ETV Bharat / state

ডাকাতির ছক বানচাল, গোরডাঙায় ধৃত 4 সশস্ত্র দুষ্কৃতী - miscreants were arrested from Gobardanga

ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দেশি পাইপগান, কার্তুজ, হাঁসুয়া, ভোজালি এবং লোহার রড ৷

ডাকাত
ডাকাত
author img

By

Published : Nov 11, 2020, 8:19 AM IST

গোবরডাঙা, 11 নভেম্বর : ডাকাতির আগেই চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । উত্তর 24 পরগনার গোবরডাঙা থানার মছলন্দপুর থেকে তাদের ধরা হয় ।

ধৃত দুষ্কৃতীরা হল রিপন ব্যাপারী, রঞ্জিত রানা, কৃষ্ণ হালদার ও প্রধান ভট্টাচার্য । ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, একটি হাঁসুয়া, একটি ভোজালি এবং লোহার রড বাজেয়াপ্ত করা হয়েছে ।

সোমবার রাতে গোবরডাঙা থানার মছলন্দপুর তদন্তকেন্দ্রের আধিকারিক চিন্তামণি নস্করের কাছে খবর আসে, সাদপুর এলাকায় একটি ক্লাবের কাছে কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে । এরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায় ৷ দূর থেকে দুষ্কৃতীদের গতিবিধির উপরে নজর রাখতে শুরু করে ৷ পরে তাদের ঘিরে ফেলে ৷ দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের তাড়া করে ধরে ফেলে ৷ ধৃত রিপনের বাড়ি হাবড়ার বাণীপুর ইতনা কলোনি এলাকায় । রঞ্জিত ও কৃষ্ণ দু'জনের বাড়ি অশোকনগরে ৷ প্রধানের বাড়ি অশোকনগরের দক্ষিণপল্লিতে । ধৃত ওই চার দুষ্কৃতী ডাকাতির উদ্দেশে ওই এলাকায় জড়ো হয়েছিল ।

ধৃতদের গতকাল বারাসত আদালতে তোলা হলে তাদের সাতদিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

গোবরডাঙা, 11 নভেম্বর : ডাকাতির আগেই চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । উত্তর 24 পরগনার গোবরডাঙা থানার মছলন্দপুর থেকে তাদের ধরা হয় ।

ধৃত দুষ্কৃতীরা হল রিপন ব্যাপারী, রঞ্জিত রানা, কৃষ্ণ হালদার ও প্রধান ভট্টাচার্য । ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, একটি হাঁসুয়া, একটি ভোজালি এবং লোহার রড বাজেয়াপ্ত করা হয়েছে ।

সোমবার রাতে গোবরডাঙা থানার মছলন্দপুর তদন্তকেন্দ্রের আধিকারিক চিন্তামণি নস্করের কাছে খবর আসে, সাদপুর এলাকায় একটি ক্লাবের কাছে কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে । এরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায় ৷ দূর থেকে দুষ্কৃতীদের গতিবিধির উপরে নজর রাখতে শুরু করে ৷ পরে তাদের ঘিরে ফেলে ৷ দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের তাড়া করে ধরে ফেলে ৷ ধৃত রিপনের বাড়ি হাবড়ার বাণীপুর ইতনা কলোনি এলাকায় । রঞ্জিত ও কৃষ্ণ দু'জনের বাড়ি অশোকনগরে ৷ প্রধানের বাড়ি অশোকনগরের দক্ষিণপল্লিতে । ধৃত ওই চার দুষ্কৃতী ডাকাতির উদ্দেশে ওই এলাকায় জড়ো হয়েছিল ।

ধৃতদের গতকাল বারাসত আদালতে তোলা হলে তাদের সাতদিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.