ETV Bharat / state

Outraged BJP leaders Picnic : পিকনিকেও ‘আমরা-ওরা’, চড়ুুুইভাতিতে মাতলেন শান্তনু-সায়ন্তন-জয়প্রকাশরা - Outraged BJP leaders Picnic

গোপালনগর দক্ষিণ মণ্ডলের সভাপতি হরিশঙ্কর সরকারের বাড়িতে এই পিকনিকের আয়োজন করা হয় ৷ বলতে গেলে রাজ্য বিজেপির নতুন কমিটি নিয়ে মুখ খোলা প্রায় সব বিজেপি নেতাদেরই এদিন দেখা গিয়েছে ৷

Outraged BJP leaders Picnic
Outraged BJP leaders Picnic
author img

By

Published : Jan 17, 2022, 4:29 PM IST

Updated : Jan 17, 2022, 4:56 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : দিনকয়েক আগে কলকাতায় বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপির বিক্ষুব্ধ নেতারা ৷ নিজেদের দাবি দাওয়া পূরণের না হলে আলাদা মঞ্চ গড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা ৷ গুরুগম্ভীর বৈঠকের পর এবার খোশমেজাজে পিকনিকে মজলেন সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদাররা ৷ আজ উত্তর 24 পরগনার গোপালনগরে এই পিকনিকের আয়োজন করা হয় ৷ পিকনিকে দেখা মেলেনি ক্ষমতাসীন গোষ্ঠীর কোনও নেতাকে ৷

গোপালনগর দক্ষিণ মণ্ডলের সভাপতি হরিশঙ্কর সরকারের বাড়িতে এই পিকনিকের আয়োজন করা হয় ৷ একে একে সেখানে এসে উপস্থিত হন শান্তনু ঠাকুর, জয়প্রকাশ মজুমদার, রীতেশ তেওয়ারি, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, কৃষ্ণগঞ্জের আশিসকুমার বিশ্বাস । বলতে গেলে রাজ্য বিজেপির নতুন কমিটি নিয়ে মুখ খোলা প্রায় সব বিজেপি নেতাদেরই এদিন দেখা গিয়েছে ৷

এই বিষয়ে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর বললেন, "নিজেদের মধ্যে ছোটখাটো গেট টুগেদার, পিকনিকের মতো ৷ অনেকদিন ধরে সবাই একত্রিত হতে চাইছিলাম ৷ নিজেদের মধ্যে পরিচিতি বাড়ানোর জন্য এই উদ্যোগ ৷ দলের কার্যকর্তা, কর্মকর্তা, দলীয় কর্মীরা রয়েছে ৷"

চড়ুুুইভাতিতে মাতলেন শান্তনু-সায়ন্তন-জয়প্রকাশরা

আরও পড়ুন : Outraged BJP Leaders Meeting : পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠক বিক্ষুব্ধ শান্তনু-সায়ন্তনদের, বাইরে ‘সেটিংবাজ-চিটিংবাজ‘দের বিরুদ্ধে পোস্টার

এই পিকনিক বা গেট টুগেদারকে সম্পূর্ণ অরাজনৈতিক বলে দাবি করেছেন গাইঘাটার বিধায়ক ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "কলকাতার পোর্ট ট্রাস্টের বৈঠকে যেসব নেতারা উপস্থিত ছিলেন তাঁরা ছাড়াও আরও অনেকেই রয়েছেন ৷ পরে আরও অনেকে আসবেন ৷ তবে শুধুমাত্র পিকনিক হচ্ছে ৷ কোনওরকম বৈঠক হবে না ৷ বড়সড়ভাবে এই পিকনিকের আয়োজন করার ইচ্ছে থাকলেও করোনা পরিস্থিতির কারণে ছোটখাটো আয়োজন করা হয়েছে ৷"

কলকাতা, 17 জানুয়ারি : দিনকয়েক আগে কলকাতায় বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপির বিক্ষুব্ধ নেতারা ৷ নিজেদের দাবি দাওয়া পূরণের না হলে আলাদা মঞ্চ গড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা ৷ গুরুগম্ভীর বৈঠকের পর এবার খোশমেজাজে পিকনিকে মজলেন সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদাররা ৷ আজ উত্তর 24 পরগনার গোপালনগরে এই পিকনিকের আয়োজন করা হয় ৷ পিকনিকে দেখা মেলেনি ক্ষমতাসীন গোষ্ঠীর কোনও নেতাকে ৷

গোপালনগর দক্ষিণ মণ্ডলের সভাপতি হরিশঙ্কর সরকারের বাড়িতে এই পিকনিকের আয়োজন করা হয় ৷ একে একে সেখানে এসে উপস্থিত হন শান্তনু ঠাকুর, জয়প্রকাশ মজুমদার, রীতেশ তেওয়ারি, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, কৃষ্ণগঞ্জের আশিসকুমার বিশ্বাস । বলতে গেলে রাজ্য বিজেপির নতুন কমিটি নিয়ে মুখ খোলা প্রায় সব বিজেপি নেতাদেরই এদিন দেখা গিয়েছে ৷

এই বিষয়ে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর বললেন, "নিজেদের মধ্যে ছোটখাটো গেট টুগেদার, পিকনিকের মতো ৷ অনেকদিন ধরে সবাই একত্রিত হতে চাইছিলাম ৷ নিজেদের মধ্যে পরিচিতি বাড়ানোর জন্য এই উদ্যোগ ৷ দলের কার্যকর্তা, কর্মকর্তা, দলীয় কর্মীরা রয়েছে ৷"

চড়ুুুইভাতিতে মাতলেন শান্তনু-সায়ন্তন-জয়প্রকাশরা

আরও পড়ুন : Outraged BJP Leaders Meeting : পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠক বিক্ষুব্ধ শান্তনু-সায়ন্তনদের, বাইরে ‘সেটিংবাজ-চিটিংবাজ‘দের বিরুদ্ধে পোস্টার

এই পিকনিক বা গেট টুগেদারকে সম্পূর্ণ অরাজনৈতিক বলে দাবি করেছেন গাইঘাটার বিধায়ক ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "কলকাতার পোর্ট ট্রাস্টের বৈঠকে যেসব নেতারা উপস্থিত ছিলেন তাঁরা ছাড়াও আরও অনেকেই রয়েছেন ৷ পরে আরও অনেকে আসবেন ৷ তবে শুধুমাত্র পিকনিক হচ্ছে ৷ কোনওরকম বৈঠক হবে না ৷ বড়সড়ভাবে এই পিকনিকের আয়োজন করার ইচ্ছে থাকলেও করোনা পরিস্থিতির কারণে ছোটখাটো আয়োজন করা হয়েছে ৷"

Last Updated : Jan 17, 2022, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.