ETV Bharat / state

Paresh Chandra Adhikary: সকাল থেকেই পরেশ-অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ ইডি-র - জেরা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) আবারও তলব করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী (Paresh Chandra Adhikary) এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকে (Ankita Adhikari) ৷ শুক্রবার সকাল 11টা 30 মিনিট নাগাদ ইডি (ED)-এর স্থানীয় কার্যালয় বিধাননগরের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছে যান বাবা ও মেয়ে ৷

Paresh Chandra Adhikary along with daughter Ankita Adhikari reach CGO Complex for ED Interrogation
Paresh Chandra Adhikary: সকাল থেকেই পরেশ-অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ ইডি-এর
author img

By

Published : Nov 11, 2022, 12:09 PM IST

Updated : Nov 11, 2022, 12:32 PM IST

বিধাননগর, 11 নভেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) আবারও জিজ্ঞাসাবাদের মুখোমুখি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী (Paresh Chandra Adhikary) ৷ শুক্রবার তাঁকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ এদিন সকাল 11টা 30 মিনিট নাগাদ ইডি-এর স্থানীয় কার্যালয়ে পৌঁছে যান পরেশ ৷ সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari) ৷ সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকেও জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা ৷ সেই কারণেই এদিন বাবা-মেয়ে দু'জনেই পৌঁছে যান বিধাননগরের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ৷ সঙ্গে ছিলেন তাঁদের আইনজীবী ৷

এদিন পরেশের গাড়ি সিজিও কমপ্লেক্সে পৌঁছতেই তাঁদের ঘিরে ধরেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা ৷ উড়ে আসেন একের পর এক প্রশ্ন ৷ পরেশের কাছে সরাসরি জানতে চাওয়া হয়, তাঁকে ইডি ফের তলব করেছে কিনা ? কিন্তু, পরেশ মুখে কুলুপ এঁটে রাখেন ৷ এমনকী, তাঁর মেয়ে অঙ্কিতাও সাংবাদিকদের এড়িয়ে হন হন করে লিফটের দিকে হেঁটে যান ৷ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি পরেশের আইনজীবীও ৷ অঙ্কিতাকে দেখা যায়, লিফটে উঠে সাংবাদিকদের দিকে পিছন ঘুরে দাঁড়াতে ৷

ইডি দফতরে মেয়ে অঙ্কিতা নিয়ে এলেন পরেশ, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: তাঁকে ডাকা হয়নি, নথি নিতে ইডি দফতরে গিয়েছিলেন; দাবি পরেশের

উল্লেখ্য, কয়েক দিন আগেও ইডি-এর স্থানীয় দফতরে হাজিরা দিতে দেখা গিয়েছিল পরেশ অধিকারীকে ৷ সূত্রে দাবি ছিল, নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তৃণমূলের এই বিধায়ককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ কিন্তু, বিধায়কের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি ৷ বরং, কিছু নথি পেশ করতে বলা হয়েছে ৷ সেই নথি জমা দিতেই পরেশ সেদিন ইডি দফতরে আসেন বলে জানান ৷

প্রসঙ্গত, শিক্ষক দুর্নীতি নিয়ে একের পর এক ঘটনা ঘটার একেবারে প্রাথমিক পর্যায়ে খবরের শিরোনামে উঠে আসেন পরেশ ও তাঁর মেয়ে অঙ্কিতা ৷ পরবর্তীতে জানা যায়, যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে সরকারি স্কুলে শিক্ষিকা হিসাবে মেয়ের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিলেন পরেশ ৷ শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকারের করা মামলার প্রেক্ষিতে এই ঘটনা প্রকাশ্যে আসে ৷ পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্কিতাকে চাকরি ছাড়তে হয় ৷ ফেরত দিতে হয় শিক্ষিকা হিসাবে রোজগার করা বেতনের সমস্ত টাকা ৷ সেই টাকা এবং চাকরি পান যোগ্য প্রার্থী ববিতা ৷

বিধাননগর, 11 নভেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) আবারও জিজ্ঞাসাবাদের মুখোমুখি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী (Paresh Chandra Adhikary) ৷ শুক্রবার তাঁকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ এদিন সকাল 11টা 30 মিনিট নাগাদ ইডি-এর স্থানীয় কার্যালয়ে পৌঁছে যান পরেশ ৷ সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari) ৷ সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকেও জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা ৷ সেই কারণেই এদিন বাবা-মেয়ে দু'জনেই পৌঁছে যান বিধাননগরের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ৷ সঙ্গে ছিলেন তাঁদের আইনজীবী ৷

এদিন পরেশের গাড়ি সিজিও কমপ্লেক্সে পৌঁছতেই তাঁদের ঘিরে ধরেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা ৷ উড়ে আসেন একের পর এক প্রশ্ন ৷ পরেশের কাছে সরাসরি জানতে চাওয়া হয়, তাঁকে ইডি ফের তলব করেছে কিনা ? কিন্তু, পরেশ মুখে কুলুপ এঁটে রাখেন ৷ এমনকী, তাঁর মেয়ে অঙ্কিতাও সাংবাদিকদের এড়িয়ে হন হন করে লিফটের দিকে হেঁটে যান ৷ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি পরেশের আইনজীবীও ৷ অঙ্কিতাকে দেখা যায়, লিফটে উঠে সাংবাদিকদের দিকে পিছন ঘুরে দাঁড়াতে ৷

ইডি দফতরে মেয়ে অঙ্কিতা নিয়ে এলেন পরেশ, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: তাঁকে ডাকা হয়নি, নথি নিতে ইডি দফতরে গিয়েছিলেন; দাবি পরেশের

উল্লেখ্য, কয়েক দিন আগেও ইডি-এর স্থানীয় দফতরে হাজিরা দিতে দেখা গিয়েছিল পরেশ অধিকারীকে ৷ সূত্রে দাবি ছিল, নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তৃণমূলের এই বিধায়ককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ কিন্তু, বিধায়কের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি ৷ বরং, কিছু নথি পেশ করতে বলা হয়েছে ৷ সেই নথি জমা দিতেই পরেশ সেদিন ইডি দফতরে আসেন বলে জানান ৷

প্রসঙ্গত, শিক্ষক দুর্নীতি নিয়ে একের পর এক ঘটনা ঘটার একেবারে প্রাথমিক পর্যায়ে খবরের শিরোনামে উঠে আসেন পরেশ ও তাঁর মেয়ে অঙ্কিতা ৷ পরবর্তীতে জানা যায়, যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে সরকারি স্কুলে শিক্ষিকা হিসাবে মেয়ের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিলেন পরেশ ৷ শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকারের করা মামলার প্রেক্ষিতে এই ঘটনা প্রকাশ্যে আসে ৷ পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্কিতাকে চাকরি ছাড়তে হয় ৷ ফেরত দিতে হয় শিক্ষিকা হিসাবে রোজগার করা বেতনের সমস্ত টাকা ৷ সেই টাকা এবং চাকরি পান যোগ্য প্রার্থী ববিতা ৷

Last Updated : Nov 11, 2022, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.