ETV Bharat / state

আরোগ্য সেতু অ্যাপে আধার রেজিস্ট্রেশনে অন্যজনের নাম, অভিযোগ দায়ের - আরোগ্য সেতু অ্যাপে আধার রেজিস্ট্রেশন

বারাসত-ব্যারাকপুর রোডে বাড়ি বিশ্বরূপ মজুমদারের । সম্প্রতি টিকা নেওয়ার জন্য আরোগ্য সেতু অ্যাপে রেজিস্ট্রেশন করান তিনি । কিন্তু, তারপরই টিকা নিতে গিয়ে ঘটে বিপত্তি । বিশ্বরূপ জানতে পারেন, রেজিস্ট্রেশনে তাঁর আধার কার্ডের লিংক করা রয়েছে অন্য কারোর নামে ।

আরোগ্য সেতু অ্যাপে বিপত্তি
আরোগ্য সেতু অ্যাপে বিপত্তি
author img

By

Published : Jul 1, 2021, 7:14 AM IST

বারাসত, 1 জুলাই : ফের টিকাকরণ নিয়ে সমস্যা সম্মুখীন সাধারণ মানুষ ৷ এবার আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন করতে গিয়ে বিপত্তি ৷ রেজিস্ট্রেশনে একজনের আধার কার্ডের লিংকের জায়গায় রয়েছে অন্য একজনের নাম । এমনই উদ্ভুত ঘটনা ঘটেছে বারাসতের এক বাসিন্দার সঙ্গে । ঘটনার পর থেকেই উদ্বিগ্ন বিশ্বরূপ মজুমদার নামে ওই ব্যক্তি । পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি । অভিযোগ দায়ের করেছেন বারাসত থানায় । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

বারাসত-ব্যারাকপুর রোডে বাড়ি বিশ্বরূপের । সম্প্রতি টিকা নেওয়ার জন্য আরোগ্য সেতু অ্যাপে রেজিস্ট্রেশন করান তিনি । কিন্তু, তারপরই টিকা নিতে গিয়ে ঘটে বিপত্তি । বিশ্বরূপ জানতে পারেন, রেজিস্ট্রেশনে তাঁর আধার কার্ডের লিংক করা রয়েছে অন্য কারোর নামে । স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি । ঘটনায় বিপদের মুখে পড়তে হবে না তো?এই সুযোগে কেউ আবার অপরাধ সংগঠিত করবে না তো?এমনই সব প্রশ্ন মনে জাগতে শুরু করে বিশ্বরূপের মনে । শেষে বিপদের আশঙ্কায় এদিন বারাসত থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ।

আরও পড়ুন : Delta Plus Variant : বারাসতে ডেল্টা প্লাস ? ভাইরাল পোস্টকে ভুয়ো বলে দাবি পৌরসভার

এই বিষয়ে বিশ্বরূপ বলেন, " ভুল করে হয়তো এটা ঘটতে পারে । তা সত্ত্বেও যেহেতু আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিংক করা আছে, তাই কেউ আমার আধার কার্ডের নম্বর লিংক করে কোনও অপরাধ সংগঠিত করতেই পারে । তখন আমাকেই বিপদের মুখে পড়তে হবে । সেই চিন্তা করেই আগেভাগে অভিযোগ দায়ের করে রাখলাম ৷ যাতে বিপদ এড়ানো যায় ।’’ অভিযোগ পেয়ে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বারাসত থানার পুলিশ ।

বারাসত, 1 জুলাই : ফের টিকাকরণ নিয়ে সমস্যা সম্মুখীন সাধারণ মানুষ ৷ এবার আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন করতে গিয়ে বিপত্তি ৷ রেজিস্ট্রেশনে একজনের আধার কার্ডের লিংকের জায়গায় রয়েছে অন্য একজনের নাম । এমনই উদ্ভুত ঘটনা ঘটেছে বারাসতের এক বাসিন্দার সঙ্গে । ঘটনার পর থেকেই উদ্বিগ্ন বিশ্বরূপ মজুমদার নামে ওই ব্যক্তি । পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি । অভিযোগ দায়ের করেছেন বারাসত থানায় । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

বারাসত-ব্যারাকপুর রোডে বাড়ি বিশ্বরূপের । সম্প্রতি টিকা নেওয়ার জন্য আরোগ্য সেতু অ্যাপে রেজিস্ট্রেশন করান তিনি । কিন্তু, তারপরই টিকা নিতে গিয়ে ঘটে বিপত্তি । বিশ্বরূপ জানতে পারেন, রেজিস্ট্রেশনে তাঁর আধার কার্ডের লিংক করা রয়েছে অন্য কারোর নামে । স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি । ঘটনায় বিপদের মুখে পড়তে হবে না তো?এই সুযোগে কেউ আবার অপরাধ সংগঠিত করবে না তো?এমনই সব প্রশ্ন মনে জাগতে শুরু করে বিশ্বরূপের মনে । শেষে বিপদের আশঙ্কায় এদিন বারাসত থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ।

আরও পড়ুন : Delta Plus Variant : বারাসতে ডেল্টা প্লাস ? ভাইরাল পোস্টকে ভুয়ো বলে দাবি পৌরসভার

এই বিষয়ে বিশ্বরূপ বলেন, " ভুল করে হয়তো এটা ঘটতে পারে । তা সত্ত্বেও যেহেতু আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিংক করা আছে, তাই কেউ আমার আধার কার্ডের নম্বর লিংক করে কোনও অপরাধ সংগঠিত করতেই পারে । তখন আমাকেই বিপদের মুখে পড়তে হবে । সেই চিন্তা করেই আগেভাগে অভিযোগ দায়ের করে রাখলাম ৷ যাতে বিপদ এড়ানো যায় ।’’ অভিযোগ পেয়ে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বারাসত থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.