি (Didir Surakhsa Kawach) । সেই কর্মসূচিতে 'দিদির দূত'-হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ‍্যমন্ত্রী রথীন ঘোষ । সেখানেই এলাকার অনুন্নয়ন এবং স্থানীয় নন্দদুলাল মন্দিরের সংস্কার নিয়ে অভিযোগ জানাতে গিয়ে দিদির দূতেদের হাতে আক্রান্ত হতে হয় স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা সাগর বিশ্বাসকে ।

Duttapukur Slapgate
সাগর বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র

অভিযোগ, কর্মসূচি চলাকালীন আচমকাই সাগরের গালে সপাটে চড় কষিয়ে বসেন তৃণমূল কর্মী শিবম রায় । এমনকি আক্রান্ত ওই বিজেপি নেতাকে ঘাড় ধাক্কা দিতে দিতে বের করে নিয়ে যাওয়া হয় মন্দির চত্বর থেকে । নিমেষে ঘটনার সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বাঁধে । পরে অবশ্য আক্রান্তের পিঠ চাপড়ে ক্ষমা চেয়ে নেন মন্ত্রী রথীন ঘোষ । যদিও তাতে বিতর্ক পিছু ছাড়েনি । ঘটনার জেরে শনিবার গেরুয়া শিবিরের দিনভর আন্দোলনে তেতে ছিল নীলগঞ্জের সুভাষনগর এলাকা ।

আন্দোলনের পাশাপাশি চড়কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগও দায়ের করা হয় বিজেপির তরফে । তারপর কেটে গিয়েছে 48 ঘণ্টারও বেশি সময় । এখনও অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায়ের হদিস পায়নি পুলিশ । তারই মধ্যে এবার আক্রান্তের বিরুদ্ধেই পালটা মামলা দায়ের হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিজেপি নেতা সাগর বিশ্বাস ও তাঁর পরিবারের লোকেরা ।

আক্রান্ত বিজেপি নেতা সাগর বিশ্বাস বলেন, "এটাই এখন রীতি হয়ে দাঁড়িয়েছে তৃণমূল সরকারের আমলে । মন্ত্রীর সামনেই আমাকে মন্দির চত্বরে প্রকাশ্যে সকলের সামনে চড় মারা হল । তার কোনও সুবিচার হল না এখনও । অথচ আমার বিরুদ্ধেই পালটা অভিযোগ দায়ের হল স্থানীয় থানায় । এটা ভেবেই আশ্চর্য লাগছে। রাজ্যে অরাজকতা চলছে । এখানে বিরোধীরা কোনও অভাব অভিযোগ করতে গেলেই তাঁকে মার খেতে হচ্ছে ! কোন রাজ্যে আমরা বাস করছি ?"

Duttapukur Slapgate
সাগর বিশ্বাস

ওই বিজেপি নেতার কথায়, "ঘটনার দিন কোনও রাজনৈতিক পরিচয় নিয়ে নন্দদুলাল মন্দিরে যাইনি । মন্দির কমিটির একজন প্রতিনিধি হিসেবেই সেখানে উপস্থিত ছিলাম । সেটাই যদি আমার অপরাধ হয় তাহলে আর কী বলব ! মিথ্যা অভিযোগ দায়ের করে আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে । পুলিশ, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে সেটাই সকলে চাই । কিন্তু এখানে পুলিশ সম্পূর্ণ শাসকদলের তাঁবেদারি করে চলছে । এটাই সবচেয়ে খারাপ লাগছে ৷"

এদিকে, ছেলের পাশে দাঁড়িয়ে আক্রান্ত সাগরের বৃদ্ধ মা মনোরমা বিশ্বাস বলেন, "আমার ছেলে কোনও অন‍্যায় করেনি । সে ঘটনার দিন গিয়েছিল মন্দিরের বিষয়ে কিছু কথা বলতে । অথচ তাঁকেই মন্ত্রীর সামনে আঘাত করা হল ! কেন মারা হল তার প্রতিবাদ হওয়া উচিত । অভিযুক্ত শাসকদলের সঙ্গে যুক্ত থাকার কারণেই পুলিশ তাকে বাঁচাতে চাইছে । আমরা অভিযুক্তের দ্রুত গ্রেফতারের দাবি তুলছি ৷"

আরও পড়ুন: চড়-কাণ্ডের 24 ঘণ্টা পার! এখনও অধরা অভিযুক্ত

ত্তপুকুর চড় কাণ্ডে এবার আক্রান্তের বিরুদ্ধেই পালটা অভিযোগ দায়ের থানায়

দত্তপুকুর (উত্তর 24 পরগনা), 16 জানুয়ারি: চড়-কাণ্ডে এবার আক্রান্তের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ দায়ের হল উত্তর 24 পরগনার দত্তপুকুর থানায় (Police Complaint lodged against Duttapukur Slapgate Victim) । গৌতম মুখোপাধ্যায় নামে ইছাপুর-নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকার এক বাসিন্দা এই অভিযোগ দায়ের করেছেন । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আক্রান্ত বিজেপি (BJP) নেতা সাগর বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে ।

এর আগে চড়-কাণ্ডে অভিযুক্ত তৃণমূল (Trinamool Congress) কর্মী শিবম রায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছিল দত্তপুকুর থানায় । সেই ঘটনার দু'দিন কেটে যাওয়ার পরও পুলিশের কাছে অধরাই রয়ে গিয়েছেন অভিযুক্ত ওই তৃণমূল কর্মী । তারই মধ্যে আক্রান্তের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের হওয়ায় ঘটনা নতুন মোড় নিল বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

শনিবার উত্তর 24 পরগনার দত্তপুকুরের নীলগঞ্জ সাইবনা এলাকায় চলছিল 'দিদির সুরক্ষা কবচ'-কর্মসূচি (Didir Surakhsa Kawach) । সেই কর্মসূচিতে 'দিদির দূত'-হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ‍্যমন্ত্রী রথীন ঘোষ । সেখানেই এলাকার অনুন্নয়ন এবং স্থানীয় নন্দদুলাল মন্দিরের সংস্কার নিয়ে অভিযোগ জানাতে গিয়ে দিদির দূতেদের হাতে আক্রান্ত হতে হয় স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা সাগর বিশ্বাসকে ।

Duttapukur Slapgate
সাগর বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র

অভিযোগ, কর্মসূচি চলাকালীন আচমকাই সাগরের গালে সপাটে চড় কষিয়ে বসেন তৃণমূল কর্মী শিবম রায় । এমনকি আক্রান্ত ওই বিজেপি নেতাকে ঘাড় ধাক্কা দিতে দিতে বের করে নিয়ে যাওয়া হয় মন্দির চত্বর থেকে । নিমেষে ঘটনার সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বাঁধে । পরে অবশ্য আক্রান্তের পিঠ চাপড়ে ক্ষমা চেয়ে নেন মন্ত্রী রথীন ঘোষ । যদিও তাতে বিতর্ক পিছু ছাড়েনি । ঘটনার জেরে শনিবার গেরুয়া শিবিরের দিনভর আন্দোলনে তেতে ছিল নীলগঞ্জের সুভাষনগর এলাকা ।

আন্দোলনের পাশাপাশি চড়কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগও দায়ের করা হয় বিজেপির তরফে । তারপর কেটে গিয়েছে 48 ঘণ্টারও বেশি সময় । এখনও অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায়ের হদিস পায়নি পুলিশ । তারই মধ্যে এবার আক্রান্তের বিরুদ্ধেই পালটা মামলা দায়ের হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিজেপি নেতা সাগর বিশ্বাস ও তাঁর পরিবারের লোকেরা ।

আক্রান্ত বিজেপি নেতা সাগর বিশ্বাস বলেন, "এটাই এখন রীতি হয়ে দাঁড়িয়েছে তৃণমূল সরকারের আমলে । মন্ত্রীর সামনেই আমাকে মন্দির চত্বরে প্রকাশ্যে সকলের সামনে চড় মারা হল । তার কোনও সুবিচার হল না এখনও । অথচ আমার বিরুদ্ধেই পালটা অভিযোগ দায়ের হল স্থানীয় থানায় । এটা ভেবেই আশ্চর্য লাগছে। রাজ্যে অরাজকতা চলছে । এখানে বিরোধীরা কোনও অভাব অভিযোগ করতে গেলেই তাঁকে মার খেতে হচ্ছে ! কোন রাজ্যে আমরা বাস করছি ?"

Duttapukur Slapgate
সাগর বিশ্বাস

ওই বিজেপি নেতার কথায়, "ঘটনার দিন কোনও রাজনৈতিক পরিচয় নিয়ে নন্দদুলাল মন্দিরে যাইনি । মন্দির কমিটির একজন প্রতিনিধি হিসেবেই সেখানে উপস্থিত ছিলাম । সেটাই যদি আমার অপরাধ হয় তাহলে আর কী বলব ! মিথ্যা অভিযোগ দায়ের করে আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে । পুলিশ, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে সেটাই সকলে চাই । কিন্তু এখানে পুলিশ সম্পূর্ণ শাসকদলের তাঁবেদারি করে চলছে । এটাই সবচেয়ে খারাপ লাগছে ৷"

এদিকে, ছেলের পাশে দাঁড়িয়ে আক্রান্ত সাগরের বৃদ্ধ মা মনোরমা বিশ্বাস বলেন, "আমার ছেলে কোনও অন‍্যায় করেনি । সে ঘটনার দিন গিয়েছিল মন্দিরের বিষয়ে কিছু কথা বলতে । অথচ তাঁকেই মন্ত্রীর সামনে আঘাত করা হল ! কেন মারা হল তার প্রতিবাদ হওয়া উচিত । অভিযুক্ত শাসকদলের সঙ্গে যুক্ত থাকার কারণেই পুলিশ তাকে বাঁচাতে চাইছে । আমরা অভিযুক্তের দ্রুত গ্রেফতারের দাবি তুলছি ৷"

আরও পড়ুন: চড়-কাণ্ডের 24 ঘণ্টা পার! এখনও অধরা অভিযুক্ত

Last Updated : Jan 16, 2023, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.