ETV Bharat / state

Hasnabad Rape : হাসনাবাদে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রৌঢ়ের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

হাসনাবাদে বছর 35-এর এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল (Rape allegation in Hasnabad) ৷ অভিযুক্ত প্রৌঢ় আব্দুর রহমান গাজিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Hasnabad Crime News
হাসনাবাদ ধর্ষণ
author img

By

Published : Apr 19, 2022, 9:28 PM IST

হাসনাবাদ, 19 এপ্রিল : বাদুড়িয়া গণধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতে আবারও রাজ্যে সামনে এল নারী নির্যাতনের ঘটনা । এবার ঘটনাস্থল উত্তর 24 পরগনার হাসনাবাদ । সেখানে বছর 35-এর এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে (Rape allegation in Hasnabad)। ওই প্রৌঢ়ের নাম আব্দুর রহমান গাজি ৷ বিষয়টি কাউকে না জানানোর জন্য মহিলাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে । অভিযোগ পেয়ে ইতিমধ্যে ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ । ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, হুমকি-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে । মহিলার মেডিক্য়াল পরীক্ষা করানো হয়েছে পুলিশের তরফে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন : Rape Allegation in Ultandanga : খাস কলকাতাতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

নির্যাতিতা ওই মহিলা অভিযোগপত্রে জানিয়েছেন, তাঁর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন । প্রতিবেশী ওই প্রৌঢ়কে তিনি মেসোমশাই বলে ডাকতেন । প্রতিবেশী হওয়ার সুবাদে মহিলার বাড়িতে যাতায়াত ছিল প্রৌঢ়ের । ফলে এরকম ঘটনা ঘটবে তা তিনি কখনই ভাবেননি । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে 17 এপ্রিল । সেই দিন বাড়িতে একাই ছিলেন ওই মহিলা । সেই সুযোগে মহিলার বাড়িতে আসে বছর 55-র ওই প্রৌঢ় । প্রথমে তিনি কোনও অস্বাভাবিকতা দেখেননি প্রৌঢ়ের মধ্যে । পরে হঠাৎই তাঁর মুখ চেপে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন : Attempt to rape of minor in Siliguri : নাবালিকাকে ধর্ষণের চেষ্টা শিলিগুড়িতে, গ্রেফতার বাড়ির মালিক

কুকর্ম করে যাওয়ার আগে অভিযুক্ত মহিলাকে হুমকি দিয়ে যায় যে বিষয়টি কাউকে জানালে ফল হবে মারাত্মক । ফলে হুমকির ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানানোর সাহস হয়নি নির্যাতিতার । পরে সাহস জুগিয়ে অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হাসনাবাদ থানায় । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ । এরপর সোমবার রাতে গ্রেফতার করা হয় ওই প্রৌঢ়কে । ঘটনা সামনে আসতেই ব‍্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিত মহিলা ।

এদিকে, ধৃতকে মঙ্গলবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন ।

হাসনাবাদ, 19 এপ্রিল : বাদুড়িয়া গণধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতে আবারও রাজ্যে সামনে এল নারী নির্যাতনের ঘটনা । এবার ঘটনাস্থল উত্তর 24 পরগনার হাসনাবাদ । সেখানে বছর 35-এর এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে (Rape allegation in Hasnabad)। ওই প্রৌঢ়ের নাম আব্দুর রহমান গাজি ৷ বিষয়টি কাউকে না জানানোর জন্য মহিলাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে । অভিযোগ পেয়ে ইতিমধ্যে ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ । ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, হুমকি-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে । মহিলার মেডিক্য়াল পরীক্ষা করানো হয়েছে পুলিশের তরফে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন : Rape Allegation in Ultandanga : খাস কলকাতাতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

নির্যাতিতা ওই মহিলা অভিযোগপত্রে জানিয়েছেন, তাঁর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন । প্রতিবেশী ওই প্রৌঢ়কে তিনি মেসোমশাই বলে ডাকতেন । প্রতিবেশী হওয়ার সুবাদে মহিলার বাড়িতে যাতায়াত ছিল প্রৌঢ়ের । ফলে এরকম ঘটনা ঘটবে তা তিনি কখনই ভাবেননি । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে 17 এপ্রিল । সেই দিন বাড়িতে একাই ছিলেন ওই মহিলা । সেই সুযোগে মহিলার বাড়িতে আসে বছর 55-র ওই প্রৌঢ় । প্রথমে তিনি কোনও অস্বাভাবিকতা দেখেননি প্রৌঢ়ের মধ্যে । পরে হঠাৎই তাঁর মুখ চেপে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন : Attempt to rape of minor in Siliguri : নাবালিকাকে ধর্ষণের চেষ্টা শিলিগুড়িতে, গ্রেফতার বাড়ির মালিক

কুকর্ম করে যাওয়ার আগে অভিযুক্ত মহিলাকে হুমকি দিয়ে যায় যে বিষয়টি কাউকে জানালে ফল হবে মারাত্মক । ফলে হুমকির ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানানোর সাহস হয়নি নির্যাতিতার । পরে সাহস জুগিয়ে অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হাসনাবাদ থানায় । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ । এরপর সোমবার রাতে গ্রেফতার করা হয় ওই প্রৌঢ়কে । ঘটনা সামনে আসতেই ব‍্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিত মহিলা ।

এদিকে, ধৃতকে মঙ্গলবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.