ETV Bharat / state

পুলিশি জুলুমের অভিযোগে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবরোধ, লাঠিচার্জ - BIrati

পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করল বিরাটির ছোটো ফিঙ্গা এলাকার বাসিন্দারা । অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে । এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায় । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ৷

বিরাটি
author img

By

Published : Sep 30, 2019, 11:40 PM IST

নিমতা, 30 সেপ্টেম্বর: নিমতা থানার পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করল বিরাটির ছোটো ফিঙ্গা এলাকার বাসিন্দারা । আজ সকাল 9টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা । অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে । এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায় । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ৷

স্থানীয় বাসিন্দারা বলে, শনিবার রাতে স্থানীয় নব উন্নয়ন ক্লাবের মেম্বারশিপ অভিযান ঘিরে কয়েকজন যুবকের মধ্যে বচসা হয় । স্থানীয়দের মধ্যস্থতায় বিবাদ মিটে যায় । কিন্তু রাতে ক্লাবের বেশ কয়েক সদস্যের বাড়িতে হানা দেয় নিমতা থানার পুলিশ । নবউদয় ক্লাবের সদস্যদের অভিযোগ তাদের পরিবারের সদস্যদের হেনস্থা করেছে পুলিশ ৷ তাদের আরও অভিযোগ, নিমতা থানার পুলিশ মিথ্যে মামলায় জড়িয়ে দিচ্ছে স্থানীয় যুবকদের ৷ প্রশাসনের অত্যাচারে অতিষ্ঠ হয়েই আজ পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ৷

দেখুন ভিডিয়ো

এদিকে অবরোধ হঠাতে ঘটনাস্থানে আসে নিমতা থানার পুলিশ । পুলিশ অবরোধ তুলে নিতে বলে । সপ্তাহের প্রথম দিনে অবরোধ হওয়ায় নিত্যযাত্রীরা ভোগান্তির মুখে পড়েছিল । এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করে । লাঠিচার্জে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জখম হন ৷ এরপর বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে । তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থানে আসে । পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে খবর পেয়ে স্থানীয় পৌর প্রতিনিধি এবং প্রাক্তন উপ পৌরপ্রধান শেখ নাজিমউদ্দিন ঘটনাস্থানে আসেন ৷ তাঁর মধ্যস্থতায় অবরোধ উঠে যায় ।

এই ঘটনা প্রসঙ্গে শেখ নাজিমউদ্দিন বলেন," ছোটো ফিঙ্গার নব উন্নয়ন সংঘ প্রতিবছর দুর্গা পূজার আয়োজন করে । এ বছরও তারা ক্লাবের সদস্যদের কাছ থেকে মেম্বারশিপ দিয়েই দুর্গাপুজো করছে । দুলু বারুই নামে এক ক্লাব সদস্য অসীম তপাদারের কাছে মেম্বারশিপের টাকা আনতে গিয়েছিল । সেই সময় দুলুর সঙ্গে অসীমের বচসা হয় ৷ এরপর অসীম স্থানীয় এক BJP নেতাকে নিয়ে নিমতা থানায় অভিযোগ দায়ের করে । পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে দুলুকে খুঁজছিল । পুলিশের সঙ্গে দুলুর বাড়ির লোকেদের কিছু কথোপকথন হয় । ভয় পেয়ে ওরা পালিয়ে যায় । এই সমস্ত ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দা পথ অবরোধ করেছে ৷ "

নিমতা, 30 সেপ্টেম্বর: নিমতা থানার পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করল বিরাটির ছোটো ফিঙ্গা এলাকার বাসিন্দারা । আজ সকাল 9টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা । অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে । এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায় । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ৷

স্থানীয় বাসিন্দারা বলে, শনিবার রাতে স্থানীয় নব উন্নয়ন ক্লাবের মেম্বারশিপ অভিযান ঘিরে কয়েকজন যুবকের মধ্যে বচসা হয় । স্থানীয়দের মধ্যস্থতায় বিবাদ মিটে যায় । কিন্তু রাতে ক্লাবের বেশ কয়েক সদস্যের বাড়িতে হানা দেয় নিমতা থানার পুলিশ । নবউদয় ক্লাবের সদস্যদের অভিযোগ তাদের পরিবারের সদস্যদের হেনস্থা করেছে পুলিশ ৷ তাদের আরও অভিযোগ, নিমতা থানার পুলিশ মিথ্যে মামলায় জড়িয়ে দিচ্ছে স্থানীয় যুবকদের ৷ প্রশাসনের অত্যাচারে অতিষ্ঠ হয়েই আজ পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ৷

দেখুন ভিডিয়ো

এদিকে অবরোধ হঠাতে ঘটনাস্থানে আসে নিমতা থানার পুলিশ । পুলিশ অবরোধ তুলে নিতে বলে । সপ্তাহের প্রথম দিনে অবরোধ হওয়ায় নিত্যযাত্রীরা ভোগান্তির মুখে পড়েছিল । এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করে । লাঠিচার্জে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জখম হন ৷ এরপর বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে । তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থানে আসে । পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে খবর পেয়ে স্থানীয় পৌর প্রতিনিধি এবং প্রাক্তন উপ পৌরপ্রধান শেখ নাজিমউদ্দিন ঘটনাস্থানে আসেন ৷ তাঁর মধ্যস্থতায় অবরোধ উঠে যায় ।

এই ঘটনা প্রসঙ্গে শেখ নাজিমউদ্দিন বলেন," ছোটো ফিঙ্গার নব উন্নয়ন সংঘ প্রতিবছর দুর্গা পূজার আয়োজন করে । এ বছরও তারা ক্লাবের সদস্যদের কাছ থেকে মেম্বারশিপ দিয়েই দুর্গাপুজো করছে । দুলু বারুই নামে এক ক্লাব সদস্য অসীম তপাদারের কাছে মেম্বারশিপের টাকা আনতে গিয়েছিল । সেই সময় দুলুর সঙ্গে অসীমের বচসা হয় ৷ এরপর অসীম স্থানীয় এক BJP নেতাকে নিয়ে নিমতা থানায় অভিযোগ দায়ের করে । পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে দুলুকে খুঁজছিল । পুলিশের সঙ্গে দুলুর বাড়ির লোকেদের কিছু কথোপকথন হয় । ভয় পেয়ে ওরা পালিয়ে যায় । এই সমস্ত ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দা পথ অবরোধ করেছে ৷ "

Intro:



নিজস্ব প্রতিনিধি, বিধাননগর, ৩০ সেপ্টেম্বর: নিমতা থানার পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করল বিরাটির ছোট ফিঙ্গা এলাকার বাসিন্দারা। সকাল ৯টা থেকে প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে এদিন পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পাল্টা পুলিশের দিকে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে শনিবার রাতে স্থানীয় নব উন্নয়ন ক্লাবের মেম্বারশির অভিযান ঘিরে দুয়েক জনের বচসা হয়। সামান্য বিবাদের পর মিটেও যায়। কিন্তু পুলিশ রাতে ক্লাবের এক সদস্যের বাড়িতে হানা দেয়। তার পরিবারের লোকদের ওপর অত্যাচার করে পুলিশ। বেশ কয়েকজন বাড়িতে রাতে হানা Dএই পুলিশ। বাসিন্দাদের আরো অভিযোগ অনেকক্ষেত্রে নিমতা থানার পুলিশ মিথ্যে মামলায় জড়িয়ে দিচ্ছে বাসিন্দাদের। প্রশাসনের এই অপেশাদার ও অত্যাচারে অতিষ্ঠ হয়েই এদিন পথ অবরোধ করে স্থানীয়রা।

এদিন ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেন স্থানীয় কাউন্সিলর ও উত্তর দমদম পৌরসভার প্রাক্তন উপ পৌরপ্রধান শেখ নাজিম উদ্দিন এই ঘটনা প্রসঙ্গে বলেন, বড় ফিঙ্গার নব উন্নয়ন সংঘ প্রতিবছর দূর্গা পূজার আয়োজন করে। এ বছরও তারা ক্লাবের সদস্যদের কাছ থেকে মেম্বারশিপের বিনিময়ে পাওয়া অর্থের ভিত্তিতে দুর্গা পুজো করছে। দুলু বারুই নামে এক ক্লাব সদস্য অসীম তপাদারের কাছে মেম্বারশীপের টাকা আনতে গিয়েছিল। সেই সময় মদ্যপ অবস্থায় ছিল অসীম। সে দুলুর সঙ্গে ধাক্কাধাক্কি করে। পাল্টা দুলুও ধাক্কাধাক্কি দেয়। এরপর অসীম স্থানীয় এক বিজেপি কর্মীর সাহায্যে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে দুলুকে খুজছিল। পুলিশের সঙ্গে দুলুর বাড়ির লোকের কিছু কথোপকথন হয়। ভয় পেয়ে ওরা পালিয়ে যায়। এই সমস্ত ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দা পথ অবরোধ করেছে"।

Body:এদিন সকাল নটায় স্থানীয় বাসিন্দারা এবং নব উন্নয়ন সংঘের সঙ্গে যুক্ত ক্লাবের সদস্যরা কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ শুরু করলে ঘটনাস্থলে আসে নিমতা থানার পুলিশ। আধ ঘন্টা হয়ে গেলে পুলিশ-অবরোধকারী অবরোধ তুলে নিতে বলে। সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমে অবরোধ হওয়ায় নাকাল হয় নিত্যযাত্রীরা। পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পরে অবরোধ না উঠলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জে স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকজন আহত হয়। এরপর আরো উগ্র হয়ে ওঠে বিক্ষোভকারীরা। তারা রাস্তার ধারে থাকা পাথর পুলিশের দিকে ছুড়তে শুরু করে। টায়ার জ্বালিয়ে আরো জোরালো বিক্ষোভ শুরু হয়। অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে খবর পেয়ে স্থানীয় পৌর প্রতিনিধি এবং প্রাক্তন উপ পৌর প্রধান শেখ নাজিম উদ্দিন ঘটনাস্থলে এসে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে মধ্যস্থতা করেন। এরপরে উঠে যায় অবরোধ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.