ETV Bharat / state

কালীপুজোর জলসা দেখতে গিয়ে রহস্যজনকভাবে খুন কিশোর - কালীপুজোয় খুন কিশোর গোবরডাঙা

কালীপুজের জলসা দেখতে গিয়েছিল প্রতাপ ৷ তারপর আর বাড়ি ফেরা হল না তার ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার গোবরডাঙা থানার খাঁটুরা এলাকার । সোমবার বিকেলে বাড়ির পাশের আমবাগান থেকে ওই কিশোরের দেহ উদ্ধার করা হয়েছে । (17) ।

মৃত যুবক
author img

By

Published : Nov 5, 2019, 9:50 AM IST

Updated : Nov 5, 2019, 9:57 AM IST

গোবরডাঙা , 5 নভেম্বর : কালীপুজোর জলসা দেখতে গিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল এক কিশোর । ঘটনাটি উত্তর 24 পরগনার গোবরডাঙা থানার খাঁটুরা এলাকার । নিহত কিশোরের নাম প্রতাপ শীল (17) । সোমবার বিকেলে বাড়ির পাশের আমবাগান থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, খুন করা হয়েছে প্রতাপকে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপ একটি রেস্তরাঁয় কাজ করত ৷ রবিবার রাতে কয়েকজন বন্ধুর সাথে সে পাশের গ্রাম জামদানিতে কালীপুজোর জলসা দেখতে গিয়েছিল । তারপর সারারাত তার খোঁজ মেলেনি ৷ অবশেষে গতকাল বিকেলে বাড়ির কাছেই একটি আমবাগানের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ।

কিশোরের খুনে বন্ধুরাই জড়িত বলে মনে করছেন মৃতের পরিবার ৷ তাঁরা থানায় খুনের অভিযোগও দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতাপের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে ৷ নাম চঞ্চল প্রামাণিক ৷ তবে খুনের কারণ এখনও জানা যায়নি ৷ খুন হওয়ার আগে ওই কিশোর বন্ধুদের সঙ্গে মদ খেয়েছিল বলে জানিয়েছে পুলিশ । নেপথ্যে ত্রিকোণ প্রেমের কোনও সম্পর্ক রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

গোবরডাঙা , 5 নভেম্বর : কালীপুজোর জলসা দেখতে গিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল এক কিশোর । ঘটনাটি উত্তর 24 পরগনার গোবরডাঙা থানার খাঁটুরা এলাকার । নিহত কিশোরের নাম প্রতাপ শীল (17) । সোমবার বিকেলে বাড়ির পাশের আমবাগান থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, খুন করা হয়েছে প্রতাপকে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপ একটি রেস্তরাঁয় কাজ করত ৷ রবিবার রাতে কয়েকজন বন্ধুর সাথে সে পাশের গ্রাম জামদানিতে কালীপুজোর জলসা দেখতে গিয়েছিল । তারপর সারারাত তার খোঁজ মেলেনি ৷ অবশেষে গতকাল বিকেলে বাড়ির কাছেই একটি আমবাগানের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ।

কিশোরের খুনে বন্ধুরাই জড়িত বলে মনে করছেন মৃতের পরিবার ৷ তাঁরা থানায় খুনের অভিযোগও দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতাপের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে ৷ নাম চঞ্চল প্রামাণিক ৷ তবে খুনের কারণ এখনও জানা যায়নি ৷ খুন হওয়ার আগে ওই কিশোর বন্ধুদের সঙ্গে মদ খেয়েছিল বলে জানিয়েছে পুলিশ । নেপথ্যে ত্রিকোণ প্রেমের কোনও সম্পর্ক রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

Intro:কালীপুজোর জলসা দেখতে গিয়ে রহস্যজনকভাবে খুন কিশোর

গোবরডাঙাঃ কালীপুজের জলসা দেখতে গিয়ে রহস্যজনকভাবে খুন হল এক কিশোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার খাঁটুরায়। পুলিশ জানিয়েছে, নিহত কিশোরের নাম প্রতাপ শীল (১৭)। সোমবার বিকেলে বাড়ির পাশের আমবাগান থেকে ওই কিশোরের দেহ উদ্ধার হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপ একটি রেস্টুরেন্টে কাজ করত।রবিবার রাতে কয়েকজন বন্ধুর সাথে সে পাশের গ্রাম জামদানিতে কালীপুজোর জলসা দেখতে গিয়েছিল। তারপর সারারাত তার খোঁজ পাওয়া যায়নি।বাড়ির লোকেরা অনেক খোঁজাখুঁজি করেন। বন্ধুদের আচরণও ছিল সন্দেহজনক। অবশেষে আজ বিকেলে বাড়ির অদূরে একটি আমবাগানের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের মুখে ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিবারের লোকেরা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ চঞ্চল প্রামাণিক নামে প্রতাপের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে। তবে কী কারণে খুন পুলিশ তা স্পষ্ট করে বলতে পারেনি। খুন হওয়ার আগে ওই কিশোর বন্ধুদের সঙ্গে মদ খেয়েছিল বলে পুলিশ জানিয়েছে। নেপথ্যে ত্রিকোণ প্রেমের কোনও সম্পর্ক রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে।Body:কালীপুজোর জলসা দেখতে গিয়ে রহস্যজনকভাবে খুন কিশোর

গোবরডাঙাঃ কালীপুজের জলসা দেখতে গিয়ে রহস্যজনকভাবে খুন হল এক কিশোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার খাঁটুরায়। পুলিশ জানিয়েছে, নিহত কিশোরের নাম প্রতাপ শীল (১৭)। সোমবার বিকেলে বাড়ির পাশের আমবাগান থেকে ওই কিশোরের দেহ উদ্ধার হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপ একটি রেস্টুরেন্টে কাজ করত।রবিবার রাতে কয়েকজন বন্ধুর সাথে সে পাশের গ্রাম জামদানিতে কালীপুজোর জলসা দেখতে গিয়েছিল। তারপর সারারাত তার খোঁজ পাওয়া যায়নি।বাড়ির লোকেরা অনেক খোঁজাখুঁজি করেন। বন্ধুদের আচরণও ছিল সন্দেহজনক। অবশেষে আজ বিকেলে বাড়ির অদূরে একটি আমবাগানের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের মুখে ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিবারের লোকেরা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ চঞ্চল প্রামাণিক নামে প্রতাপের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে। তবে কী কারণে খুন পুলিশ তা স্পষ্ট করে বলতে পারেনি। খুন হওয়ার আগে ওই কিশোর বন্ধুদের সঙ্গে মদ খেয়েছিল বলে পুলিশ জানিয়েছে। নেপথ্যে ত্রিকোণ প্রেমের কোনও সম্পর্ক রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে।Conclusion:কালীপুজোর জলসা দেখতে গিয়ে রহস্যজনকভাবে খুন কিশোর

গোবরডাঙাঃ কালীপুজের জলসা দেখতে গিয়ে রহস্যজনকভাবে খুন হল এক কিশোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার খাঁটুরায়। পুলিশ জানিয়েছে, নিহত কিশোরের নাম প্রতাপ শীল (১৭)। সোমবার বিকেলে বাড়ির পাশের আমবাগান থেকে ওই কিশোরের দেহ উদ্ধার হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপ একটি রেস্টুরেন্টে কাজ করত।রবিবার রাতে কয়েকজন বন্ধুর সাথে সে পাশের গ্রাম জামদানিতে কালীপুজোর জলসা দেখতে গিয়েছিল। তারপর সারারাত তার খোঁজ পাওয়া যায়নি।বাড়ির লোকেরা অনেক খোঁজাখুঁজি করেন। বন্ধুদের আচরণও ছিল সন্দেহজনক। অবশেষে আজ বিকেলে বাড়ির অদূরে একটি আমবাগানের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের মুখে ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিবারের লোকেরা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ চঞ্চল প্রামাণিক নামে প্রতাপের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে। তবে কী কারণে খুন পুলিশ তা স্পষ্ট করে বলতে পারেনি। খুন হওয়ার আগে ওই কিশোর বন্ধুদের সঙ্গে মদ খেয়েছিল বলে পুলিশ জানিয়েছে। নেপথ্যে ত্রিকোণ প্রেমের কোনও সম্পর্ক রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে।
Last Updated : Nov 5, 2019, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.