ETV Bharat / state

Child Death: শাসনে খেলতে গিয়ে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

author img

By

Published : Aug 13, 2021, 11:57 AM IST

খেলতে গিয়ে বাড়ির কাছে ডোবার জলে পড়ে মৃত্যু হল দুই শিশুর । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার শাসনের‌ দাদপুরে ৷ ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসীরা ৷

Child Death
শাসনে খেলতে গিয়ে ডোবায় পড়ে মৃত্যু দুই শিশুর

শাসন, 13 অগস্ট: খেলতে গিয়ে বাড়ির কাছে ডোবায় পড়ে মৃত্যু হল দুই শিশুর । মৃত ওই দুই শিশুর নাম সাহিল আলি (3) এবং রবিউল আলি (4) । সম্পর্কে এরা খুড়তুতো ভাই । গতকাল মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার শাসনে । একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসত-2 নম্বর ব্লকের দাদপুরে বাড়ি সাহিল এবং রবিউলদের । সাহিল ও রবিউলের দু'জনের বাবাই পেশায় চাষি । প্রতিদিনের মতো এদিন সকালেও চাষের জন্য মাঠে গিয়েছিলেন দুই ভাই গোলাম আলি এবং মিরাজুল আলি । পরিবারের লোকেরা ব্যস্ত ছিলেন অন্য কাজে । সেই সময় বাড়ির উঠোনে খেলছিলেন সাহিল ও রবিউল । খেলতে খেলতে আচমকাই পরিবারের সদস্যদের অলক্ষ্যে বাড়ি লাগোয়া পাশের আম বাগানে চলে যায় দু'জনে । সেখানেই খেলতে গিয়ে ডোবার জলে পড়ে যায় ওই দুই শিশু । বেশ কিছুক্ষণ পর বাড়ির উঠোনে দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা । খুঁজতে খুঁজতে পাশের আমবাগানে গিয়ে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন ডোবার জলে পড়ে রয়েছে দু'জনে ।

আরও পড়ুন: টাকি পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন, আহত 3

এরপরেই তড়িঘড়ি দুই শিশুকে ডোবা থেকে তুলে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা । মৃত সাহিলের বাবা গোলাম আলি বলেন, "কিভাবে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছি না । সব শেষ হয়ে গেল আমাদের ।" মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া শাসনের‌ দাদপুরে ।

শাসন, 13 অগস্ট: খেলতে গিয়ে বাড়ির কাছে ডোবায় পড়ে মৃত্যু হল দুই শিশুর । মৃত ওই দুই শিশুর নাম সাহিল আলি (3) এবং রবিউল আলি (4) । সম্পর্কে এরা খুড়তুতো ভাই । গতকাল মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার শাসনে । একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসত-2 নম্বর ব্লকের দাদপুরে বাড়ি সাহিল এবং রবিউলদের । সাহিল ও রবিউলের দু'জনের বাবাই পেশায় চাষি । প্রতিদিনের মতো এদিন সকালেও চাষের জন্য মাঠে গিয়েছিলেন দুই ভাই গোলাম আলি এবং মিরাজুল আলি । পরিবারের লোকেরা ব্যস্ত ছিলেন অন্য কাজে । সেই সময় বাড়ির উঠোনে খেলছিলেন সাহিল ও রবিউল । খেলতে খেলতে আচমকাই পরিবারের সদস্যদের অলক্ষ্যে বাড়ি লাগোয়া পাশের আম বাগানে চলে যায় দু'জনে । সেখানেই খেলতে গিয়ে ডোবার জলে পড়ে যায় ওই দুই শিশু । বেশ কিছুক্ষণ পর বাড়ির উঠোনে দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা । খুঁজতে খুঁজতে পাশের আমবাগানে গিয়ে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন ডোবার জলে পড়ে রয়েছে দু'জনে ।

আরও পড়ুন: টাকি পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন, আহত 3

এরপরেই তড়িঘড়ি দুই শিশুকে ডোবা থেকে তুলে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা । মৃত সাহিলের বাবা গোলাম আলি বলেন, "কিভাবে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছি না । সব শেষ হয়ে গেল আমাদের ।" মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া শাসনের‌ দাদপুরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.