ETV Bharat / state

বউদিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত - Basirhat Sub divisional court

পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্যাতিতা যুবতির স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন । তিনি সপ্তাহে একবার বাড়িতে ফেরেন । দুই সন্তানকে নিয়ে ওই নির্যাতিতা বাড়িতে থাকতেন । অভিযোগ, দাদা বাড়ি না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত প্রায়ই বউদিকে কুপ্রস্তাব দিত ।

rape in haroa
প্রতীকি ছবি
author img

By

Published : Dec 11, 2019, 9:27 PM IST

হাড়োয়া, 11 ডিসেম্বর : বউদিকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ উত্তর 24 পরগনার হাড়োয়া থানা এলাকার ঘটনা ৷ ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্যাতিতা যুবতির স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন । তিনি সপ্তাহে একবার বাড়িতে ফেরেন । দুই সন্তানকে নিয়ে ওই নির্যাতিতা বাড়িতে থাকতেন । অভিযোগ, দাদা বাড়ি না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত প্রায়ই বউদিকে কুপ্রস্তাব দিত । দিনকয়েক আগে সে বউদিকে ধর্ষণ করে বলে অভিযোগ । ঘটনা জানাজানি হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় । নির্যাতিতা তার স্বামীকে ঘটনার কথা জানালেও তিনি না কি তেমন আমল দেননি ।

আরও পড়ুন : বালুরঘাটে মহিলাকে ধর্ষণের চেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড

এরপরে নির্যাতিতা বসিরহাট মহকুমা আদালতে দেওরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । আদালতের নির্দেশে হাড়োয়া থানার পুলিশ আজ সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে । ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।

হাড়োয়া, 11 ডিসেম্বর : বউদিকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ উত্তর 24 পরগনার হাড়োয়া থানা এলাকার ঘটনা ৷ ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্যাতিতা যুবতির স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন । তিনি সপ্তাহে একবার বাড়িতে ফেরেন । দুই সন্তানকে নিয়ে ওই নির্যাতিতা বাড়িতে থাকতেন । অভিযোগ, দাদা বাড়ি না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত প্রায়ই বউদিকে কুপ্রস্তাব দিত । দিনকয়েক আগে সে বউদিকে ধর্ষণ করে বলে অভিযোগ । ঘটনা জানাজানি হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় । নির্যাতিতা তার স্বামীকে ঘটনার কথা জানালেও তিনি না কি তেমন আমল দেননি ।

আরও পড়ুন : বালুরঘাটে মহিলাকে ধর্ষণের চেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড

এরপরে নির্যাতিতা বসিরহাট মহকুমা আদালতে দেওরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । আদালতের নির্দেশে হাড়োয়া থানার পুলিশ আজ সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে । ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।

Intro:দশ বছরের বড় বউদিকে ধর্ষণ, গ্রেপ্তার দেওর।।


হাড়োয়াঃ দশ বছরের বড় বউদিকে ধর্ষণের অভিযোগে দেওরকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম পুরঞ্জয় সরদার। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মোহনপুর মুচিখোলা গ্রামের ঘটনা। বুধবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পঁয়তিরিশের ওই গৃহবধূর স্বামী বাইরে কাজ করেন। তিনি সপ্তাহে একবার বাড়ি ফেরেন। দুই সন্তানকে নিয়ে ওই বধূ বাড়িতেই থাকতেন। দাদা বাড়ি না থাকার সুযোগ নিয়ে বছর পঁচিশের পুরঞ্জয় প্রায়ই বউদিকে কুপ্রস্তাব দিত। কিন্তু ওই বধূ তাতে রাজি ছিলেন না। দিন কয়েক আগে এক রাতে সে বউদির ঘরে ঢুকে মুখ চেপে ধরে। অভিযোগ, তারপর সে বউদিকে ধর্ষণ করে। পরে ঘটনার পরে কাউকে বলে দিলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। স্বামী বাড়ি ফিরলে ওই বধূ তাকে ঘটনাটি জানান। কিন্তু স্বামী ঘটনাটি সম্পর্কে তেমন আমল দেননি। অবশেষে নির্যাতিত বধূ সামাজিক লজ্জা ও ভয় উপেক্ষা করে বসিরহাট মহকুমা আদালতে দেওর পুরঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ বধুবার সকালে পুরঞ্জয়কে পাশের গ্রাম উচিলদহ থেকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।Body:দশ বছরের বড় বউদিকে ধর্ষণ, গ্রেপ্তার দেওর।।


হাড়োয়াঃ দশ বছরের বড় বউদিকে ধর্ষণের অভিযোগে দেওরকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম পুরঞ্জয় সরদার। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মোহনপুর মুচিখোলা গ্রামের ঘটনা। বুধবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পঁয়তিরিশের ওই গৃহবধূর স্বামী বাইরে কাজ করেন। তিনি সপ্তাহে একবার বাড়ি ফেরেন। দুই সন্তানকে নিয়ে ওই বধূ বাড়িতেই থাকতেন। দাদা বাড়ি না থাকার সুযোগ নিয়ে বছর পঁচিশের পুরঞ্জয় প্রায়ই বউদিকে কুপ্রস্তাব দিত। কিন্তু ওই বধূ তাতে রাজি ছিলেন না। দিন কয়েক আগে এক রাতে সে বউদির ঘরে ঢুকে মুখ চেপে ধরে। অভিযোগ, তারপর সে বউদিকে ধর্ষণ করে। পরে ঘটনার পরে কাউকে বলে দিলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। স্বামী বাড়ি ফিরলে ওই বধূ তাকে ঘটনাটি জানান। কিন্তু স্বামী ঘটনাটি সম্পর্কে তেমন আমল দেননি। অবশেষে নির্যাতিত বধূ সামাজিক লজ্জা ও ভয় উপেক্ষা করে বসিরহাট মহকুমা আদালতে দেওর পুরঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ বধুবার সকালে পুরঞ্জয়কে পাশের গ্রাম উচিলদহ থেকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।Conclusion:দশ বছরের বড় বউদিকে ধর্ষণ, গ্রেপ্তার দেওর।।


হাড়োয়াঃ দশ বছরের বড় বউদিকে ধর্ষণের অভিযোগে দেওরকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম পুরঞ্জয় সরদার। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মোহনপুর মুচিখোলা গ্রামের ঘটনা। বুধবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পঁয়তিরিশের ওই গৃহবধূর স্বামী বাইরে কাজ করেন। তিনি সপ্তাহে একবার বাড়ি ফেরেন। দুই সন্তানকে নিয়ে ওই বধূ বাড়িতেই থাকতেন। দাদা বাড়ি না থাকার সুযোগ নিয়ে বছর পঁচিশের পুরঞ্জয় প্রায়ই বউদিকে কুপ্রস্তাব দিত। কিন্তু ওই বধূ তাতে রাজি ছিলেন না। দিন কয়েক আগে এক রাতে সে বউদির ঘরে ঢুকে মুখ চেপে ধরে। অভিযোগ, তারপর সে বউদিকে ধর্ষণ করে। পরে ঘটনার পরে কাউকে বলে দিলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। স্বামী বাড়ি ফিরলে ওই বধূ তাকে ঘটনাটি জানান। কিন্তু স্বামী ঘটনাটি সম্পর্কে তেমন আমল দেননি। অবশেষে নির্যাতিত বধূ সামাজিক লজ্জা ও ভয় উপেক্ষা করে বসিরহাট মহকুমা আদালতে দেওর পুরঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ বধুবার সকালে পুরঞ্জয়কে পাশের গ্রাম উচিলদহ থেকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.