ভাটপাড়া, 20 জুন : ভাটপাড়ায় বোমার আঘাতে মৃত অনুরাগ সাউয়ের পরিবারকে আর্থিক সাহায্য করলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং । ভারতীয় জনতা পার্টির ভাটপাড়ার প্রধান কার্যালয় মজদুর ভবনে অনুরাগ সাউয়ের পরিবারের হাতে চেক তুলে দেন তিনি । পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ ও অসহায় পরিবারকে তিনি আর্থিক সাহায্য করলেন । একই সঙ্গে তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন ।
নির্বাচনের সময় আগে ভাটাপাড়ায় ব্যাপক বোমাবাজি শুরু হয় । দুষ্কৃতীদের বোমাবাজিতে ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডের মতিভবন এলাকায় মৃত্যু হয় অনুরাগ সাউয়ের । বিএ প্রথম বর্ষের ছাত্র ছিল অনুরাগ সাউ ।
আরও পড়ুন : বিজেপি বিধায়কদের মুখোমুখি হওয়ার সাহস নেই রাজ্য পুলিশের, বললেন শুভেন্দু
বোমাবাজির পর ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা ভাটপাড়া-জগদ্দলে । বোমাবাজির সঙ্গে যুক্ত কয়েক জনকে আটক করে ভাটপাড়া থানার পুলিশ । বিধায়ক জানান, ওই ছাত্রের সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক ছিল না । তবুও তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ।