ETV Bharat / state

Cyclone Sitrang: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত উত্তর 24 পরগনা - ঘূর্ণিঝড় সিত্রাং

ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) মোকাবিলায় প্রস্তুত প্রশাসন । যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । এমনটাই জানালেন উত্তর 24 পরগনার জেলাশাসক । উপকূলবর্তী এলাকা থেকে প্রায় 2 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে ।

North 24 Parganas ready to tackle Cyclone Sitrang
North 24 Parganas ready to tackle Cyclone Sitrang
author img

By

Published : Oct 22, 2022, 9:11 PM IST

বারাসত, 22 অক্টোবর: ঘূর্ণিঝড় সিত্রাং-এর মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে (North 24 Parganas ready to tackle Cyclone Sitrang) । বিশেষ করে বাড়তি নজর রয়েছে বসিরহাটের সুন্দরবন উপকূলবর্তী এলাকায় । শনিবার দুপুরে বারাসতে জেলা পুলিশ সুপারের দফতরে পুজো গাইড ম‍্যাপ প্রকাশ করে এমনই মন্তব্য করেছেন উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী । এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "24,25 ও 26 অক্টোবর এই তিনদিন মানুষকে একটু বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে । ঝড়বৃষ্টির সময় মানুষ যেন বাড়ির বাইরে না বেরোন ৷"

তাঁর কথায়,"ঘূর্ণিঝড়ের মোকাবিলায় জেলার তিন মহকুমাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে । এখনও অবধি যা খবর,তাতে বসিরহাটের সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে । পরিস্থিতি মোকাবিলায় বসিরহাট মহকুমার সন্দেশখালি এবং হাসনাবাদে এনডিআরএফের দুটি টিম মোতায়েন থাকছে । এছাড়া জেলার বারাসত, বনগাঁ ও ব‍্যারাকপুর মহকুমায় মোতায়েন থাকছে এসডিআরএফের টিম । প্রাণহানি ঠেকাতে উপকূলবর্তী এলাকা থেকে প্রায় দু'লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে । আশা করি, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই সেই কাজ করা সম্ভব হবে ।"

জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী আরও বলেন, "জেলায় একশোরও বেশি সাইক্লোন অথবা ফ্লাড সেন্টার রয়েছে । ঘূর্ণিঝড়ের আগে সেখানেই সরিয়ে নিয়ে যাওয়া হবে উপকূলবর্তী এলাকার মানুষজনকে । তাদের যাতে কোনও অসুবিধা না-হয়, তার জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত রয়েছে । জেলা প্রশাসন আবহাওয়া অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চলেছে । যখন যে রকম আপডেট আসছে আমাদের কাছে, সেই মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে ।"

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত উত্তর 24 পরগনা

এদিকে ঘূর্ণিঝড়ের দাপটে বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিরও ক্ষতির আশঙ্কা রয়েছে । সেই বিষয়ে জেলাশাসক বলেন,"বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা বারাসত, ব‍্যারাকপুর ও বসিরহাটের পুজোকমিটিগুলির সঙ্গে বৈঠক করেছি । তাদের সঙ্গে পর্যালোচনাও করা হয়েছে । ঝড়বৃষ্টির সময় যাতে বিদ্যুৎ বন্ধ থাকে সেই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে পুজো কমিটিগুলিকে । এছাড়াও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি আমরা ।"

আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে কলকাতা পৌরনিগমের

অন‍্যদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর কোথায়ও যাতে জল দাঁড়িয়ে না যায় তারজন্য পৌরসভা এবং পঞ্চায়েতগুলিকে পাম্পিং স্টেশন সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে । বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষের মৃত্যু ঠেকাতে বিদ্যুৎ দফতরকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ।

বারাসত, 22 অক্টোবর: ঘূর্ণিঝড় সিত্রাং-এর মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে (North 24 Parganas ready to tackle Cyclone Sitrang) । বিশেষ করে বাড়তি নজর রয়েছে বসিরহাটের সুন্দরবন উপকূলবর্তী এলাকায় । শনিবার দুপুরে বারাসতে জেলা পুলিশ সুপারের দফতরে পুজো গাইড ম‍্যাপ প্রকাশ করে এমনই মন্তব্য করেছেন উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী । এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "24,25 ও 26 অক্টোবর এই তিনদিন মানুষকে একটু বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে । ঝড়বৃষ্টির সময় মানুষ যেন বাড়ির বাইরে না বেরোন ৷"

তাঁর কথায়,"ঘূর্ণিঝড়ের মোকাবিলায় জেলার তিন মহকুমাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে । এখনও অবধি যা খবর,তাতে বসিরহাটের সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে । পরিস্থিতি মোকাবিলায় বসিরহাট মহকুমার সন্দেশখালি এবং হাসনাবাদে এনডিআরএফের দুটি টিম মোতায়েন থাকছে । এছাড়া জেলার বারাসত, বনগাঁ ও ব‍্যারাকপুর মহকুমায় মোতায়েন থাকছে এসডিআরএফের টিম । প্রাণহানি ঠেকাতে উপকূলবর্তী এলাকা থেকে প্রায় দু'লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে । আশা করি, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই সেই কাজ করা সম্ভব হবে ।"

জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী আরও বলেন, "জেলায় একশোরও বেশি সাইক্লোন অথবা ফ্লাড সেন্টার রয়েছে । ঘূর্ণিঝড়ের আগে সেখানেই সরিয়ে নিয়ে যাওয়া হবে উপকূলবর্তী এলাকার মানুষজনকে । তাদের যাতে কোনও অসুবিধা না-হয়, তার জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত রয়েছে । জেলা প্রশাসন আবহাওয়া অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চলেছে । যখন যে রকম আপডেট আসছে আমাদের কাছে, সেই মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে ।"

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত উত্তর 24 পরগনা

এদিকে ঘূর্ণিঝড়ের দাপটে বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিরও ক্ষতির আশঙ্কা রয়েছে । সেই বিষয়ে জেলাশাসক বলেন,"বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা বারাসত, ব‍্যারাকপুর ও বসিরহাটের পুজোকমিটিগুলির সঙ্গে বৈঠক করেছি । তাদের সঙ্গে পর্যালোচনাও করা হয়েছে । ঝড়বৃষ্টির সময় যাতে বিদ্যুৎ বন্ধ থাকে সেই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে পুজো কমিটিগুলিকে । এছাড়াও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি আমরা ।"

আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে কলকাতা পৌরনিগমের

অন‍্যদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর কোথায়ও যাতে জল দাঁড়িয়ে না যায় তারজন্য পৌরসভা এবং পঞ্চায়েতগুলিকে পাম্পিং স্টেশন সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে । বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষের মৃত্যু ঠেকাতে বিদ্যুৎ দফতরকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.