বারাসত, 17 মার্চ : বারাসতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল প্রতিবেশী এক যুবককে । নাম অশোক পাল(২১) । ওই নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে । ধৃতের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে । সোমবার ওই নাবালিকার বাড়িতে কেউ ছিলেন না । বাবা ও মা দু'জনেই কাজে বেরিয়েছিলেন । সেই সুযোগে ওই সন্ধ্যায় বাড়িতে আসে অশোক। ঘরে ঢুকে সে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ । যাওয়ার সময় হুমকিও দিয়ে যায় ।
বাবা-মা বাড়িতে ফিরলেও ভয়ে কাউকে কিছু বলতে পারেনি ওই নাবালিকা। আজ বিকেলে তার আচরণ দেখে সন্দেহ হয় মা-বাবার । এরপর সব কথা খুলে বলে সে । বারাসত মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয় । সন্ধ্যায় কালিকাপুরের বাড়ি থেকে অশোককে ধরা হয় ।
এই বিষয়ে বারাসত মহিলা থানার পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে । চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কথায় ওই নাবালিকাকে মধ্যমগ্রামের একটি হোমে পাঠানো হয়েছে ।