ETV Bharat / state

প্রথমবার মধ্যমগ্রাম তৃণমূল কার্যালয়ে নুসরত, অনুপস্থিত ইদ্রিশ - madhyamgram

আজ মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এলেন নুসরত জাহান।

নুসরত জাহান
author img

By

Published : Mar 14, 2019, 3:06 PM IST

মধ্যমগ্রাম, ১৪ মার্চ : প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে আজ মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এলেন নুসরত জাহান। জ্যোতিপ্রিয় মল্লিক নুসরতের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। আজ পরিচয় পর্বে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর ও দক্ষিণের দুই বিধায়ক এটিএম আবদুল্লা ও দীপেন্দু বিশ্বাস। ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত।

বৈঠক শুরু হওয়ার প্রায় ৫২ মিনিট পরে ঢোকেন হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল। দত্তপুকুরে হাজির বাড়ি। দত্তপুকুর থেকে মধ্যমগ্রামের দূরত্ব মেরেকেটে ১২ কিলোমিটার। কিন্তু হাজি পৌঁছালেন সবার শেষে। প্রসঙ্গত, এবার তিনি লোকসভার প্রার্থীপদের অন্যতম দাবিদার ছিলেন। বৈঠকে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত ইদ্রিশ আলি।

মধ্যমগ্রাম, ১৪ মার্চ : প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে আজ মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এলেন নুসরত জাহান। জ্যোতিপ্রিয় মল্লিক নুসরতের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। আজ পরিচয় পর্বে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর ও দক্ষিণের দুই বিধায়ক এটিএম আবদুল্লা ও দীপেন্দু বিশ্বাস। ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত।

বৈঠক শুরু হওয়ার প্রায় ৫২ মিনিট পরে ঢোকেন হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল। দত্তপুকুরে হাজির বাড়ি। দত্তপুকুর থেকে মধ্যমগ্রামের দূরত্ব মেরেকেটে ১২ কিলোমিটার। কিন্তু হাজি পৌঁছালেন সবার শেষে। প্রসঙ্গত, এবার তিনি লোকসভার প্রার্থীপদের অন্যতম দাবিদার ছিলেন। বৈঠকে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত ইদ্রিশ আলি।

New Delhi, Mar 14 (ANI): Union Minority Affairs Minister Mukhtar Abbas Naqvi commented on Congress alliance with other parties. He said, "There are so many lumps in the alliance that even election will come to an end but the lumps in alliance will remain puzzled, along with Congress and whoever is involved in it." He further said, "Alliance is not in the DNA of Congress. You can look into the past that whoever allied with Congress party got betrayal by them. Congress has this policy that whether they will make the government or will run it from remote." Naqvi further said, "On the other hand, we have NDA or Narendra Modi government's alliance that even after getting majority of the votes in 2014 is still standing strong."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.