গোবরডাঙা , 5 নভেম্বর : কালীপুজোর জলসা দেখতে গিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল এক কিশোর । ঘটনাটি উত্তর 24 পরগনার গোবরডাঙা থানার খাঁটুরা এলাকার । নিহত কিশোরের নাম প্রতাপ শীল (17) । সোমবার বিকেলে বাড়ির পাশের আমবাগান থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, খুন করা হয়েছে প্রতাপকে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপ একটি রেস্তরাঁয় কাজ করত ৷ রবিবার রাতে কয়েকজন বন্ধুর সাথে সে পাশের গ্রাম জামদানিতে কালীপুজোর জলসা দেখতে গিয়েছিল । তারপর সারারাত তার খোঁজ মেলেনি ৷ অবশেষে গতকাল বিকেলে বাড়ির কাছেই একটি আমবাগানের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ।
কিশোরের খুনে বন্ধুরাই জড়িত বলে মনে করছেন মৃতের পরিবার ৷ তাঁরা থানায় খুনের অভিযোগও দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতাপের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে ৷ নাম চঞ্চল প্রামাণিক ৷ তবে খুনের কারণ এখনও জানা যায়নি ৷ খুন হওয়ার আগে ওই কিশোর বন্ধুদের সঙ্গে মদ খেয়েছিল বলে জানিয়েছে পুলিশ । নেপথ্যে ত্রিকোণ প্রেমের কোনও সম্পর্ক রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷