ETV Bharat / state

বামেদের ডাকা বনধের প্রভাব পড়েনি ঘোজাডাঙা-পেট্রাপোলের সীমান্ত বাণিজ্যে

বনধের প্রভাব পড়েনি ঘোজাডাঙা, পেট্রাপোল সীমান্ত বাণিজ্য । প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই চলেছে আমদানি-রপ্তানি ।

বামেদের ডাকা বনধের প্রভাব পড়েনি ঘোজাডাঙা-পেট্রাপোলের সীমান্ত বাণিজ্যে
বামেদের ডাকা বনধের প্রভাব পড়েনি ঘোজাডাঙা-পেট্রাপোলের সীমান্ত বাণিজ্যে
author img

By

Published : Feb 13, 2021, 3:07 PM IST

বনগাঁ, 13 ফেব্রুয়ারি : বামেদের ডাকা 12 ঘণ্টার বাংলা বনধের প্রভাব পড়েনি উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গায় । গতকাল দেদার চলেছে বসিরহাট ঘোজাডাঙা ও বনগাঁর পেট্রাপোল সীমান্ত বাণিজ্য । স্বাভাবিক নিয়মেই চলেছে আমদানি-রপ্তানি ।

এদিন পেট্রাপোল থেকে কলকাতাগামী বাসের সংখ্যা সকালে তুলনামূলক কম থাকলেও বেলা বাড়তেই স্বাভাবিক হয়ে যায় । সকালে বন্দরের পার্কিং এলাকা থেকে আমদানি রপ্তানির কাজ চলছে স্বাভাবিকভাবেই । এলাকার সমস্ত দোকান বাজার, হোটেল খোলা ছিল । এমন কী টাকা ভাঙানোর কাউন্টারও খোলা ছিল ।

আরও পড়ুন : বনধে সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বাজারে চলছে বিকিকিনি

গতকাল পেট্রাপোলে আসা এক ট্রাক চালকের কথায়, বনগাঁয় বনধের কোনও প্রভাব পড়েনি । শহর থেকে ট্রাকগুলো নিয়ে স্বাভাবিকভাবেই পেট্রাপোল বন্দরে পৌঁছেছি । আবার পেট্রাপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্তারা বলেন, অন্যান্য বনধের মতো এই বনধে প্রভাব পড়েনি সীমান্ত বাণিজ্যে । আমদানি রপ্তানি চলছেই ।

বন্দর সূত্রে জানা গেছে, গতকাল ঘোজাডাঙা সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকে । কিন্তু বাণিজ্য সংক্রান্ত বাকি সমস্ত কাজ স্বাভাবিক নিয়মে চলেছে । এদিন দুই দেশের মধ্যে যাত্রী পারাপারও স্বাভাবিক ছিল । যদিও বাংলাদেশ থেকে যাত্রী আসার পরিমাণ অন্য দিনের তুলনায় কম ছিল । সকাল থেকে পেট্রাপোল সীমান্তে বনধ সমর্থকদের দেখাও যায়নি ।

বনগাঁ, 13 ফেব্রুয়ারি : বামেদের ডাকা 12 ঘণ্টার বাংলা বনধের প্রভাব পড়েনি উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গায় । গতকাল দেদার চলেছে বসিরহাট ঘোজাডাঙা ও বনগাঁর পেট্রাপোল সীমান্ত বাণিজ্য । স্বাভাবিক নিয়মেই চলেছে আমদানি-রপ্তানি ।

এদিন পেট্রাপোল থেকে কলকাতাগামী বাসের সংখ্যা সকালে তুলনামূলক কম থাকলেও বেলা বাড়তেই স্বাভাবিক হয়ে যায় । সকালে বন্দরের পার্কিং এলাকা থেকে আমদানি রপ্তানির কাজ চলছে স্বাভাবিকভাবেই । এলাকার সমস্ত দোকান বাজার, হোটেল খোলা ছিল । এমন কী টাকা ভাঙানোর কাউন্টারও খোলা ছিল ।

আরও পড়ুন : বনধে সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বাজারে চলছে বিকিকিনি

গতকাল পেট্রাপোলে আসা এক ট্রাক চালকের কথায়, বনগাঁয় বনধের কোনও প্রভাব পড়েনি । শহর থেকে ট্রাকগুলো নিয়ে স্বাভাবিকভাবেই পেট্রাপোল বন্দরে পৌঁছেছি । আবার পেট্রাপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্তারা বলেন, অন্যান্য বনধের মতো এই বনধে প্রভাব পড়েনি সীমান্ত বাণিজ্যে । আমদানি রপ্তানি চলছেই ।

বন্দর সূত্রে জানা গেছে, গতকাল ঘোজাডাঙা সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকে । কিন্তু বাণিজ্য সংক্রান্ত বাকি সমস্ত কাজ স্বাভাবিক নিয়মে চলেছে । এদিন দুই দেশের মধ্যে যাত্রী পারাপারও স্বাভাবিক ছিল । যদিও বাংলাদেশ থেকে যাত্রী আসার পরিমাণ অন্য দিনের তুলনায় কম ছিল । সকাল থেকে পেট্রাপোল সীমান্তে বনধ সমর্থকদের দেখাও যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.