ETV Bharat / state

আমডাঙায় তৃণমূল নেতা খুনে ডোমকল থেকে গ্রেফতার খাঁচাওয়ালা আফতাব - উত্তর 24 পরগনা

Amdanga TMC Leader Murder Case: আট দিনের মাথায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান খুনে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম আলমগীর শেখ ওরফে আফতাব ওরফে খাঁচাওয়ালা আফতাব ৷ বাংলাদেশে পালানোর ছক কষেছিল বলে পুলিশের দাবি ।

Amdanga TMC Leader Murder Case
Amdanga TMC Leader Murder Case
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 5:27 PM IST

আমডাঙা, 24 নভেম্বর: তৃণমূল নেতা খুনে লাগাতার বিক্ষোভ এবং আন্দোলন । এই পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের আট দিনের মাথায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর 24 পরগনার আমডাঙা থানার পুলিশ । ধৃতের নাম আলমগীর শেখ ওরফে আফতাব ।

শুক্রবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের ডোমকল থেকে গ্রেফতার করা হয় পলাতক এই দুষ্কৃতীকে ৷ পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা খুনের ঘটনায় যে চারজনের বিরুদ্ধে আমডাঙা থানায় এফআইআর হয়েছিল, তার মধ্যে দু-নম্বরে নাম ছিল আলমগীর শেখের ।

এর আগে এই খুনের ঘটনায় এফআইআর-এ নাম থাকা আনোয়ার হোসেন মণ্ডলকে গ্রেফতার করেছিল পুলিশ । এবার পুলিশের হাতে ধরা পড়ল আলমগীর শেখ নামে আরেক অভিযুক্ত । তবে, তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত তোয়েব আলি মণ্ডল এবং পাপ্পু নামে আরও দুই অভিযুক্ত এখনও পলাতক । তাঁদের হদিস পেতে কোমর বেঁধে নেমেছে তদন্তকারী অফিসারেরা ।

Amdanga TMC Leader Murder Case
নিহত রূপচাঁদ মণ্ডল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আলমগীর শেখের পৈতৃক বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে । সেখানকার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । বিশেষত এর মধ্যে উল্লেখযোগ্য বোমাবাজির ঘটনা । দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলা পুলিশ হন‍্যে হয়ে খুঁজছিল আলমগীর শেখকে । যদিও তাঁর হদিস মেলেনি । তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল খুনে ফের তাঁর উঠে আসায় ঘটনার পরপরই গা-ঢাকা দেওয়ার জন্য আলমগীর বেছে নেন মুর্শিদাবাদ জেলাকেই । এর কারণ অবশ্যই সীমান্তবর্তী জেলা । ফলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ডোমকল হয়ে ভারতের সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালানোর ছক ছিল আফতাব শেখের । কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ।

সূত্রের খবর, যে কোনও ধরনের বোমা তৈরি করতে সিদ্ধহস্ত ছিলেন এই আলমগীর । পঞ্চায়েত ভোটের আগে আমডাঙা-সহ সন্নিহিত এলাকায় বোমা উদ্ধার ও বোমাবাজির ঘটনায় তাঁর হাত রয়েছে বলে অনুমান পুলিশের । এমনকি, তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল খুনে যে বোমা ব‍্যবহার করা হয়েছিল সেই বোমা প্রস্তুত করেছিলেন ধৃত আলমগীর শেখ । তাঁকে জেরা করে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে ।

Amdanga TMC Leader Murder Case
ধৃত আলমগীর শেখ

সূত্র মারফত আরও জানা যাচ্ছে, আলমগীরের আদি বাড়ি মুর্শিদাবাদে হলেও তিনি বেশ কয়েকবছর ধরে আমডাঙার সোনাডাঙায় থাকছিলেন পরিবার নিয়ে । সেখানে মুরগির খাঁচা তৈরি করতেন তিনি । সেই কারণে সোনাডাঙা এলাকায় তিনি খাঁচাওয়ালা আফতাব নামেও পরিচিত ছিল । ধৃতকে জেরা করে পুলিশ আরও জানতে পেরেছে, ঘটনার দিন অর্থাৎ 17 নভেম্বর কামদেবপুর হাট সংলগ্ন এলাকাতেই উপস্থিত ছিলেন এই আফতাব শেখ । এর পরপরই জনবহুল সেই এলাকাতে বোমা মেরে খুন করা হয় আমডাঙার তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে । ফলে, তৃণমূল নেতা খুনে আলমগীর শেখ-ও যে ওতপ্রোতভাবে জড়িত তা নিয়ে কোনও সন্দেহ-ই নেই পুলিশের ।

এদিকে, ধৃত আলমগীর শেখের সঙ্গে গ্রেফতার হওয়া আরেক অভিযুক্ত আনোয়ার হোসেন মণ্ডলকে মুখোমুখি বসিয়ে এই খুনের কিনারা করতে চাইছে আমডাঙা থানার পুলিশ । সেই কারণে ধৃত আলমগীর শেখকে নিজেদের হেফাজতে নিতে শুক্রবার দুপুরে তাঁকে বারাসত জেলা আদালতে পেশ করেছে পুলিশ ।

আরও পড়ুন:

  1. নির্দল প্রার্থী থেকে সোজা তৃণমূলের পঞ্চায়েত প্রধান! নিহত শাসক-নেতা রূপচাঁদের‌ জীবন যেন বলিউডি থ্রিলার
  2. আমডাঙায় নিহত তৃণমূল নেতার গাড়ি ফরেনসিক পরীক্ষায় পাঠাল পুলিশ
  3. তৃণমূল প্রধান রূপচাঁদ মণ্ডল খুনে প্রবল হচ্ছে শাসকের গোষ্ঠী কোন্দল, ক্ষুব্ধ অর্জুনও

আমডাঙা, 24 নভেম্বর: তৃণমূল নেতা খুনে লাগাতার বিক্ষোভ এবং আন্দোলন । এই পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের আট দিনের মাথায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর 24 পরগনার আমডাঙা থানার পুলিশ । ধৃতের নাম আলমগীর শেখ ওরফে আফতাব ।

শুক্রবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের ডোমকল থেকে গ্রেফতার করা হয় পলাতক এই দুষ্কৃতীকে ৷ পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা খুনের ঘটনায় যে চারজনের বিরুদ্ধে আমডাঙা থানায় এফআইআর হয়েছিল, তার মধ্যে দু-নম্বরে নাম ছিল আলমগীর শেখের ।

এর আগে এই খুনের ঘটনায় এফআইআর-এ নাম থাকা আনোয়ার হোসেন মণ্ডলকে গ্রেফতার করেছিল পুলিশ । এবার পুলিশের হাতে ধরা পড়ল আলমগীর শেখ নামে আরেক অভিযুক্ত । তবে, তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত তোয়েব আলি মণ্ডল এবং পাপ্পু নামে আরও দুই অভিযুক্ত এখনও পলাতক । তাঁদের হদিস পেতে কোমর বেঁধে নেমেছে তদন্তকারী অফিসারেরা ।

Amdanga TMC Leader Murder Case
নিহত রূপচাঁদ মণ্ডল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আলমগীর শেখের পৈতৃক বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে । সেখানকার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । বিশেষত এর মধ্যে উল্লেখযোগ্য বোমাবাজির ঘটনা । দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলা পুলিশ হন‍্যে হয়ে খুঁজছিল আলমগীর শেখকে । যদিও তাঁর হদিস মেলেনি । তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল খুনে ফের তাঁর উঠে আসায় ঘটনার পরপরই গা-ঢাকা দেওয়ার জন্য আলমগীর বেছে নেন মুর্শিদাবাদ জেলাকেই । এর কারণ অবশ্যই সীমান্তবর্তী জেলা । ফলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ডোমকল হয়ে ভারতের সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালানোর ছক ছিল আফতাব শেখের । কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ।

সূত্রের খবর, যে কোনও ধরনের বোমা তৈরি করতে সিদ্ধহস্ত ছিলেন এই আলমগীর । পঞ্চায়েত ভোটের আগে আমডাঙা-সহ সন্নিহিত এলাকায় বোমা উদ্ধার ও বোমাবাজির ঘটনায় তাঁর হাত রয়েছে বলে অনুমান পুলিশের । এমনকি, তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল খুনে যে বোমা ব‍্যবহার করা হয়েছিল সেই বোমা প্রস্তুত করেছিলেন ধৃত আলমগীর শেখ । তাঁকে জেরা করে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে ।

Amdanga TMC Leader Murder Case
ধৃত আলমগীর শেখ

সূত্র মারফত আরও জানা যাচ্ছে, আলমগীরের আদি বাড়ি মুর্শিদাবাদে হলেও তিনি বেশ কয়েকবছর ধরে আমডাঙার সোনাডাঙায় থাকছিলেন পরিবার নিয়ে । সেখানে মুরগির খাঁচা তৈরি করতেন তিনি । সেই কারণে সোনাডাঙা এলাকায় তিনি খাঁচাওয়ালা আফতাব নামেও পরিচিত ছিল । ধৃতকে জেরা করে পুলিশ আরও জানতে পেরেছে, ঘটনার দিন অর্থাৎ 17 নভেম্বর কামদেবপুর হাট সংলগ্ন এলাকাতেই উপস্থিত ছিলেন এই আফতাব শেখ । এর পরপরই জনবহুল সেই এলাকাতে বোমা মেরে খুন করা হয় আমডাঙার তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে । ফলে, তৃণমূল নেতা খুনে আলমগীর শেখ-ও যে ওতপ্রোতভাবে জড়িত তা নিয়ে কোনও সন্দেহ-ই নেই পুলিশের ।

এদিকে, ধৃত আলমগীর শেখের সঙ্গে গ্রেফতার হওয়া আরেক অভিযুক্ত আনোয়ার হোসেন মণ্ডলকে মুখোমুখি বসিয়ে এই খুনের কিনারা করতে চাইছে আমডাঙা থানার পুলিশ । সেই কারণে ধৃত আলমগীর শেখকে নিজেদের হেফাজতে নিতে শুক্রবার দুপুরে তাঁকে বারাসত জেলা আদালতে পেশ করেছে পুলিশ ।

আরও পড়ুন:

  1. নির্দল প্রার্থী থেকে সোজা তৃণমূলের পঞ্চায়েত প্রধান! নিহত শাসক-নেতা রূপচাঁদের‌ জীবন যেন বলিউডি থ্রিলার
  2. আমডাঙায় নিহত তৃণমূল নেতার গাড়ি ফরেনসিক পরীক্ষায় পাঠাল পুলিশ
  3. তৃণমূল প্রধান রূপচাঁদ মণ্ডল খুনে প্রবল হচ্ছে শাসকের গোষ্ঠী কোন্দল, ক্ষুব্ধ অর্জুনও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.